নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে হওয়া সবশেষ পাঁচ ওয়ানডেতে ২৯০ রানের বেশি সংগ্রহ গড়তে পারেনি কোনো দল। তবে সে বৃত্ত পেরিয়ে গেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ওয়ানডে ম্যাচে তিন ব্যাটারের ফিফটিতে চড়ে তিন শ পেরিয়ে বাংলাদেশের পুঁজি, যা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ।
আজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ৩১৪ রান তোলে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেন সাকিব আল হাসান। স্বাগতিকদের হয়ে দুটি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন।
টস হেরে ব্যাট করতে এসে শুরুটা দারুণ হয় বাংলাদেশের। উদ্বোধনী জুটিতে রেকর্ড ৯৫ রান তোলেন তামিম ইকবাল ও লিটন দাস। ৬৭ বলে ৪১ রান করে আন্দিলে ফিকোয়াওর বলে এলবিডব্লু হন তামিম। খানিকপরই ক্যারিয়ারের পঞ্চম ফিফটি হাঁকিয়ে ফেরান লিটন। দলীয় ১০৪ রানের মাথায় ৬৭ বলে ৫ চার ও এক ছয়ে ৫০ রান করে কেশভ মহারাজের বলে বোল্ড হন তিনি।
দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের সফলতম ব্যাটার মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। যদিও উইকেটে এসে ব্যর্থ হয়ে ফিরেছেন মুশফিক। ১২ বলে ৯ রান করে মহারাজের দ্বিতীয় শিকার হন তিনি। তবে অন্যপ্রান্তে থাকা সাকিব দ্যুতি ছড়িয়েছেন। ইয়াসির আলী রাব্বিকে নিয়ে শুরু থেকে চার ছক্কা হাঁকিয়ে ৫০ বলে তুলে নেন ফিফটি।
সাকিব সঙ্গে সামর্থ্যের ছাপ রেখেছেন রাব্বিও। দুজনের ঝড়ো ব্যাটে ২০০ পেরোয় বাংলাদেশ। তাঁদের ১১৫ রানের জুটি ভাঙেন লুঙ্গি এনগিডি। লো ফুলটস বল সুইপ করতে গিয়ে এলবিডব্লু হন সাকিব (৬৪ বলে ৭৭ রান)। এর পর পরই ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে রাবাদার কট অ্যান্ড বোল্ডে কাটা পড়েন রাব্বিও। ৪৪ বলে ৪ চার ২ ছক্কায় ৫০ রান করেন তিনি।
মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ষষ্ঠ উইকেটে ২৯ রানের জুটি গড়েন আফিফ হোসেন ধ্রুব। ভালোর আভাস দিয়ে আফিফ ফেরেন ব্যক্তিগত ১৭ রানে। দলীয় ২৭২ রানের মাথায় এই মার্কো ইয়ানসেনের বলে স্কোয়ার লেগে থাকা রাশি ফন ডার ডুসেনের ক্যাচবন্দি হন তিনি। শেষের দিকে ১৭ বলে ২৫ রান করে ইয়ানসেনের দ্বিতীয় শিকার হন রিয়াদ। নবম ব্যাটার হিসেবে উইকেটে এসে ১৩ বলে ১৯ রানের ঝড়ো ইনিংসে দলকে ৩১৪ রানে পৌঁছে দেন মেহেদি হাসান মিরাজ।

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে হওয়া সবশেষ পাঁচ ওয়ানডেতে ২৯০ রানের বেশি সংগ্রহ গড়তে পারেনি কোনো দল। তবে সে বৃত্ত পেরিয়ে গেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ওয়ানডে ম্যাচে তিন ব্যাটারের ফিফটিতে চড়ে তিন শ পেরিয়ে বাংলাদেশের পুঁজি, যা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ।
আজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ৩১৪ রান তোলে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেন সাকিব আল হাসান। স্বাগতিকদের হয়ে দুটি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন।
টস হেরে ব্যাট করতে এসে শুরুটা দারুণ হয় বাংলাদেশের। উদ্বোধনী জুটিতে রেকর্ড ৯৫ রান তোলেন তামিম ইকবাল ও লিটন দাস। ৬৭ বলে ৪১ রান করে আন্দিলে ফিকোয়াওর বলে এলবিডব্লু হন তামিম। খানিকপরই ক্যারিয়ারের পঞ্চম ফিফটি হাঁকিয়ে ফেরান লিটন। দলীয় ১০৪ রানের মাথায় ৬৭ বলে ৫ চার ও এক ছয়ে ৫০ রান করে কেশভ মহারাজের বলে বোল্ড হন তিনি।
দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের সফলতম ব্যাটার মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। যদিও উইকেটে এসে ব্যর্থ হয়ে ফিরেছেন মুশফিক। ১২ বলে ৯ রান করে মহারাজের দ্বিতীয় শিকার হন তিনি। তবে অন্যপ্রান্তে থাকা সাকিব দ্যুতি ছড়িয়েছেন। ইয়াসির আলী রাব্বিকে নিয়ে শুরু থেকে চার ছক্কা হাঁকিয়ে ৫০ বলে তুলে নেন ফিফটি।
সাকিব সঙ্গে সামর্থ্যের ছাপ রেখেছেন রাব্বিও। দুজনের ঝড়ো ব্যাটে ২০০ পেরোয় বাংলাদেশ। তাঁদের ১১৫ রানের জুটি ভাঙেন লুঙ্গি এনগিডি। লো ফুলটস বল সুইপ করতে গিয়ে এলবিডব্লু হন সাকিব (৬৪ বলে ৭৭ রান)। এর পর পরই ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে রাবাদার কট অ্যান্ড বোল্ডে কাটা পড়েন রাব্বিও। ৪৪ বলে ৪ চার ২ ছক্কায় ৫০ রান করেন তিনি।
মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ষষ্ঠ উইকেটে ২৯ রানের জুটি গড়েন আফিফ হোসেন ধ্রুব। ভালোর আভাস দিয়ে আফিফ ফেরেন ব্যক্তিগত ১৭ রানে। দলীয় ২৭২ রানের মাথায় এই মার্কো ইয়ানসেনের বলে স্কোয়ার লেগে থাকা রাশি ফন ডার ডুসেনের ক্যাচবন্দি হন তিনি। শেষের দিকে ১৭ বলে ২৫ রান করে ইয়ানসেনের দ্বিতীয় শিকার হন রিয়াদ। নবম ব্যাটার হিসেবে উইকেটে এসে ১৩ বলে ১৯ রানের ঝড়ো ইনিংসে দলকে ৩১৪ রানে পৌঁছে দেন মেহেদি হাসান মিরাজ।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১০ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১০ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১২ ঘণ্টা আগে