ক্রীড়া ডেস্ক

বল হাতে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রয়েছে রশিদ খানের। তাঁর ঘূর্ণি জাদুর ভেলকি অনেক ম্যাচেই ক্রিকেটপ্রেমীর দেখেছেন। কিন্তু চলতি আইপিএল রশিদ বোলিং যেন অনেকটাই নির্বিষ। প্রতিদিন রান বিলাচ্ছেন, সে বিবেচনায় ঝুলিতে উইকেটের সংখ্যাও কম। গতকাল তাঁর দল গুজরাট টাইটানস ৩৮ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। দল জিতলেও রশিদের হলো তেতো এক অভিজ্ঞতা। যেটি এর আগে কখনো হয়নি।
ম্যাচে ৩ ওভার বোলিং করে ৫০ রান দিয়েছেন রশিদ। প্রথম ওভারে দুই ছক্কায় ১৫ রান। পরের ওভারে একটি ছক্কা ও চারে ১৪ রান। নিজের প্রথম দুই ওভারে দিলেন ২৯ রান। আবার যখন তৃতীয় ওভার বোলিং করতে এলেন, ততক্ষণে ম্যাচের ভাগ্য গুজরাটের পক্ষে নির্ধারণ হয়ে গেছে। তবে রাশিদের ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা তখনো বাকি। নিজের শেষ ওভারে হজম করলেন তিন ছক্কা। ওভারে রান দিলেন ২১। সব মিলিয়ে তিন ওভারে। ৪৭২ ম্যাচের স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারে এমন তেতো অভিজ্ঞতা এবারই প্রথম আফগান লেগ স্পিনারের।
২০২৫ আইপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলেছেন রশিদ। বোলিং করেছেন ২৫.৫ ওভার। অধিকাংশ ম্যাচেই ৪ ওভারের কোটা পূর্ণ হয়নি। সব মিলিয়ে শিকার করেছেন ৭ উইকেট। বোলিং গড় ৫০.২৮, ইকোনমি ৯.৫১। এই স্ট্যাটসই বলে দেয় আইপিএলে এবার কতটা বিবর্ণ রশিদ। আইপিএলে ওভারপ্রতি এর চেয়ে বেশি রান আগে কখনো দেননি তিনি।
গতকাল হায়দরাবাদের বিপক্ষে ওভারপ্রতি রান দিয়েছেন ১৬.৬৬। ম্যাচে অন্তত এক ওভার বোলিং করে ওভারপ্রতি এত বেশি রান দেওয়ার নজির তার ১০ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ার আর নেই। গত আইপিএলে গুজরাটের হয়েই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১.৪ ওভারে রান দিয়েছিলেন ২৫। ওভারপ্রতি রান ছিল ১৫। অন্তত তিন ওভার বোলিংয়ে রশিদের আগের খরচে বোলিং ছিল ২০২৩ আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৪৪ রান।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে ছয়টি ছক্কা হজম করেছেন রশিদ। এর চেয়ে বেশি ছক্কা দেওয়া ঘটনা আছে দুটি ম্যাচে। ২০১৮ আইপিএলে সানরাইজার্সের হয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ ওভারে ৫৫ রান দেওয়ার ম্যাচে এবং ২০২৩ এসএ টোয়েন্টিতে এমআই কেপ টাউনের হয়ে সানরাইজার্স ইস্টার্ন কেপের বিপক্ষে ৪ ওভারে ৫৩ রান দেওয়ার ম্যাচে। এ দুই ম্যাচে হজম করেছিলেন সাতটি করে ছক্কা।

বল হাতে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রয়েছে রশিদ খানের। তাঁর ঘূর্ণি জাদুর ভেলকি অনেক ম্যাচেই ক্রিকেটপ্রেমীর দেখেছেন। কিন্তু চলতি আইপিএল রশিদ বোলিং যেন অনেকটাই নির্বিষ। প্রতিদিন রান বিলাচ্ছেন, সে বিবেচনায় ঝুলিতে উইকেটের সংখ্যাও কম। গতকাল তাঁর দল গুজরাট টাইটানস ৩৮ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। দল জিতলেও রশিদের হলো তেতো এক অভিজ্ঞতা। যেটি এর আগে কখনো হয়নি।
ম্যাচে ৩ ওভার বোলিং করে ৫০ রান দিয়েছেন রশিদ। প্রথম ওভারে দুই ছক্কায় ১৫ রান। পরের ওভারে একটি ছক্কা ও চারে ১৪ রান। নিজের প্রথম দুই ওভারে দিলেন ২৯ রান। আবার যখন তৃতীয় ওভার বোলিং করতে এলেন, ততক্ষণে ম্যাচের ভাগ্য গুজরাটের পক্ষে নির্ধারণ হয়ে গেছে। তবে রাশিদের ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা তখনো বাকি। নিজের শেষ ওভারে হজম করলেন তিন ছক্কা। ওভারে রান দিলেন ২১। সব মিলিয়ে তিন ওভারে। ৪৭২ ম্যাচের স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারে এমন তেতো অভিজ্ঞতা এবারই প্রথম আফগান লেগ স্পিনারের।
২০২৫ আইপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলেছেন রশিদ। বোলিং করেছেন ২৫.৫ ওভার। অধিকাংশ ম্যাচেই ৪ ওভারের কোটা পূর্ণ হয়নি। সব মিলিয়ে শিকার করেছেন ৭ উইকেট। বোলিং গড় ৫০.২৮, ইকোনমি ৯.৫১। এই স্ট্যাটসই বলে দেয় আইপিএলে এবার কতটা বিবর্ণ রশিদ। আইপিএলে ওভারপ্রতি এর চেয়ে বেশি রান আগে কখনো দেননি তিনি।
গতকাল হায়দরাবাদের বিপক্ষে ওভারপ্রতি রান দিয়েছেন ১৬.৬৬। ম্যাচে অন্তত এক ওভার বোলিং করে ওভারপ্রতি এত বেশি রান দেওয়ার নজির তার ১০ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ার আর নেই। গত আইপিএলে গুজরাটের হয়েই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১.৪ ওভারে রান দিয়েছিলেন ২৫। ওভারপ্রতি রান ছিল ১৫। অন্তত তিন ওভার বোলিংয়ে রশিদের আগের খরচে বোলিং ছিল ২০২৩ আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৪৪ রান।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে ছয়টি ছক্কা হজম করেছেন রশিদ। এর চেয়ে বেশি ছক্কা দেওয়া ঘটনা আছে দুটি ম্যাচে। ২০১৮ আইপিএলে সানরাইজার্সের হয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ ওভারে ৫৫ রান দেওয়ার ম্যাচে এবং ২০২৩ এসএ টোয়েন্টিতে এমআই কেপ টাউনের হয়ে সানরাইজার্স ইস্টার্ন কেপের বিপক্ষে ৪ ওভারে ৫৩ রান দেওয়ার ম্যাচে। এ দুই ম্যাচে হজম করেছিলেন সাতটি করে ছক্কা।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১২ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১৪ ঘণ্টা আগে