নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুই বছর পর ৫০ ওভারের (লিস্ট এ) ক্রিকেটে ফিরছেন মাশরাফি বিন মুর্তজা। সবশেষ জিম্বাবুয়ে সিরিজে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন তিনি। তারপর থেকে এই ফরম্যাটে আর দেখা যায়নি ডানহাতি এই পেসারকে। অবশেষে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ওয়ানডেতে ফিরবেন তিনি।
বুধবার মিরপুরে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) কার্যালয়ে এসে দলবদলে অংশ নেন মাশরাফি। সবশেষ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ডিপিএলে খেলেছিলেন তিনি। তবে এবার নতুন দলের হয়ে মাঠে দেখা যাবে দেশের সফলতম এই অধিনায়ককে।
ওয়ানডেতে ফেরা নিয়ে সাংবাদিকদের মাশরাফি বলেছেন, ‘ওয়ানডেই আমি সব সময় খেলে এসেছি এবং আমার ফোকাসই ছিল। এটা নির্ভর করে একজন নির্দিষ্ট খেলোয়াড় নির্দিষ্ট ফরম্যাটে কীভাবে মানিয়ে নেয়। ওয়ানডে ক্রিকেটই আমি সব সময় খেলে এসেছি এবং আমি ভালো বুঝিও, আমার জন্য সহজও।’
২০২০ সালে ডিপিএলে মাত্র এক ম্যাচ খেলেছিলেন মাশরাফি। তারপর আর খেলা হয়নি। তিনি বলেছেন, ‘শেষ বার আমি শেখ জামাল ধানমন্ডির হয়ে খেলেছিলাম, এক ম্যাচ খেলার পর করোনা আসে তখন বন্ধ হয়ে গেল।’
বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও ভালো করেন মাশরাফি। বর্তমানে পিঠে চোটে ভুগছেন তিনি। তবে দলের প্রয়োজন হলে অবশ্যই ব্যাটিং করবেন বলে জানিয়েছেন তিনি।
মাশরাফির পিঠের চোট নতুন নয়। সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চোট নিয়ে ভুগতে দেখা গেছে এই পেসারকে। তবে দ্রুত চিকিৎসা নিতে আগামী সপ্তাহে ভারতে যাচ্ছেন তিনি। সেখানে ৯ মার্চ ডাক্তার দেখানোর কথা রয়েছে। মাশরাফি বলেছেন, ‘আমার পিঠের নিচে ব্যথা আছে একটু। চিকিৎসা করাতে যাচ্ছি। শারীরিক ফিটনেসের ক্ষেত্রে ক্রিকেটীয় যে নিয়মকানুন বা অন্যান্য যেসব আছে, আমি সেসব নিয়ে মাঝখানে ট্রেনিং করেছি। চিকিৎসা করার পর আশা করি সমস্যা হবে না।’

দুই বছর পর ৫০ ওভারের (লিস্ট এ) ক্রিকেটে ফিরছেন মাশরাফি বিন মুর্তজা। সবশেষ জিম্বাবুয়ে সিরিজে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন তিনি। তারপর থেকে এই ফরম্যাটে আর দেখা যায়নি ডানহাতি এই পেসারকে। অবশেষে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ওয়ানডেতে ফিরবেন তিনি।
বুধবার মিরপুরে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) কার্যালয়ে এসে দলবদলে অংশ নেন মাশরাফি। সবশেষ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ডিপিএলে খেলেছিলেন তিনি। তবে এবার নতুন দলের হয়ে মাঠে দেখা যাবে দেশের সফলতম এই অধিনায়ককে।
ওয়ানডেতে ফেরা নিয়ে সাংবাদিকদের মাশরাফি বলেছেন, ‘ওয়ানডেই আমি সব সময় খেলে এসেছি এবং আমার ফোকাসই ছিল। এটা নির্ভর করে একজন নির্দিষ্ট খেলোয়াড় নির্দিষ্ট ফরম্যাটে কীভাবে মানিয়ে নেয়। ওয়ানডে ক্রিকেটই আমি সব সময় খেলে এসেছি এবং আমি ভালো বুঝিও, আমার জন্য সহজও।’
২০২০ সালে ডিপিএলে মাত্র এক ম্যাচ খেলেছিলেন মাশরাফি। তারপর আর খেলা হয়নি। তিনি বলেছেন, ‘শেষ বার আমি শেখ জামাল ধানমন্ডির হয়ে খেলেছিলাম, এক ম্যাচ খেলার পর করোনা আসে তখন বন্ধ হয়ে গেল।’
বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও ভালো করেন মাশরাফি। বর্তমানে পিঠে চোটে ভুগছেন তিনি। তবে দলের প্রয়োজন হলে অবশ্যই ব্যাটিং করবেন বলে জানিয়েছেন তিনি।
মাশরাফির পিঠের চোট নতুন নয়। সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চোট নিয়ে ভুগতে দেখা গেছে এই পেসারকে। তবে দ্রুত চিকিৎসা নিতে আগামী সপ্তাহে ভারতে যাচ্ছেন তিনি। সেখানে ৯ মার্চ ডাক্তার দেখানোর কথা রয়েছে। মাশরাফি বলেছেন, ‘আমার পিঠের নিচে ব্যথা আছে একটু। চিকিৎসা করাতে যাচ্ছি। শারীরিক ফিটনেসের ক্ষেত্রে ক্রিকেটীয় যে নিয়মকানুন বা অন্যান্য যেসব আছে, আমি সেসব নিয়ে মাঝখানে ট্রেনিং করেছি। চিকিৎসা করার পর আশা করি সমস্যা হবে না।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১২ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৩ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৩ ঘণ্টা আগে