
যেখানে শুরুর কথা বলার আগেই শেষ—ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা জনপ্রিয় বাংলা গানটি হয়তো জানেন, হয়তোবা না। কারণ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আজ আবাহনী লিমিটেড-ব্রাদার্স ইউনিয়ন ম্যাচের ফল আন্দাজ করা গেছে প্রথম ইনিংসের পরই। তানভীর ইসলামের স্পিন ভেলকিতে রীতিমতো হাঁসফাঁস করতে দেখা গেছে ব্রাদার্সকে।
৫০ ওভারের ম্যাচ হলেও আবাহনী-ব্রাদার্স ম্যাচে সব মিলে হয়েছে ৩৪ ওভার। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ব্রাদার্স ইউনিয়ন ২১.৩ ওভারে ৭১ রানে অলআউট হয়েছে। আবাহনীর বোলারদের মধ্যে সেরা বোলিং করেছেন তানভীর। বাঁহাতি স্পিনার ৬ ওভার বোলিং করে ৭ রানে নেন ৫ উইকেট। রান তাড়া করতে নেমে ১২.৩ ওভারেই ২ উইকেটে ৭২ রান করে ফেলে আবাহনী। ৮ উইকেটের জয়ে চার ম্যাচের চারটিই জিতল আবাহনী।
টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ব্রাদার্স ইউনিয়ন শুরুটা করেছিল ধীরস্থির। দুই ওপেনার রহমতউল্লাহ আলভী এবং আব্বাস মুসা আলভি ৬.৪ ওভারে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৩৪ রান। সপ্তম ওভারেই বোলিংয়ে এসে নিজের প্রথম ওভারে উইকেট তুলে নেন তানভীর। ওভারের পঞ্চম বলে ব্রাদার্সের ওপেনার আলভী তুলে মারতে যান তানভীরকে। কাভারে ক্যাচ ধরেন আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।
উদ্বোধনী জুটি ভেঙে ব্রাদার্সের ইনিংসে ভাঙন ধরানোর শুরুটাই যে করলেন তানভীর। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ব্রাদার্স গুটিয়ে গেছে ১০০ রানের আগেই। যার মধ্যে ৩৭ রানে শেষ ৯ উইকেট হারিয়েছে দলটি। শেষ ৯ উইকেটের মধ্যে তানভীর নিয়েছেন সৈয়দ জারিফ রহমান, অমিত মজুমদার, আবির হোসেন, মেরাজ মাহবুব নিলয়-এই চার ব্যাটারের উইকেট। বলতে গেলে আবাহনীর স্পিন ভেলকিতে খেই হারায় ব্রাদার্স। ব্রাদার্সের ১০ উইকেটের ৮টিই তুলে নেন স্পিনাররা। তানভীরের ৫ উইকেট তো রয়েছেই, দুই স্পিনার রাকিবুল হাসান ও নাহিদুল ইসলাম আবাহনীর এই দুই স্পিনার নেন ২ ও ১ উইকেট।২২তম ওভারের তৃতীয় বলে নুরকে বোল্ড করে ব্রাদার্সের ইনিংসের ইতি টেনেছেন রাকিবুল হাসান। ব্রাদার্সের ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করেন ওপেনার রহমতউল্লাহ। ২৯ বলে ৩টি করে চার ও ছক্কায় করেন ৩৫ রান।
রান তাড়া করতে নেমে দলীয় ১৪ রানেই ভেঙে যায় আবাহনীর উদ্বোধনী জুটি। ফর্মের তুঙ্গে থাকা আবাহনীর ওপেনার সাব্বির হোসেন ফেরেন ৮ বলে ২ রান করে। তৃতীয় ওভারের শেষ বলে সাব্বিরকে ফেরান ব্রাদার্সের বাঁহাতি পেসার নুর। এরপর তিনে ব্যাটিংয়ে নামেন এনামুল হক বিজয়। ওপেনিংয়ে নামা নাঈম শেখের সঙ্গে দ্বিতীয় উইকেটে ২৮ রানের জুটি গড়তে অবদান রাখেন বিজয়। নবম ওভারের প্রথম বলে নাঈমকে বোল্ড করে জুটি ভাঙেন নুর। ৩২ বলে ৩ চার ও ২ ছক্কায় নাঈম করেন ৩০ রান। এরপর তৃতীয় বলে বিজয় ও আফিফ হোসেন ধ্রুব ৩০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। তাতেই ১২.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় আবাহনী।

যেখানে শুরুর কথা বলার আগেই শেষ—ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা জনপ্রিয় বাংলা গানটি হয়তো জানেন, হয়তোবা না। কারণ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আজ আবাহনী লিমিটেড-ব্রাদার্স ইউনিয়ন ম্যাচের ফল আন্দাজ করা গেছে প্রথম ইনিংসের পরই। তানভীর ইসলামের স্পিন ভেলকিতে রীতিমতো হাঁসফাঁস করতে দেখা গেছে ব্রাদার্সকে।
৫০ ওভারের ম্যাচ হলেও আবাহনী-ব্রাদার্স ম্যাচে সব মিলে হয়েছে ৩৪ ওভার। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ব্রাদার্স ইউনিয়ন ২১.৩ ওভারে ৭১ রানে অলআউট হয়েছে। আবাহনীর বোলারদের মধ্যে সেরা বোলিং করেছেন তানভীর। বাঁহাতি স্পিনার ৬ ওভার বোলিং করে ৭ রানে নেন ৫ উইকেট। রান তাড়া করতে নেমে ১২.৩ ওভারেই ২ উইকেটে ৭২ রান করে ফেলে আবাহনী। ৮ উইকেটের জয়ে চার ম্যাচের চারটিই জিতল আবাহনী।
টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ব্রাদার্স ইউনিয়ন শুরুটা করেছিল ধীরস্থির। দুই ওপেনার রহমতউল্লাহ আলভী এবং আব্বাস মুসা আলভি ৬.৪ ওভারে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৩৪ রান। সপ্তম ওভারেই বোলিংয়ে এসে নিজের প্রথম ওভারে উইকেট তুলে নেন তানভীর। ওভারের পঞ্চম বলে ব্রাদার্সের ওপেনার আলভী তুলে মারতে যান তানভীরকে। কাভারে ক্যাচ ধরেন আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।
উদ্বোধনী জুটি ভেঙে ব্রাদার্সের ইনিংসে ভাঙন ধরানোর শুরুটাই যে করলেন তানভীর। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ব্রাদার্স গুটিয়ে গেছে ১০০ রানের আগেই। যার মধ্যে ৩৭ রানে শেষ ৯ উইকেট হারিয়েছে দলটি। শেষ ৯ উইকেটের মধ্যে তানভীর নিয়েছেন সৈয়দ জারিফ রহমান, অমিত মজুমদার, আবির হোসেন, মেরাজ মাহবুব নিলয়-এই চার ব্যাটারের উইকেট। বলতে গেলে আবাহনীর স্পিন ভেলকিতে খেই হারায় ব্রাদার্স। ব্রাদার্সের ১০ উইকেটের ৮টিই তুলে নেন স্পিনাররা। তানভীরের ৫ উইকেট তো রয়েছেই, দুই স্পিনার রাকিবুল হাসান ও নাহিদুল ইসলাম আবাহনীর এই দুই স্পিনার নেন ২ ও ১ উইকেট।২২তম ওভারের তৃতীয় বলে নুরকে বোল্ড করে ব্রাদার্সের ইনিংসের ইতি টেনেছেন রাকিবুল হাসান। ব্রাদার্সের ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করেন ওপেনার রহমতউল্লাহ। ২৯ বলে ৩টি করে চার ও ছক্কায় করেন ৩৫ রান।
রান তাড়া করতে নেমে দলীয় ১৪ রানেই ভেঙে যায় আবাহনীর উদ্বোধনী জুটি। ফর্মের তুঙ্গে থাকা আবাহনীর ওপেনার সাব্বির হোসেন ফেরেন ৮ বলে ২ রান করে। তৃতীয় ওভারের শেষ বলে সাব্বিরকে ফেরান ব্রাদার্সের বাঁহাতি পেসার নুর। এরপর তিনে ব্যাটিংয়ে নামেন এনামুল হক বিজয়। ওপেনিংয়ে নামা নাঈম শেখের সঙ্গে দ্বিতীয় উইকেটে ২৮ রানের জুটি গড়তে অবদান রাখেন বিজয়। নবম ওভারের প্রথম বলে নাঈমকে বোল্ড করে জুটি ভাঙেন নুর। ৩২ বলে ৩ চার ও ২ ছক্কায় নাঈম করেন ৩০ রান। এরপর তৃতীয় বলে বিজয় ও আফিফ হোসেন ধ্রুব ৩০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। তাতেই ১২.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় আবাহনী।

দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
১৪ মিনিট আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৪ ঘণ্টা আগে