ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার ম্যাট কুনেমানের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। আইসিসি অনুমোদিত কোনো ল্যাবে সন্দেহজনক বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে অজি এই স্পিনারকে।
আইসিসি আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে কুনেমানের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। সেই ম্যাচে অনফিল্ড আম্পায়ার ছিলেন আড্রিয়ান হোল্ডস্টক ও জোয়েল উইলসন। ক্রিস গ্যাফানি, জেফ ক্রো সেই ম্যাচে তৃতীয় আম্পায়ার ও ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন।
২০২২ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কুনেমানের। তবে ২০১৭ সালে প্রতিযোগিতামূলক ক্রিকেটে পথচলা শুরু তাঁর। ৮ বছরের ক্যারিয়ারের ক্যারিয়ারে এবারই প্রথম তাঁর বোলিং প্রশ্নবিদ্ধ হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এক মুখপাত্র বলেন, ‘গলে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ম্যাচ কর্মকর্তাদের প্রতিবেদনের ব্যাপারে অস্ট্রেলিয়া দল ওয়াকিবহাল। আইসিসির নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বাধীন বিশেষজ্ঞদের সঙ্গে সিএ ব্যাপারটা গভীরভাবে খতিয়ে দেখবে। এই সমস্যা দূর করতে ম্যাটকে সমর্থন দিয়ে যাব। ব্যাপারটি পুরোপুরি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ম্যাট, ক্রিকেট অস্ট্রেলিয়া কেউ কোনো কথা বলবে না।’
আইসিসির নিয়ম অনুযায়ী, বোলিংয়ের সময় কোনো বোলারের কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকানো যাবে না। বেশি বাঁকলেই বোলিং অ্যাকশন অবৈধ হবে। তাতে নিষিদ্ধ হবেন তিনি। পরীক্ষার ফল না আসা পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে কোনো বাধা নেই কুনেমানের। সদ্য সমাপ্ত দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে ধবলধোলাই করে অস্ট্রেলিয়া। সেই সিরিজে সর্বোচ্চ ১৬ উইকেট নিয়েছিলেন অজি এই বাঁহাতি স্পিনার।

অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার ম্যাট কুনেমানের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। আইসিসি অনুমোদিত কোনো ল্যাবে সন্দেহজনক বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে অজি এই স্পিনারকে।
আইসিসি আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে কুনেমানের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। সেই ম্যাচে অনফিল্ড আম্পায়ার ছিলেন আড্রিয়ান হোল্ডস্টক ও জোয়েল উইলসন। ক্রিস গ্যাফানি, জেফ ক্রো সেই ম্যাচে তৃতীয় আম্পায়ার ও ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন।
২০২২ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কুনেমানের। তবে ২০১৭ সালে প্রতিযোগিতামূলক ক্রিকেটে পথচলা শুরু তাঁর। ৮ বছরের ক্যারিয়ারের ক্যারিয়ারে এবারই প্রথম তাঁর বোলিং প্রশ্নবিদ্ধ হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এক মুখপাত্র বলেন, ‘গলে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ম্যাচ কর্মকর্তাদের প্রতিবেদনের ব্যাপারে অস্ট্রেলিয়া দল ওয়াকিবহাল। আইসিসির নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বাধীন বিশেষজ্ঞদের সঙ্গে সিএ ব্যাপারটা গভীরভাবে খতিয়ে দেখবে। এই সমস্যা দূর করতে ম্যাটকে সমর্থন দিয়ে যাব। ব্যাপারটি পুরোপুরি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ম্যাট, ক্রিকেট অস্ট্রেলিয়া কেউ কোনো কথা বলবে না।’
আইসিসির নিয়ম অনুযায়ী, বোলিংয়ের সময় কোনো বোলারের কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকানো যাবে না। বেশি বাঁকলেই বোলিং অ্যাকশন অবৈধ হবে। তাতে নিষিদ্ধ হবেন তিনি। পরীক্ষার ফল না আসা পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে কোনো বাধা নেই কুনেমানের। সদ্য সমাপ্ত দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে ধবলধোলাই করে অস্ট্রেলিয়া। সেই সিরিজে সর্বোচ্চ ১৬ উইকেট নিয়েছিলেন অজি এই বাঁহাতি স্পিনার।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১২ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১৩ ঘণ্টা আগে