ক্রীড়া ডেস্ক
গল শ্রীলঙ্কার কাছে দুর্গ বলেই পরিচিত। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে পাত্তাই পায়নি তারা। উল্টো কপালে জুটেছে ইনিংস ব্যবধানে সবচেয়ে বড় হারের রেকর্ড। এমন হারের পেছনে ব্যাটারদের বড় দায় দেখছেন দলটির প্রধান কোচ সনাৎ জয়াসুরিয়া। শুধু তা-ই নয়, কাঠগড়ায় তুলেছেন দলের অভিজ্ঞদেরও।
চার দিনে শেষ হওয়া ম্যাচে শুরুতে উসমান খাজার ডাবল সেঞ্চুরিতে ৬ উইকেটে ৬৫৪ রানের সংগ্রহ দাঁড় করায় অজিরা। জবাবে দুবার ব্যাটিং করেও লঙ্কানরা হারে ইনিংস ও ২৪২ রানের ব্যবধানে। দিনেশ চান্দিমাল ছাড়া আর কোনো ব্যাটারই প্রথম ইনিংসে ৫০ বলের বেশি খেলতে পারেননি। তাই বড় ইনিংস খেলতে না পারার ব্যর্থতাই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জয়াসুরিয়ার জন্য।
তিনি বলেন, ‘শট নির্বাচনের পাশাপাশি পরিস্থিতি সামলানোর ক্ষেত্রেও গুরুতর সমস্যা রয়েছে। আমার মনে হয় না, নির্দিষ্ট কয়েকজন খেলোয়াড় পরিস্থিতি ভালোভাবে সামলাতে পেরেছে। তারা অভিজ্ঞ খেলোয়াড় এবং তাদের আরও পরিণত হতে হবে। এই খেলোয়াড়েরা অনেক ক্রিকেট খেলেছে এবং তাদের জানা উচিত কীভাবে খেলতে হয়।’
ব্যাটারদের এমন করুণ পরিস্থিতির পেছনে উইকেটের কোনো দায় দেখছেন না জয়াসুরিয়া। তিনি বলেন, ‘আমরা উইকেটকে দুষতে পারব না। কারণ উইকেটের আচরণ কেমন, আমরা সবাই দেখেছি। উইকেট খুবই ভালো ছিল। গলে অনেক দিন ধরে এত ভালো উইকেট দেখিনি, বিশেষ করে তৃতীয় ও চতুর্থ দিনে।’
৬ ফেব্রুয়ারি থেকে একই ভেন্যু গলে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
গল শ্রীলঙ্কার কাছে দুর্গ বলেই পরিচিত। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে পাত্তাই পায়নি তারা। উল্টো কপালে জুটেছে ইনিংস ব্যবধানে সবচেয়ে বড় হারের রেকর্ড। এমন হারের পেছনে ব্যাটারদের বড় দায় দেখছেন দলটির প্রধান কোচ সনাৎ জয়াসুরিয়া। শুধু তা-ই নয়, কাঠগড়ায় তুলেছেন দলের অভিজ্ঞদেরও।
চার দিনে শেষ হওয়া ম্যাচে শুরুতে উসমান খাজার ডাবল সেঞ্চুরিতে ৬ উইকেটে ৬৫৪ রানের সংগ্রহ দাঁড় করায় অজিরা। জবাবে দুবার ব্যাটিং করেও লঙ্কানরা হারে ইনিংস ও ২৪২ রানের ব্যবধানে। দিনেশ চান্দিমাল ছাড়া আর কোনো ব্যাটারই প্রথম ইনিংসে ৫০ বলের বেশি খেলতে পারেননি। তাই বড় ইনিংস খেলতে না পারার ব্যর্থতাই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জয়াসুরিয়ার জন্য।
তিনি বলেন, ‘শট নির্বাচনের পাশাপাশি পরিস্থিতি সামলানোর ক্ষেত্রেও গুরুতর সমস্যা রয়েছে। আমার মনে হয় না, নির্দিষ্ট কয়েকজন খেলোয়াড় পরিস্থিতি ভালোভাবে সামলাতে পেরেছে। তারা অভিজ্ঞ খেলোয়াড় এবং তাদের আরও পরিণত হতে হবে। এই খেলোয়াড়েরা অনেক ক্রিকেট খেলেছে এবং তাদের জানা উচিত কীভাবে খেলতে হয়।’
ব্যাটারদের এমন করুণ পরিস্থিতির পেছনে উইকেটের কোনো দায় দেখছেন না জয়াসুরিয়া। তিনি বলেন, ‘আমরা উইকেটকে দুষতে পারব না। কারণ উইকেটের আচরণ কেমন, আমরা সবাই দেখেছি। উইকেট খুবই ভালো ছিল। গলে অনেক দিন ধরে এত ভালো উইকেট দেখিনি, বিশেষ করে তৃতীয় ও চতুর্থ দিনে।’
৬ ফেব্রুয়ারি থেকে একই ভেন্যু গলে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
রোহিত শর্মা, শুবমান গিলরা তাণ্ডব চালাচ্ছেন ইংল্যান্ডের বোলারদের ওপর। কটকের বরাবাতি স্টেডিয়ামে যখন দুই ওপেনারের বিধ্বংসী ব্যাটিং উপভোগ করছেন, তখনই স্টেডিয়ামের ফ্লাডলাইট বাধ সাধল। ফ্লাডলাইটের ঝামেলার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পড়েছে তোপের মুখে।
৫ মিনিট আগেবার্সেলোনাকে হারানো যে এই মুহূর্তে অন্যতম কঠিন এক কাজ। সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা ১১ ম্যাচ অপরাজিত দলটি। পিছিয়ে পড়ে ম্যাচ জেতা বা ড্র করার ঘটনা তো রয়েছেই। এমনকি খেলোয়াড় কমে গেলেও কাতালানরা ম্যাচ জয়ের ক্ষেত্রে তেমন প্রভাব ফেলছে না।
১ ঘণ্টা আগেবিপিএলের মঞ্চে আলো ছড়িয়ে জাতীয় দলের দরজা খুলেছে, এমন ক্রিকেটারের তালিকা নেহাত কম নয়। তাওহীদ হৃদয়, মুনীম শাহরিয়ার, মেহেদী মারুফ, রনি তালুকদার, আফিফ হোসেন ধ্রুব ও জাকের আলীর মতো প্রতিভারা স্পটলাইটের আলোয়...
২ ঘণ্টা আগেভারতের বিপক্ষে চলমান সিরিজে ইংল্যান্ড পাচ্ছে শুধু হতাশা আর হতাশা। ওয়ানডে, টি-টোয়েন্টি মিলে সর্বসাকল্যে খেলেছে ভারত-ইংল্যান্ড মুখোমুখি হয়েছে ৭ ম্যাচে। ইংল্যান্ডের জয় কেবল ১ টি-টোয়েন্টি। চলমান সিরিজে ইংলিশরা এবার নাম লিখিয়েছে বিব্রতকর এক রেকর্ডে।
২ ঘণ্টা আগে