ক্রীড়া ডেস্ক
দারুণ ছন্দে থাকা অবস্থায় শত্রু চোটের শিকার হন ইবাদত হোসেন। অস্ত্রোপচার, তারপর লম্বা সময়ের পুনর্বাসনপ্রক্রিয়ার পর আবারও মাঠে ফেরা। তবে ২০২৩ সালের ৮ জুলাই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচটি জাতীয় দলের হয়ে সবশেষ মাঠে নামা। নিজেকে প্রস্তুত করে প্রায় দুই বছর পর আবারও বাংলাদেশ দলের হয়ে মাঠে নামার অপেক্ষায় এই পেসার। শ্রীলঙ্কা সফরে তাঁকে পেয়ে বেশ উচ্ছ্বসিত কোচ ফিল সিমন্সও।
ফিল সিমন্স কোচ হওয়ার পর ইবাদত জাতীয় দলে এবারই প্রথম ডাক পেয়েছেন। ক্যারিবিয়ান কোচের আশা, খেলার সুযোগ পেলে দারুণ কিছুই করবেন ইবাদত। গলে আজ অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে বাংলাদেশ কোচ বলেন, ‘ইবাদতকে দেখে বেশ ভালো মনে হচ্ছে। দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফিরেছে। তাকে দলে ফিরে পেয়ে খুব ভালো লাগছে। সুযোগ পেলে সে কেমন করে, দেখতে মুখিয়ে আছি।’ ২০ টেস্টে ৪২ উইকেট ইবাদতের নামের পাশে।
নাহিদ রানা যোগ দেওয়ার পর বাংলাদেশের পেস বোলিং আক্রমণ এখন আরও বেশি শক্তিশালী। তাঁর গতির ঝড়ে ব্যাটারদের বেশ হিমশিম খেতে হয়। জাতীয় দলের পেস বোলিং কোচ এখন শন টেইট। সিমন্সের চাওয়া, নাহিদ যেন আরও উন্নতি করেন। শাণিত হন টেইটের সান্নিধ্যে।
নাহিদের প্রসঙ্গে সিমন্স বলেন, ‘আমি চাই সে যেন উন্নতি করতে থাকে, উন্নতির ধারাবাহিকতা অব্যাহত রাখে। সে অনেক তরুণ, আরও অনেক শেখার সুযোগ আছে। দলে এখন শন টেইটও আছে কোচ হিসেবে। নাহিদের জন্য যা উন্নতির দারুণ সুযোগ। তাই এটাই চাওয়া, নাহিদ আরও উন্নতি করুক।’
দারুণ ছন্দে থাকা অবস্থায় শত্রু চোটের শিকার হন ইবাদত হোসেন। অস্ত্রোপচার, তারপর লম্বা সময়ের পুনর্বাসনপ্রক্রিয়ার পর আবারও মাঠে ফেরা। তবে ২০২৩ সালের ৮ জুলাই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচটি জাতীয় দলের হয়ে সবশেষ মাঠে নামা। নিজেকে প্রস্তুত করে প্রায় দুই বছর পর আবারও বাংলাদেশ দলের হয়ে মাঠে নামার অপেক্ষায় এই পেসার। শ্রীলঙ্কা সফরে তাঁকে পেয়ে বেশ উচ্ছ্বসিত কোচ ফিল সিমন্সও।
ফিল সিমন্স কোচ হওয়ার পর ইবাদত জাতীয় দলে এবারই প্রথম ডাক পেয়েছেন। ক্যারিবিয়ান কোচের আশা, খেলার সুযোগ পেলে দারুণ কিছুই করবেন ইবাদত। গলে আজ অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে বাংলাদেশ কোচ বলেন, ‘ইবাদতকে দেখে বেশ ভালো মনে হচ্ছে। দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফিরেছে। তাকে দলে ফিরে পেয়ে খুব ভালো লাগছে। সুযোগ পেলে সে কেমন করে, দেখতে মুখিয়ে আছি।’ ২০ টেস্টে ৪২ উইকেট ইবাদতের নামের পাশে।
নাহিদ রানা যোগ দেওয়ার পর বাংলাদেশের পেস বোলিং আক্রমণ এখন আরও বেশি শক্তিশালী। তাঁর গতির ঝড়ে ব্যাটারদের বেশ হিমশিম খেতে হয়। জাতীয় দলের পেস বোলিং কোচ এখন শন টেইট। সিমন্সের চাওয়া, নাহিদ যেন আরও উন্নতি করেন। শাণিত হন টেইটের সান্নিধ্যে।
নাহিদের প্রসঙ্গে সিমন্স বলেন, ‘আমি চাই সে যেন উন্নতি করতে থাকে, উন্নতির ধারাবাহিকতা অব্যাহত রাখে। সে অনেক তরুণ, আরও অনেক শেখার সুযোগ আছে। দলে এখন শন টেইটও আছে কোচ হিসেবে। নাহিদের জন্য যা উন্নতির দারুণ সুযোগ। তাই এটাই চাওয়া, নাহিদ আরও উন্নতি করুক।’
দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে রেখে জয়ের অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বোলাররা। ব্যাটাররাও নিজেদের কাজ সারলেন দারুণভাবে। পারভেজ হোসেন ইমনের ফিফটি আর তাওহীদ হৃদয়ের কার্যকর এক ইনিংসের সৌজন্যে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে বড় জয় পেল বাংলাদেশ। ৯ বছর বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ
১ ঘণ্টা আগেপ্রথম তিনটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতো পরের তিনটি ফাইনালেও (২০২৭,২০২৯, ২০৩১) আয়োজক হিসেবে ইংল্যান্ডের নাম ঘোষণা করেছে আইসিসি। যদিও ভারত চেয়েছিল ২০২৭ সালের আসর আয়োজন করতে। তবে অতীতের তিন আসরে ইংল্যান্ডের আয়োজনের অভিজ্ঞতা মুগ্ধ করেছে আইসিসিকে।
২ ঘণ্টা আগেমিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা। ১৯.৩ ওভারে ১১০ রানেই গুটিয়ে গেছে সফরকারীরা। পাকিস্তানের তিন ব্যাটারই শুধু দুই অঙ্কের ঘরে পোঁছাতে পেরেছেন।
৩ ঘণ্টা আগেমিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিংয়ে পাওয়ার-প্লেতে পাকিস্তানকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ। ৬ ওভার শেষে ৪ উইকেটে ৪১ রান পাকিস্তানের। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, শেখ মেহেদী, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
৪ ঘণ্টা আগে