
মোস্তাফিজুর রহমান পায়ের আঙুলে ভর করে সামনের দিকে ঝুঁকে পড়েন প্রায় সময়ই। এটার সঙ্গে মিল রয়েছে বিখ্যাত পপ শিল্পী মাইকেল জ্যাকসনের অ্যাকশনের। মোস্তাফিজের সঙ্গে জ্যাকসনের মিলের এমন ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে অনেক বার। বাংলাদেশের বাঁহাতি পেসার তা এবার নিজেই জানিয়েছেন।
বাংলাদেশ সময় আজ সকাল ৯টা ২০ মিনিটে বিসিবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজকে নিয়ে একটি ভিডিও ছেড়েছে। ‘সবুজ ও লালের গল্প’—এমন ক্যাপশন যুক্ত ভিডিওটা ছিল ২ মিনিট ৪৩ সেকেন্ডের। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলতে দেখা গেছে ফিজকে। চেন্নাই সুপার কিংস এবার তাঁর (মোস্তাফিজ) বোলিং অ্যাকশনের সঙ্গে জ্যাকশনের ‘স্মুথ কিলার’ মিলিয়ে যে ছবি সামাজিক মাধ্যমে ছেড়েছে, বিসিবির প্রকাশিত ভিডিওতে সেটা দেখা গেছে। সেটা নিয়ে কথা বলার মাঝে ফিজকে হাসতেও দেখা গেছে। বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন, ‘আমার একসময় খুব রানআপের সমস্যা ছিল। বোলিং করলেই ওভারস্টেপ হতো। তারপর থেকে নাইন-টেনে থাকার সময় এক কোচ বলেছিলেন, তুই এই জায়গা থেকে শুরু কর। এভাবে শুরু কর। সেটাই রয়ে গেছে। মানে সেটা থেকেই তো সেভাবে (জ্যাকসনের মতো) হয়ে গেছে।’
খেলোয়াড়দের বিভিন্ন উপাধি দেওয়া, নাম সংক্ষিপ্ত করা—ভালোবেসে ভক্ত-সমর্থকেরা সামাজিকমাধ্যমে তা করে থাকেন। মোস্তাফিজও সেভাবেই ফিজ বলে পরিচিতি পেয়ে গেছেন। বাংলাদেশের বাঁহাতি পেসার স্বয়ং খোলাসা করেছেন। মোস্তাফিজ বলেন, ‘আমাদের যে বোর্ডটা আছে, ফিল্ডিং সেশন, বোলিং সেশনের টাইমিংয়ের যে বোর্ডটা, সেখানে আমার পুরোটা নাম লিখি, তাহলে অনেক বড় হয়ে যায়। এজন্য দেখি ফিজ দিয়ে। প্রথম দিন আমি বুঝিনি, এটা কে? পরে বলছে, এটা তুমি।’
আরও পড়ুন:

মোস্তাফিজুর রহমান পায়ের আঙুলে ভর করে সামনের দিকে ঝুঁকে পড়েন প্রায় সময়ই। এটার সঙ্গে মিল রয়েছে বিখ্যাত পপ শিল্পী মাইকেল জ্যাকসনের অ্যাকশনের। মোস্তাফিজের সঙ্গে জ্যাকসনের মিলের এমন ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে অনেক বার। বাংলাদেশের বাঁহাতি পেসার তা এবার নিজেই জানিয়েছেন।
বাংলাদেশ সময় আজ সকাল ৯টা ২০ মিনিটে বিসিবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজকে নিয়ে একটি ভিডিও ছেড়েছে। ‘সবুজ ও লালের গল্প’—এমন ক্যাপশন যুক্ত ভিডিওটা ছিল ২ মিনিট ৪৩ সেকেন্ডের। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলতে দেখা গেছে ফিজকে। চেন্নাই সুপার কিংস এবার তাঁর (মোস্তাফিজ) বোলিং অ্যাকশনের সঙ্গে জ্যাকশনের ‘স্মুথ কিলার’ মিলিয়ে যে ছবি সামাজিক মাধ্যমে ছেড়েছে, বিসিবির প্রকাশিত ভিডিওতে সেটা দেখা গেছে। সেটা নিয়ে কথা বলার মাঝে ফিজকে হাসতেও দেখা গেছে। বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন, ‘আমার একসময় খুব রানআপের সমস্যা ছিল। বোলিং করলেই ওভারস্টেপ হতো। তারপর থেকে নাইন-টেনে থাকার সময় এক কোচ বলেছিলেন, তুই এই জায়গা থেকে শুরু কর। এভাবে শুরু কর। সেটাই রয়ে গেছে। মানে সেটা থেকেই তো সেভাবে (জ্যাকসনের মতো) হয়ে গেছে।’
খেলোয়াড়দের বিভিন্ন উপাধি দেওয়া, নাম সংক্ষিপ্ত করা—ভালোবেসে ভক্ত-সমর্থকেরা সামাজিকমাধ্যমে তা করে থাকেন। মোস্তাফিজও সেভাবেই ফিজ বলে পরিচিতি পেয়ে গেছেন। বাংলাদেশের বাঁহাতি পেসার স্বয়ং খোলাসা করেছেন। মোস্তাফিজ বলেন, ‘আমাদের যে বোর্ডটা আছে, ফিল্ডিং সেশন, বোলিং সেশনের টাইমিংয়ের যে বোর্ডটা, সেখানে আমার পুরোটা নাম লিখি, তাহলে অনেক বড় হয়ে যায়। এজন্য দেখি ফিজ দিয়ে। প্রথম দিন আমি বুঝিনি, এটা কে? পরে বলছে, এটা তুমি।’
আরও পড়ুন:

শেষ হয়েছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের ম্যাচ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের ম্যাচ শেষে এখন প্লে অফের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।
৬ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে একটি ট্রেন্ড চলছে—১০ বছর আগে-পরে কার কেমন পরিবর্তন। বিরাট কোহলি যেন একটুও বদলাননি। ১০ বছর আগেও যেমন খ্যাপাটে ছিলেন, এখনো তা-ই। এখনো তিনি উইকেটে থাকা মানে ভারতের আশা জিইয়ে রাখা। আজ তেমনই এক ইনিংস খেললেন তিনি। তুলে নিয়েছেন ওয়ানডেতে ৫৪তম সেঞ্চুরি। কিন্তু এড়াতে পারেননি ভা
৭ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের কাছে হারের পরই নিশ্চিত হয়েছিল– ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলছে না ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে বিপিএল শেষ করল মোহাম্মদ মিঠুনের দল।
৭ ঘণ্টা আগে
কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
৭ ঘণ্টা আগে