
বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। বয়স ভিত্তিক দলকেও কোচিং করিয়েছেন। বাংলাদেশের নাড়ি-নক্ষত্র তার তো ভালোই জানার কথা। এবার নিজের সাবেক দলের বিপক্ষে কোচিং করিয়ে যুক্তরাষ্ট্রকে সিরিজ জেতাতে অবদান রেখেছেন।
যুক্তরাষ্ট্রের কাছে প্রথম দুই টি-টোয়েন্টি হেরে আগেই সিরিজ হেরে বসে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজে পরাজয়ের পর বেশ সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ। হিউস্টনে গত রাতে যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়ে ধবলধোলাই এড়ায় বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান-সাকিব আল হাসানদের রেকর্ড গড়ার রাতে যুক্তরাষ্ট্রের বোলারদের ওপর ঝড় তুলেছেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। ৫০ বল হাতে রেখে পাওয়া জয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় ফিফটি করেছেন তানজিদ তামিম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রশংসা করে ল বলেন, ‘বাংলাদেশ দারুণ দল। আপনারা (গণমাধ্যম) তাদের বেশি চাপে রাখেন। একটা জিনিসই আমি জানি যে তাদের বেশ কজন ভালো ক্রিকেটার আছেন। দুই ব্যাটার আজ (গতকাল) বেশ কিছু দারুণ ক্রিকেট খেলেছে। দুই তিন জন বোলারের দারুণ গতি রয়েছে। বাংলাদেশের স্পিনাররা সব সময়ই শক্তিশালী।’
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দুটি দলই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সবশেষ আন্তর্জাতিক সিরিজ খেলেছে। যেখানে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ১৯ নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ অবস্থান করছে ৯ নম্বরে। লয়ের মতে ফেবারিট বলতে কিছু নেই বিশ্বকাপে। যুক্তরাষ্ট্রের কোচ বলেন, ‘প্রস্তুতি ভালো হয়েছে। নেটে বল পেটানোর চেয়ে ম্যাচ খেলা অনেক অনেক ভালো। এক ম্যাচে যেকোনো কিছু হতে পারে। বিশ্বকাপ তো এমনই হয়। চূড়ান্ত ফেবারিট বলে কিছু নেই।’
সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্র তাদের চার খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছে। যার মধ্যে রয়েছে অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলসহ প্রথম দুই টি-টোয়েন্টির জয়ের নায়ক হারমিত সিং ও আলি খান। ল বলেন, ‘আজকের (গত রাত) গল্পটা একটু ভিন্ন ছিল। হয়তো আমরা কিছুটা ঢিল দিয়েছি। বাংলাদেশ সত্যিই খুব দুর্দান্ত খেলেছে।’
আরও পড়ুন:

বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। বয়স ভিত্তিক দলকেও কোচিং করিয়েছেন। বাংলাদেশের নাড়ি-নক্ষত্র তার তো ভালোই জানার কথা। এবার নিজের সাবেক দলের বিপক্ষে কোচিং করিয়ে যুক্তরাষ্ট্রকে সিরিজ জেতাতে অবদান রেখেছেন।
যুক্তরাষ্ট্রের কাছে প্রথম দুই টি-টোয়েন্টি হেরে আগেই সিরিজ হেরে বসে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজে পরাজয়ের পর বেশ সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ। হিউস্টনে গত রাতে যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়ে ধবলধোলাই এড়ায় বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান-সাকিব আল হাসানদের রেকর্ড গড়ার রাতে যুক্তরাষ্ট্রের বোলারদের ওপর ঝড় তুলেছেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। ৫০ বল হাতে রেখে পাওয়া জয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় ফিফটি করেছেন তানজিদ তামিম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রশংসা করে ল বলেন, ‘বাংলাদেশ দারুণ দল। আপনারা (গণমাধ্যম) তাদের বেশি চাপে রাখেন। একটা জিনিসই আমি জানি যে তাদের বেশ কজন ভালো ক্রিকেটার আছেন। দুই ব্যাটার আজ (গতকাল) বেশ কিছু দারুণ ক্রিকেট খেলেছে। দুই তিন জন বোলারের দারুণ গতি রয়েছে। বাংলাদেশের স্পিনাররা সব সময়ই শক্তিশালী।’
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দুটি দলই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সবশেষ আন্তর্জাতিক সিরিজ খেলেছে। যেখানে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ১৯ নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ অবস্থান করছে ৯ নম্বরে। লয়ের মতে ফেবারিট বলতে কিছু নেই বিশ্বকাপে। যুক্তরাষ্ট্রের কোচ বলেন, ‘প্রস্তুতি ভালো হয়েছে। নেটে বল পেটানোর চেয়ে ম্যাচ খেলা অনেক অনেক ভালো। এক ম্যাচে যেকোনো কিছু হতে পারে। বিশ্বকাপ তো এমনই হয়। চূড়ান্ত ফেবারিট বলে কিছু নেই।’
সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্র তাদের চার খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছে। যার মধ্যে রয়েছে অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলসহ প্রথম দুই টি-টোয়েন্টির জয়ের নায়ক হারমিত সিং ও আলি খান। ল বলেন, ‘আজকের (গত রাত) গল্পটা একটু ভিন্ন ছিল। হয়তো আমরা কিছুটা ঢিল দিয়েছি। বাংলাদেশ সত্যিই খুব দুর্দান্ত খেলেছে।’
আরও পড়ুন:

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৬ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৭ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৮ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৯ ঘণ্টা আগে