ক্রীড়া ডেস্ক

বল হাতে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রয়েছে রশিদ খানের। তাঁর ঘূর্ণি জাদুর ভেলকি অনেক ম্যাচেই ক্রিকেটপ্রেমীর দেখেছেন। কিন্তু চলতি আইপিএল রশিদ বোলিং যেন অনেকটাই নির্বিষ। প্রতিদিন রান বিলাচ্ছেন, সে বিবেচনায় ঝুলিতে উইকেটের সংখ্যাও কম। গতকাল তাঁর দল গুজরাট টাইটানস ৩৮ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। দল জিতলেও রশিদের হলো তেতো এক অভিজ্ঞতা। যেটি এর আগে কখনো হয়নি।
ম্যাচে ৩ ওভার বোলিং করে ৫০ রান দিয়েছেন রশিদ। প্রথম ওভারে দুই ছক্কায় ১৫ রান। পরের ওভারে একটি ছক্কা ও চারে ১৪ রান। নিজের প্রথম দুই ওভারে দিলেন ২৯ রান। আবার যখন তৃতীয় ওভার বোলিং করতে এলেন, ততক্ষণে ম্যাচের ভাগ্য গুজরাটের পক্ষে নির্ধারণ হয়ে গেছে। তবে রাশিদের ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা তখনো বাকি। নিজের শেষ ওভারে হজম করলেন তিন ছক্কা। ওভারে রান দিলেন ২১। সব মিলিয়ে তিন ওভারে। ৪৭২ ম্যাচের স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারে এমন তেতো অভিজ্ঞতা এবারই প্রথম আফগান লেগ স্পিনারের।
২০২৫ আইপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলেছেন রশিদ। বোলিং করেছেন ২৫.৫ ওভার। অধিকাংশ ম্যাচেই ৪ ওভারের কোটা পূর্ণ হয়নি। সব মিলিয়ে শিকার করেছেন ৭ উইকেট। বোলিং গড় ৫০.২৮, ইকোনমি ৯.৫১। এই স্ট্যাটসই বলে দেয় আইপিএলে এবার কতটা বিবর্ণ রশিদ। আইপিএলে ওভারপ্রতি এর চেয়ে বেশি রান আগে কখনো দেননি তিনি।
গতকাল হায়দরাবাদের বিপক্ষে ওভারপ্রতি রান দিয়েছেন ১৬.৬৬। ম্যাচে অন্তত এক ওভার বোলিং করে ওভারপ্রতি এত বেশি রান দেওয়ার নজির তার ১০ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ার আর নেই। গত আইপিএলে গুজরাটের হয়েই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১.৪ ওভারে রান দিয়েছিলেন ২৫। ওভারপ্রতি রান ছিল ১৫। অন্তত তিন ওভার বোলিংয়ে রশিদের আগের খরচে বোলিং ছিল ২০২৩ আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৪৪ রান।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে ছয়টি ছক্কা হজম করেছেন রশিদ। এর চেয়ে বেশি ছক্কা দেওয়া ঘটনা আছে দুটি ম্যাচে। ২০১৮ আইপিএলে সানরাইজার্সের হয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ ওভারে ৫৫ রান দেওয়ার ম্যাচে এবং ২০২৩ এসএ টোয়েন্টিতে এমআই কেপ টাউনের হয়ে সানরাইজার্স ইস্টার্ন কেপের বিপক্ষে ৪ ওভারে ৫৩ রান দেওয়ার ম্যাচে। এ দুই ম্যাচে হজম করেছিলেন সাতটি করে ছক্কা।

বল হাতে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রয়েছে রশিদ খানের। তাঁর ঘূর্ণি জাদুর ভেলকি অনেক ম্যাচেই ক্রিকেটপ্রেমীর দেখেছেন। কিন্তু চলতি আইপিএল রশিদ বোলিং যেন অনেকটাই নির্বিষ। প্রতিদিন রান বিলাচ্ছেন, সে বিবেচনায় ঝুলিতে উইকেটের সংখ্যাও কম। গতকাল তাঁর দল গুজরাট টাইটানস ৩৮ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। দল জিতলেও রশিদের হলো তেতো এক অভিজ্ঞতা। যেটি এর আগে কখনো হয়নি।
ম্যাচে ৩ ওভার বোলিং করে ৫০ রান দিয়েছেন রশিদ। প্রথম ওভারে দুই ছক্কায় ১৫ রান। পরের ওভারে একটি ছক্কা ও চারে ১৪ রান। নিজের প্রথম দুই ওভারে দিলেন ২৯ রান। আবার যখন তৃতীয় ওভার বোলিং করতে এলেন, ততক্ষণে ম্যাচের ভাগ্য গুজরাটের পক্ষে নির্ধারণ হয়ে গেছে। তবে রাশিদের ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা তখনো বাকি। নিজের শেষ ওভারে হজম করলেন তিন ছক্কা। ওভারে রান দিলেন ২১। সব মিলিয়ে তিন ওভারে। ৪৭২ ম্যাচের স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারে এমন তেতো অভিজ্ঞতা এবারই প্রথম আফগান লেগ স্পিনারের।
২০২৫ আইপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলেছেন রশিদ। বোলিং করেছেন ২৫.৫ ওভার। অধিকাংশ ম্যাচেই ৪ ওভারের কোটা পূর্ণ হয়নি। সব মিলিয়ে শিকার করেছেন ৭ উইকেট। বোলিং গড় ৫০.২৮, ইকোনমি ৯.৫১। এই স্ট্যাটসই বলে দেয় আইপিএলে এবার কতটা বিবর্ণ রশিদ। আইপিএলে ওভারপ্রতি এর চেয়ে বেশি রান আগে কখনো দেননি তিনি।
গতকাল হায়দরাবাদের বিপক্ষে ওভারপ্রতি রান দিয়েছেন ১৬.৬৬। ম্যাচে অন্তত এক ওভার বোলিং করে ওভারপ্রতি এত বেশি রান দেওয়ার নজির তার ১০ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ার আর নেই। গত আইপিএলে গুজরাটের হয়েই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১.৪ ওভারে রান দিয়েছিলেন ২৫। ওভারপ্রতি রান ছিল ১৫। অন্তত তিন ওভার বোলিংয়ে রশিদের আগের খরচে বোলিং ছিল ২০২৩ আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৪৪ রান।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে ছয়টি ছক্কা হজম করেছেন রশিদ। এর চেয়ে বেশি ছক্কা দেওয়া ঘটনা আছে দুটি ম্যাচে। ২০১৮ আইপিএলে সানরাইজার্সের হয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ ওভারে ৫৫ রান দেওয়ার ম্যাচে এবং ২০২৩ এসএ টোয়েন্টিতে এমআই কেপ টাউনের হয়ে সানরাইজার্স ইস্টার্ন কেপের বিপক্ষে ৪ ওভারে ৫৩ রান দেওয়ার ম্যাচে। এ দুই ম্যাচে হজম করেছিলেন সাতটি করে ছক্কা।

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৩ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৪ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৫ ঘণ্টা আগে