নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শেষ দুই ওভারে দরকার ২৩ রান। উইকেটে সেঞ্চুরিয়ান নুরুল হাসান সোহান। রূপগঞ্জ টাইগার্সের ২৫২ রান তাড়ায় ৮১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে অনেকটা একাই জয়ের পথে রাখেন সোহান। ৪৯তম ওভারের প্রথম বলেই পেসার মুকিদুল ইসলাম মুগ্ধকে চার। দ্বিতীয় বলে স্কয়ার লেগের ওপর দিয়ে হাওয়ায় ছক্কা।
মাঝে এক বল ডট দিয়ে চতুর্থ বলে চার। পঞ্চম-ষষ্ঠ বলে টানা দুই ছক্কা। রূপগঞ্জ টাইগার্সের হাত থেকে ম্যাচটা এক প্রকার ছিনিয়ে নিয়ে শেখ জামালকে চার উইকেটে জয় এনে দিয়ে সোহানের মুষ্টিবদ্ধ উদযাপন।
তবে কাজটা সহজ ছিল না সোহানের। রূপগঞ্জ টাইগার্সের ২৫২ রান তাড়ায় ৮১ রানেই ৫ উইকেট হারায় পয়েন্ট টেবিলের শীর্ষ দল শেখ জামাল। স্রোতের বিপরীতে মেহেদী হাসান মিরাজকে নিয়ে দাঁড়িয়ে যান সোহান। দুজনের জুটি থেকে আসে ১৩৪ রান। ব্যক্তিগত ৪৩ রানে রানআউট হয়ে ফেরেন মিরাজ। তবে হাল ছাড়েননি সোহান। কড়া রোদে খা খা গ্যালারীতে গলা ফাটিয়েছেন শেখ জামাল একাডেমির শ-খানেক দর্শক। সোহান-সোহান গর্জনে যেন আরও তাতিয়ে দেয় তাঁকে। শেষ পর্যন্ত উইকেটে থেকে ১০ চার ও ৫ ছয়ে ১১৮ বলে ১৩২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সোহান।
এর আগে জাকির হাসানের ৭৫, পাকিস্তানি ব্যাটার সাদ নাসিমের ৫০ ও শেষ দিকে নাসুম আহমেদের ১৭ বলে ২৭ রানের ইনিংসের লড়াকু পুঁজি পায় রূপগঞ্জ টাইগার্স। ১০ ওভারে ৪০ রান দিয়ে ৩ উইকেট নেন মোহামেডান থেকে শেখ জামালে নাম লেখানো অফ স্পিনার মিরাজ।
এ জয়ে শিরোপার আরও কাছে গেল শেখ জামাল। ১২ ম্যাচে দলটির পয়েন্ট সর্বোচ্চ ২২। সমান ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জ ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

শেষ দুই ওভারে দরকার ২৩ রান। উইকেটে সেঞ্চুরিয়ান নুরুল হাসান সোহান। রূপগঞ্জ টাইগার্সের ২৫২ রান তাড়ায় ৮১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে অনেকটা একাই জয়ের পথে রাখেন সোহান। ৪৯তম ওভারের প্রথম বলেই পেসার মুকিদুল ইসলাম মুগ্ধকে চার। দ্বিতীয় বলে স্কয়ার লেগের ওপর দিয়ে হাওয়ায় ছক্কা।
মাঝে এক বল ডট দিয়ে চতুর্থ বলে চার। পঞ্চম-ষষ্ঠ বলে টানা দুই ছক্কা। রূপগঞ্জ টাইগার্সের হাত থেকে ম্যাচটা এক প্রকার ছিনিয়ে নিয়ে শেখ জামালকে চার উইকেটে জয় এনে দিয়ে সোহানের মুষ্টিবদ্ধ উদযাপন।
তবে কাজটা সহজ ছিল না সোহানের। রূপগঞ্জ টাইগার্সের ২৫২ রান তাড়ায় ৮১ রানেই ৫ উইকেট হারায় পয়েন্ট টেবিলের শীর্ষ দল শেখ জামাল। স্রোতের বিপরীতে মেহেদী হাসান মিরাজকে নিয়ে দাঁড়িয়ে যান সোহান। দুজনের জুটি থেকে আসে ১৩৪ রান। ব্যক্তিগত ৪৩ রানে রানআউট হয়ে ফেরেন মিরাজ। তবে হাল ছাড়েননি সোহান। কড়া রোদে খা খা গ্যালারীতে গলা ফাটিয়েছেন শেখ জামাল একাডেমির শ-খানেক দর্শক। সোহান-সোহান গর্জনে যেন আরও তাতিয়ে দেয় তাঁকে। শেষ পর্যন্ত উইকেটে থেকে ১০ চার ও ৫ ছয়ে ১১৮ বলে ১৩২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সোহান।
এর আগে জাকির হাসানের ৭৫, পাকিস্তানি ব্যাটার সাদ নাসিমের ৫০ ও শেষ দিকে নাসুম আহমেদের ১৭ বলে ২৭ রানের ইনিংসের লড়াকু পুঁজি পায় রূপগঞ্জ টাইগার্স। ১০ ওভারে ৪০ রান দিয়ে ৩ উইকেট নেন মোহামেডান থেকে শেখ জামালে নাম লেখানো অফ স্পিনার মিরাজ।
এ জয়ে শিরোপার আরও কাছে গেল শেখ জামাল। ১২ ম্যাচে দলটির পয়েন্ট সর্বোচ্চ ২২। সমান ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জ ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
৪ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। এরই মধ্যে এবার লিটন দাস, তাসকিন আহমেদদের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটি জানিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১ ঘণ্টা আগে
দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
১ ঘণ্টা আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১৪ ঘণ্টা আগে