
আইসিসি র্যাঙ্কিং বিবেচনা করে এশিয়ার বর্তমান খেলোয়াড়দের নিয়ে সেরা একাদশ তৈরি করেছে বিখ্যাত ক্রিকেট ম্যাগাজিন উইজডেন। সেই একাদশে আছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার।
বাংলাদেশ থেকে উইজডেন ইন্ডিয়ার একাদশে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান, ব্যাটার-উইকেটকিপার মুশফিকুর রহিম ও পেসার মোস্তাফিজুর রহমান।
এ ছাড়া এই একাদশে আছেন ওয়ানডে র্যাঙ্কিংয়ে এশিয়ার শীর্ষ পাঁচ ব্যাটসম্যান (উইকেটরক্ষকসহ), দুই অলরাউন্ডার ও চার বোলার। বাংলাদেশ ছাড়াও ভারত ও পাকিস্তানের তিনজন করে ক্রিকেটার রয়েছেন। আফগানিস্তানের ক্রিকেটার আছেন দুজন। তবে জায়গা পাননি কোনো শ্রীলঙ্কান ক্রিকেটার।
উইজডেন ইন্ডিয়ার সেরা একাদশে ওপেনারের ভূমিকায় রাখা হয়েছে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১১তম স্থানে থাকা পাকিস্তানের ফখর জামান ও তৃতীয় স্থানে থাকা ভারতের রোহিত শর্মাকে।
র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম নামবেন ওয়ানডাউনে। তার পরের নামটি সহজেই অনুমেয়—ভারতীয় অধিনায়ক ও র্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা বিরাট কোহলি।
ব্যাটিং অর্ডারে এরপরই রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। ৩৪ বছর বয়সী তারকা অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে রেখেছেন দীর্ঘ সময় ধরে।
উইকেটরক্ষক হিসেবে বেছে নেওয়া হয়েছে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৩তম অবস্থানে থাকা মুশফিকুর রহিমকে। দ্বিতীয় সেরা অলরাউন্ডার মোহাম্মদ নবীও আছেন একাদশে।
ফাস্ট বোলারদের মধ্যে প্রত্যাশিতভাবেই আছেন ভারতের জাসপ্রীত বুমরা ও পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি। পেস বিভাগে তাঁদের সঙ্গী ‘কাটার মাস্টার’ মোস্তাফিজ। আর একমাত্র ডানহাতি স্পিনার হিসেবে রয়েছেন আফগানিস্তানের মুজিব উর রহমান।
উইজডেন ইন্ডিয়ার ওয়ানডে একাদশ:
ফখর জামান, রোহিত শর্মা, বাবর আজম, বিরাট কোহলি, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ নবী, শাহীন শাহ আফ্রিদি, মুজিব উর রহমান, জসপ্রীত বুমরা ও মোস্তাফিজুর রহমান।

আইসিসি র্যাঙ্কিং বিবেচনা করে এশিয়ার বর্তমান খেলোয়াড়দের নিয়ে সেরা একাদশ তৈরি করেছে বিখ্যাত ক্রিকেট ম্যাগাজিন উইজডেন। সেই একাদশে আছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার।
বাংলাদেশ থেকে উইজডেন ইন্ডিয়ার একাদশে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান, ব্যাটার-উইকেটকিপার মুশফিকুর রহিম ও পেসার মোস্তাফিজুর রহমান।
এ ছাড়া এই একাদশে আছেন ওয়ানডে র্যাঙ্কিংয়ে এশিয়ার শীর্ষ পাঁচ ব্যাটসম্যান (উইকেটরক্ষকসহ), দুই অলরাউন্ডার ও চার বোলার। বাংলাদেশ ছাড়াও ভারত ও পাকিস্তানের তিনজন করে ক্রিকেটার রয়েছেন। আফগানিস্তানের ক্রিকেটার আছেন দুজন। তবে জায়গা পাননি কোনো শ্রীলঙ্কান ক্রিকেটার।
উইজডেন ইন্ডিয়ার সেরা একাদশে ওপেনারের ভূমিকায় রাখা হয়েছে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১১তম স্থানে থাকা পাকিস্তানের ফখর জামান ও তৃতীয় স্থানে থাকা ভারতের রোহিত শর্মাকে।
র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম নামবেন ওয়ানডাউনে। তার পরের নামটি সহজেই অনুমেয়—ভারতীয় অধিনায়ক ও র্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা বিরাট কোহলি।
ব্যাটিং অর্ডারে এরপরই রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। ৩৪ বছর বয়সী তারকা অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে রেখেছেন দীর্ঘ সময় ধরে।
উইকেটরক্ষক হিসেবে বেছে নেওয়া হয়েছে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৩তম অবস্থানে থাকা মুশফিকুর রহিমকে। দ্বিতীয় সেরা অলরাউন্ডার মোহাম্মদ নবীও আছেন একাদশে।
ফাস্ট বোলারদের মধ্যে প্রত্যাশিতভাবেই আছেন ভারতের জাসপ্রীত বুমরা ও পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি। পেস বিভাগে তাঁদের সঙ্গী ‘কাটার মাস্টার’ মোস্তাফিজ। আর একমাত্র ডানহাতি স্পিনার হিসেবে রয়েছেন আফগানিস্তানের মুজিব উর রহমান।
উইজডেন ইন্ডিয়ার ওয়ানডে একাদশ:
ফখর জামান, রোহিত শর্মা, বাবর আজম, বিরাট কোহলি, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ নবী, শাহীন শাহ আফ্রিদি, মুজিব উর রহমান, জসপ্রীত বুমরা ও মোস্তাফিজুর রহমান।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১১ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১২ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৩ ঘণ্টা আগে