Ajker Patrika

দক্ষিণ আফ্রিকাকে ৩১৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ মার্চ ২০২২, ২১: ১৭
দক্ষিণ আফ্রিকাকে ৩১৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে হওয়া সবশেষ পাঁচ ওয়ানডেতে ২৯০ রানের বেশি সংগ্রহ গড়তে পারেনি কোনো দল। তবে সে বৃত্ত পেরিয়ে গেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ওয়ানডে ম্যাচে তিন ব্যাটারের ফিফটিতে চড়ে তিন শ পেরিয়ে বাংলাদেশের পুঁজি, যা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ। 

আজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ৩১৪ রান তোলে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেন সাকিব আল হাসান। স্বাগতিকদের হয়ে দুটি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন। 

টস হেরে ব্যাট করতে এসে শুরুটা দারুণ হয় বাংলাদেশের। উদ্বোধনী জুটিতে রেকর্ড ৯৫ রান তোলেন তামিম ইকবাল ও লিটন দাস। ৬৭ বলে ৪১ রান করে আন্দিলে ফিকোয়াওর বলে এলবিডব্লু হন তামিম। খানিকপরই ক্যারিয়ারের পঞ্চম ফিফটি হাঁকিয়ে ফেরান লিটন। দলীয় ১০৪ রানের মাথায় ৬৭ বলে ৫ চার ও এক ছয়ে ৫০ রান করে কেশভ মহারাজের বলে বোল্ড হন তিনি। 

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের সফলতম ব্যাটার মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। যদিও উইকেটে এসে ব্যর্থ হয়ে ফিরেছেন মুশফিক। ১২ বলে ৯ রান করে মহারাজের দ্বিতীয় শিকার হন তিনি। তবে অন্যপ্রান্তে থাকা সাকিব দ্যুতি ছড়িয়েছেন। ইয়াসির আলী রাব্বিকে নিয়ে শুরু থেকে চার ছক্কা হাঁকিয়ে ৫০ বলে তুলে নেন ফিফটি। 

সাকিব সঙ্গে সামর্থ্যের ছাপ রেখেছেন রাব্বিও। দুজনের ঝড়ো ব্যাটে ২০০ পেরোয় বাংলাদেশ। তাঁদের ১১৫ রানের জুটি ভাঙেন লুঙ্গি এনগিডি। লো ফুলটস বল সুইপ করতে গিয়ে এলবিডব্লু হন সাকিব (৬৪ বলে ৭৭ রান)। এর পর পরই ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে রাবাদার কট অ্যান্ড বোল্ডে কাটা পড়েন রাব্বিও। ৪৪ বলে ৪ চার ২ ছক্কায় ৫০ রান করেন তিনি। 

মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ষষ্ঠ উইকেটে ২৯ রানের জুটি গড়েন আফিফ হোসেন ধ্রুব। ভালোর আভাস দিয়ে আফিফ ফেরেন ব্যক্তিগত ১৭ রানে। দলীয় ২৭২ রানের মাথায় এই মার্কো ইয়ানসেনের বলে স্কোয়ার লেগে থাকা রাশি ফন ডার ডুসেনের ক্যাচবন্দি হন তিনি। শেষের দিকে ১৭ বলে ২৫ রান করে ইয়ানসেনের দ্বিতীয় শিকার হন রিয়াদ। নবম ব্যাটার হিসেবে উইকেটে এসে ১৩ বলে ১৯ রানের ঝড়ো ইনিংসে দলকে ৩১৪ রানে পৌঁছে দেন মেহেদি হাসান মিরাজ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত