ক্রীড়া ডেস্ক
প্রথম দুই ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনি রংপুর রাইডার্স। অবশেষে গ্লোবাল সুপার লিগে সেই অধরা জয় এল আজ। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তানজিম হাসান সাকিবের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ১৫ রানে হারিয়েছে রংপুর।
টুর্নামেন্টে রংপুরের প্রথম জয়ের দিন ভাঙল মাশরাফি বিন মর্তুজার রেকর্ড। রংপুরকে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ২৯ ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড আজ গড়লেন নুরুল হাসান সোহান। দুইয়ে থাকা মাশরাফি রংপুরের অধিনায়ক ছিলেন ২৮ ম্যাচ।
১১৮ রানের লক্ষ্যে নেমে টপাটপ উইকেট হারাতে থাকে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫ ওভারে ৫ উইকেটে ২৭ রানে পরিণত হয় ওয়ারিয়র্স। এরপর ষষ্ঠ উইকেটে ৪৪ বলে ৩৬ রানের জুটি গড়েন শাই হোপ ও গুড়াকেশ মোতি। ১৩তম ওভারের দ্বিতীয় বলে মোতিকে ফিরিয়ে জুটিটি ভাঙেন শেখ মেহেদী হাসান।
মোতি ১৫ রানে ফিরলে গায়ানার স্কোর হয়ে যায় ১২.২ ওভারে ৬ উইকেটে ৬৩ রান। নিঃসঙ্গ শেরপার মতো দলকে টেনে নেওয়া হোপ মিডল অর্ডারে আরও একটি জুটি গড়তে অবদান রাখেন। সপ্তম উইকেটে কিমো পল ও হোপ ২৪ বলে ২৬ রানের জুটি গড়েন। ১৭তম ওভারের দ্বিতীয় বলে পলকে বোল্ড করে জুটি ভাঙেন হারমিত সিং।
১২ বলে ১টি করে চার ও ছক্কায় ১৮ রান করে পল ফেরার পর গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হাতে ছিল ৩ উইকেট। ২২ বলে করতে হতো ২৯ রান। এই সমীকরণটুকু মেলাতে পারেনি ওয়ারিয়র্স। ১৩ রানে শেষ ৩ উইকেট হারিয়ে ১৯.১ ওভারে ১০২ রানে গুটিয়ে দলটি। রোমারিও শেফার্ডের উইকেট নিয়ে ওয়ারিয়র্সের ইনিংসের ইতি টেনেছেন কামরুল ইসলাম রাব্বি। ওয়ারিয়র্সের ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করেন হোপ। ক্যারিবীয় এই ব্যাটার ৪৪ বলের ইনিংসে মেরেছেন ২ চার।
রংপুরের সেরা বোলার রাব্বি নিয়েছেন ৪ উইকেট। ৩.১ ওভার বোলিং করে খরচ করেন ১৩ রান। দলটির ১৫ রানের জয়ে ম্যাচ-সেরা হয়েছেন খুশদিল শাহ। ৪৭ বলে করেন ৫৮ রান। ইনিংসে ২ চার ও ৪ ছক্কা মারেন পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক সোহান। পুরো ২০ ওভার ব্যাটিং করে ১১৭ রানে অলআউট হয়েছে দলটি। ইনিংস সর্বোচ্চ ৫৮ রান করেন খুশদিল। গায়ানার সেরা বোলার ডোয়াইন প্রিটোরিয়াস ১৫ রানে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন ইমরান তাহির, তানজিম সাকিব ও মোতি। যেখানে তাহির দলকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি আজ ৪ ওভার বোলিং করে খরচ করেন ২৪ রান। তানজিম সাকিব আজ নিয়েছেন সৌম্য সরকার ও খুশদিলের উইকেট। ৪ ওভারে দিয়েছেন ২১ রান।
প্রথম দুই ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনি রংপুর রাইডার্স। অবশেষে গ্লোবাল সুপার লিগে সেই অধরা জয় এল আজ। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তানজিম হাসান সাকিবের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ১৫ রানে হারিয়েছে রংপুর।
টুর্নামেন্টে রংপুরের প্রথম জয়ের দিন ভাঙল মাশরাফি বিন মর্তুজার রেকর্ড। রংপুরকে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ২৯ ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড আজ গড়লেন নুরুল হাসান সোহান। দুইয়ে থাকা মাশরাফি রংপুরের অধিনায়ক ছিলেন ২৮ ম্যাচ।
১১৮ রানের লক্ষ্যে নেমে টপাটপ উইকেট হারাতে থাকে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫ ওভারে ৫ উইকেটে ২৭ রানে পরিণত হয় ওয়ারিয়র্স। এরপর ষষ্ঠ উইকেটে ৪৪ বলে ৩৬ রানের জুটি গড়েন শাই হোপ ও গুড়াকেশ মোতি। ১৩তম ওভারের দ্বিতীয় বলে মোতিকে ফিরিয়ে জুটিটি ভাঙেন শেখ মেহেদী হাসান।
মোতি ১৫ রানে ফিরলে গায়ানার স্কোর হয়ে যায় ১২.২ ওভারে ৬ উইকেটে ৬৩ রান। নিঃসঙ্গ শেরপার মতো দলকে টেনে নেওয়া হোপ মিডল অর্ডারে আরও একটি জুটি গড়তে অবদান রাখেন। সপ্তম উইকেটে কিমো পল ও হোপ ২৪ বলে ২৬ রানের জুটি গড়েন। ১৭তম ওভারের দ্বিতীয় বলে পলকে বোল্ড করে জুটি ভাঙেন হারমিত সিং।
১২ বলে ১টি করে চার ও ছক্কায় ১৮ রান করে পল ফেরার পর গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হাতে ছিল ৩ উইকেট। ২২ বলে করতে হতো ২৯ রান। এই সমীকরণটুকু মেলাতে পারেনি ওয়ারিয়র্স। ১৩ রানে শেষ ৩ উইকেট হারিয়ে ১৯.১ ওভারে ১০২ রানে গুটিয়ে দলটি। রোমারিও শেফার্ডের উইকেট নিয়ে ওয়ারিয়র্সের ইনিংসের ইতি টেনেছেন কামরুল ইসলাম রাব্বি। ওয়ারিয়র্সের ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করেন হোপ। ক্যারিবীয় এই ব্যাটার ৪৪ বলের ইনিংসে মেরেছেন ২ চার।
রংপুরের সেরা বোলার রাব্বি নিয়েছেন ৪ উইকেট। ৩.১ ওভার বোলিং করে খরচ করেন ১৩ রান। দলটির ১৫ রানের জয়ে ম্যাচ-সেরা হয়েছেন খুশদিল শাহ। ৪৭ বলে করেন ৫৮ রান। ইনিংসে ২ চার ও ৪ ছক্কা মারেন পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক সোহান। পুরো ২০ ওভার ব্যাটিং করে ১১৭ রানে অলআউট হয়েছে দলটি। ইনিংস সর্বোচ্চ ৫৮ রান করেন খুশদিল। গায়ানার সেরা বোলার ডোয়াইন প্রিটোরিয়াস ১৫ রানে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন ইমরান তাহির, তানজিম সাকিব ও মোতি। যেখানে তাহির দলকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি আজ ৪ ওভার বোলিং করে খরচ করেন ২৪ রান। তানজিম সাকিব আজ নিয়েছেন সৌম্য সরকার ও খুশদিলের উইকেট। ৪ ওভারে দিয়েছেন ২১ রান।
আগামী ৬ থেকে ১২ ফেব্রুয়ারি বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে এশিয়ান অ্যামপিউটি ফুটবল চ্যাম্পিয়নশিপ। সেভেন এ সাইড টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ইরাক, ইরান, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান, নেপাল।
১২ ঘণ্টা আগেআসছে মে’তে সাঁইত্রিশ পেরিয়ে আটত্রিশে পা রাখবেন নোভাক জোকোভিচ। এই বয়সেও কোর্টে তাঁর কী কৈশোরীয় চাঞ্চল্য! সে চাঞ্চল্যরের কাছে হার মানতে হয় তাঁর বয়সের অর্ধেকের কম, ২১ বছর বয়সী কার্লোস আলকারাসকে! তিন ঘণ্টা ৩৭ মিনিট লড়াইয়ে বর্ষীয়ান জোকোভিচ জিতেছেন ৪-৬, ৬-৪, ৬-৩,৬-৩ গেমে। এই জয়ে সেমিফাইনালে উঠে গেছেন সার্
১২ ঘণ্টা আগেটানা দুই জয়ে আগেই ফেডারেশন কাপের কোয়ালিফিকেশন রাউন্ড নিশ্চিত করেছিল আবাহনী ও রহমতগঞ্জ। আজ ভিন্ন ম্যাচে দুই দলই আবার জয় পেয়েছে। তাতে জমে উঠেছে গ্রুপসেরা হওয়ার দৌড়। ৪ ফেব্রুয়ারি কিংস অ্যারেনায় মুখোমুখি হবে আবাহনী ও রহমতগঞ্জ। যে ম্যাচের পরই গ্রুপসেরা টিকিট হাতে পাবে একদল।
১৩ ঘণ্টা আগেআলোচনা-সমালোচনা তো লিওনেল মেসিকে নিয়ে কম হচ্ছে না। আন্তর্জাতিক ফুটবল ও ক্লাব ফুটবলে অসংখ্য শিরোপা জিতেছেন। প্রশংসার পাশাপাশি ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনিও কম পাননি তিনি। এবার আর্জেন্টিনার এই তারকা ফুটবলারের আচরণ নিয়ে প্রশ্ন তুললেন মেক্সিকোর সাবেক এক ফুটবলার।
১৬ ঘণ্টা আগে