
অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার ম্যাট কুনেমানের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। আইসিসি অনুমোদিত কোনো ল্যাবে সন্দেহজনক বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে অজি এই স্পিনারকে।
আইসিসি আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে কুনেমানের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। সেই ম্যাচে অনফিল্ড আম্পায়ার ছিলেন আড্রিয়ান হোল্ডস্টক ও জোয়েল উইলসন। ক্রিস গ্যাফানি, জেফ ক্রো সেই ম্যাচে তৃতীয় আম্পায়ার ও ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন।
২০২২ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কুনেমানের। তবে ২০১৭ সালে প্রতিযোগিতামূলক ক্রিকেটে পথচলা শুরু তাঁর। ৮ বছরের ক্যারিয়ারের ক্যারিয়ারে এবারই প্রথম তাঁর বোলিং প্রশ্নবিদ্ধ হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এক মুখপাত্র বলেন, ‘গলে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ম্যাচ কর্মকর্তাদের প্রতিবেদনের ব্যাপারে অস্ট্রেলিয়া দল ওয়াকিবহাল। আইসিসির নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বাধীন বিশেষজ্ঞদের সঙ্গে সিএ ব্যাপারটা গভীরভাবে খতিয়ে দেখবে। এই সমস্যা দূর করতে ম্যাটকে সমর্থন দিয়ে যাব। ব্যাপারটি পুরোপুরি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ম্যাট, ক্রিকেট অস্ট্রেলিয়া কেউ কোনো কথা বলবে না।’
আইসিসির নিয়ম অনুযায়ী, বোলিংয়ের সময় কোনো বোলারের কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকানো যাবে না। বেশি বাঁকলেই বোলিং অ্যাকশন অবৈধ হবে। তাতে নিষিদ্ধ হবেন তিনি। পরীক্ষার ফল না আসা পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে কোনো বাধা নেই কুনেমানের। সদ্য সমাপ্ত দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে ধবলধোলাই করে অস্ট্রেলিয়া। সেই সিরিজে সর্বোচ্চ ১৬ উইকেট নিয়েছিলেন অজি এই বাঁহাতি স্পিনার।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৮ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১২ ঘণ্টা আগে