
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু আগে ব্যাটিংয়ে নেমে সেভাবে প্রত্যাশা মেটাতে পারেননি ব্যাটাররা। সর্বোচ্চ ৭২ বলে ৭২ রানের ইনিংস খেলেছেন ব্রেন্ডন কিং। ৪৮.২ ওভারে ২৬০ রানে অলআউট হয়ে যায় ক্যারিবীয়রা।
জবাবে ব্যাটিংয়ে নেমে ৮৭ রানে ৪ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। পাঁচ নম্বরে নেমে ওই বিপর্যয়ে দাঁড়িয়ে বিধ্বংসী ইনিংস খেলেছেন মিডল অর্ডার ব্যাটার হেনরিখ ক্লাসেন। তাঁর সেঞ্চুরিতে ২৯.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্য তাড়া করে প্রোটিয়ারা। যার ফলে তিন ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে সমতা করেছে। ৬১ বলে ১১৯ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ক্লাসেন। ওয়ানডেতে এটি তাঁর তৃতীয় সেঞ্চুরি। ১৫টি চার ও ৫টি ছক্কা ছিল ইনিংসে।
ক্লাসেন ওই ইনিংসের পথে ৫৪ বলে সেঞ্চুরি করেছেন। দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে যা চতুর্থ দ্রুততম সেঞ্চুরির কীর্তি। প্রোটিয়াদের মধ্যে তার চেয়ে দ্রুততম সেঞ্চুরি আছে এবি ডি ভিলিয়ার্সের (৩১ বলে ১৪৯), মার্ক বাউচার (৪৪ বলে ১৪৭) ও ভিলিয়ার্সের (৫২ বলে ১৬২)।
৮৭ রানে চার উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ওপেনার রায়ান রিকেলটন ৩, টনি জর্জি ২১ ও রেসি ফন ডার ডুসেন ১৪ রান করে আউট হন। অধিনায়ক এইডেন মার্করাম করেন ২৫ রান। পাঁচে নেমে ক্লাসেন ঝড় শুরু করেন। কিন্তু তাকে রেখে আবার আউট হন ডেভিড মিলার। তিনি করেন ১৭ রান।
সতীর্থদের আসা-যাওয়ায় ভ্রুক্ষেপ করেননি ক্লাসেন। দিনটা নিজের করে নিয়েছেন ঝড় তুলে। সাতে নামা মার্কো জাননেস ৩৩ বলে ৪৩ রানের ইনিংস খেলে তাকে সঙ্গ দেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আলজারি জোসেফ ৩ উইকেট নিয়েছেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে ৩৯ রানে কাইল মেয়ার্সকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। তাঁর ব্যাট থেকে আসে ১৪ রান। তিনে নামা সামারাহ ব্রুক ১৮ ও চারে নামা শাই হোপ ১৬ রান করে আউট হন। তার আগে ওপেনার ব্রেন্ডন কিং ৭২ বলে ১১ চার ও এক ছক্কায় ৭২ রান করেন।
এরপর নিকোলাস পুরান ৩৯ ও জেসন হোল্ডার ৩৬ রান করলে লড়াইয়ের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। আকিল হোসেন ১৪ ও ওডেন স্মিথ ১৭ রান করেন। তবু ১০ বল থাকতে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু আগে ব্যাটিংয়ে নেমে সেভাবে প্রত্যাশা মেটাতে পারেননি ব্যাটাররা। সর্বোচ্চ ৭২ বলে ৭২ রানের ইনিংস খেলেছেন ব্রেন্ডন কিং। ৪৮.২ ওভারে ২৬০ রানে অলআউট হয়ে যায় ক্যারিবীয়রা।
জবাবে ব্যাটিংয়ে নেমে ৮৭ রানে ৪ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। পাঁচ নম্বরে নেমে ওই বিপর্যয়ে দাঁড়িয়ে বিধ্বংসী ইনিংস খেলেছেন মিডল অর্ডার ব্যাটার হেনরিখ ক্লাসেন। তাঁর সেঞ্চুরিতে ২৯.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্য তাড়া করে প্রোটিয়ারা। যার ফলে তিন ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে সমতা করেছে। ৬১ বলে ১১৯ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ক্লাসেন। ওয়ানডেতে এটি তাঁর তৃতীয় সেঞ্চুরি। ১৫টি চার ও ৫টি ছক্কা ছিল ইনিংসে।
ক্লাসেন ওই ইনিংসের পথে ৫৪ বলে সেঞ্চুরি করেছেন। দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে যা চতুর্থ দ্রুততম সেঞ্চুরির কীর্তি। প্রোটিয়াদের মধ্যে তার চেয়ে দ্রুততম সেঞ্চুরি আছে এবি ডি ভিলিয়ার্সের (৩১ বলে ১৪৯), মার্ক বাউচার (৪৪ বলে ১৪৭) ও ভিলিয়ার্সের (৫২ বলে ১৬২)।
৮৭ রানে চার উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ওপেনার রায়ান রিকেলটন ৩, টনি জর্জি ২১ ও রেসি ফন ডার ডুসেন ১৪ রান করে আউট হন। অধিনায়ক এইডেন মার্করাম করেন ২৫ রান। পাঁচে নেমে ক্লাসেন ঝড় শুরু করেন। কিন্তু তাকে রেখে আবার আউট হন ডেভিড মিলার। তিনি করেন ১৭ রান।
সতীর্থদের আসা-যাওয়ায় ভ্রুক্ষেপ করেননি ক্লাসেন। দিনটা নিজের করে নিয়েছেন ঝড় তুলে। সাতে নামা মার্কো জাননেস ৩৩ বলে ৪৩ রানের ইনিংস খেলে তাকে সঙ্গ দেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আলজারি জোসেফ ৩ উইকেট নিয়েছেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে ৩৯ রানে কাইল মেয়ার্সকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। তাঁর ব্যাট থেকে আসে ১৪ রান। তিনে নামা সামারাহ ব্রুক ১৮ ও চারে নামা শাই হোপ ১৬ রান করে আউট হন। তার আগে ওপেনার ব্রেন্ডন কিং ৭২ বলে ১১ চার ও এক ছক্কায় ৭২ রান করেন।
এরপর নিকোলাস পুরান ৩৯ ও জেসন হোল্ডার ৩৬ রান করলে লড়াইয়ের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। আকিল হোসেন ১৪ ও ওডেন স্মিথ ১৭ রান করেন। তবু ১০ বল থাকতে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৩ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৪ ঘণ্টা আগে