
রূপকথার গল্প লিখে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আফগানিস্তান। যেভাবে ছন্দে ছিল আফগানরা, তাতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালের টিকিট কাটলেও অবাক হওয়ার কিছুই থাকত না। কিন্তু ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সকালে প্রথম সেমিফাইনালে রীতিমতো দুমড়ে-মুচড়ে গেল আফগানরা।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। টুর্নামেন্ট জুড়ে যে আফগানিস্তান ব্যাটিং, বোলিং—দুই ইউনিট দুর্দান্ত খেলছিল, তারা বড় স্কোর করলে সেটা ডিফেন্ড করার সামর্থ্য তো ছিলই। তবে দক্ষিণ আফ্রিকা যে এবারের বিশ্বকাপে ‘চোকার্স’ অপবাদ ঘোচানোর মিশনে নেমেছে। ত্রিনিদাদে প্রোটিয়াদের বোলিং তোপে আফগানরা ১১.৫ ওভারে ৫৬ রানে গুঁড়িয়ে গেছে, যা আফগানদের টি-টোয়েন্টি ইতিহাসেই দলীয় সর্বনিম্ন স্কোর। জবাবে ৮.৫ ওভারে ১ উইকেটে ৬০ রান করে প্রোটিয়ারা। এমন বাজেভাবে হারার পর রীতিমতো বিধ্বস্ত রশিদ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফগান অধিনায়ক বলেন, ‘এই রাতটা আমাদের জন্য দুঃস্বপ্নের। আরও ভালো করতে পারতাম আমরা। তবে কন্ডিশন আমাদের সেই অনুমতি দেয়নি। আপনাকে অবশ্য যেকোনো পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।’
এবারের বিশ্বকাপে এক ম্যাচ খেলার পরই মুজিব উর রহমান ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে। তবে সেটা তো খুব একটা প্রভাব ফেলেনি আফগানিস্তান দলে। ১৭ উইকেট নিয়ে এখনো পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি ফজলহক ফারুকি। রশিদ ও নাভিন উল হক নিয়েছেন ১৪ ও ১৩ উইকেট। মোহাম্মদ নবীও অবদান রেখেছেন বোলিংয়ে। উদ্বোধনী জুটিতে তিনবার ১০০ বা তার বেশি রান এবারের বিশ্বকাপে করেছে আফগানরা। তবে মিডল অর্ডার বারবার ভেঙে পড়েছে তাসের ঘরের মতো। সেমিফাইনালে আজ তাদের ভুগিয়েছে করুণভাবে। রশিদ বলেন, ‘মুজিব চোটে পড়ার পরই আমরা ভুগেছি। তবে নবী, ফজলদের কারণে আমাদের স্পিন ইউনিটের কাজটা অনেক সহজ হয়েছে। ধারাবাহিক বোলিং আমাকে মুগ্ধ করেছে। তবে ব্যাটিংটা আমাদের ভালো হয়নি। পরেরবার যখন আমরা টুর্নামেন্টে ফিরব, তখন আরও ভালো করতে হবে। বিশেষ করে ব্যাটিংয়ে।’

রূপকথার গল্প লিখে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আফগানিস্তান। যেভাবে ছন্দে ছিল আফগানরা, তাতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালের টিকিট কাটলেও অবাক হওয়ার কিছুই থাকত না। কিন্তু ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সকালে প্রথম সেমিফাইনালে রীতিমতো দুমড়ে-মুচড়ে গেল আফগানরা।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। টুর্নামেন্ট জুড়ে যে আফগানিস্তান ব্যাটিং, বোলিং—দুই ইউনিট দুর্দান্ত খেলছিল, তারা বড় স্কোর করলে সেটা ডিফেন্ড করার সামর্থ্য তো ছিলই। তবে দক্ষিণ আফ্রিকা যে এবারের বিশ্বকাপে ‘চোকার্স’ অপবাদ ঘোচানোর মিশনে নেমেছে। ত্রিনিদাদে প্রোটিয়াদের বোলিং তোপে আফগানরা ১১.৫ ওভারে ৫৬ রানে গুঁড়িয়ে গেছে, যা আফগানদের টি-টোয়েন্টি ইতিহাসেই দলীয় সর্বনিম্ন স্কোর। জবাবে ৮.৫ ওভারে ১ উইকেটে ৬০ রান করে প্রোটিয়ারা। এমন বাজেভাবে হারার পর রীতিমতো বিধ্বস্ত রশিদ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফগান অধিনায়ক বলেন, ‘এই রাতটা আমাদের জন্য দুঃস্বপ্নের। আরও ভালো করতে পারতাম আমরা। তবে কন্ডিশন আমাদের সেই অনুমতি দেয়নি। আপনাকে অবশ্য যেকোনো পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।’
এবারের বিশ্বকাপে এক ম্যাচ খেলার পরই মুজিব উর রহমান ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে। তবে সেটা তো খুব একটা প্রভাব ফেলেনি আফগানিস্তান দলে। ১৭ উইকেট নিয়ে এখনো পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি ফজলহক ফারুকি। রশিদ ও নাভিন উল হক নিয়েছেন ১৪ ও ১৩ উইকেট। মোহাম্মদ নবীও অবদান রেখেছেন বোলিংয়ে। উদ্বোধনী জুটিতে তিনবার ১০০ বা তার বেশি রান এবারের বিশ্বকাপে করেছে আফগানরা। তবে মিডল অর্ডার বারবার ভেঙে পড়েছে তাসের ঘরের মতো। সেমিফাইনালে আজ তাদের ভুগিয়েছে করুণভাবে। রশিদ বলেন, ‘মুজিব চোটে পড়ার পরই আমরা ভুগেছি। তবে নবী, ফজলদের কারণে আমাদের স্পিন ইউনিটের কাজটা অনেক সহজ হয়েছে। ধারাবাহিক বোলিং আমাকে মুগ্ধ করেছে। তবে ব্যাটিংটা আমাদের ভালো হয়নি। পরেরবার যখন আমরা টুর্নামেন্টে ফিরব, তখন আরও ভালো করতে হবে। বিশেষ করে ব্যাটিংয়ে।’

দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
১৩ মিনিট আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৪ ঘণ্টা আগে