Ajker Patrika

ইবাদতকে দেখতে মুখিয়ে সিমন্স, নাহিদের উন্নতি চলতে থাকুক

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৫ জুন ২০২৫, ১৮: ৪৫
ইবাদতকে দেখতে মুখিয়ে সিমন্স, নাহিদের উন্নতি চলতে থাকুক
ইবাদতকে দেখতে মুখিয়ে সিমন্স, উন্নতি করতে থাকুক নাহিদ। ছবি: এএফপি

দারুণ ছন্দে থাকা অবস্থায় শত্রু চোটের শিকার হন ইবাদত হোসেন। অস্ত্রোপচার, তারপর লম্বা সময়ের পুনর্বাসনপ্রক্রিয়ার পর আবারও মাঠে ফেরা। তবে ২০২৩ সালের ৮ জুলাই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচটি জাতীয় দলের হয়ে সবশেষ মাঠে নামা। নিজেকে প্রস্তুত করে প্রায় দুই বছর পর আবারও বাংলাদেশ দলের হয়ে মাঠে নামার অপেক্ষায় এই পেসার। শ্রীলঙ্কা সফরে তাঁকে পেয়ে বেশ উচ্ছ্বসিত কোচ ফিল সিমন্সও।

ফিল সিমন্স কোচ হওয়ার পর ইবাদত জাতীয় দলে এবারই প্রথম ডাক পেয়েছেন। ক্যারিবিয়ান কোচের আশা, খেলার সুযোগ পেলে দারুণ কিছুই করবেন ইবাদত। গলে আজ অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে বাংলাদেশ কোচ বলেন, ‘ইবাদতকে দেখে বেশ ভালো মনে হচ্ছে। দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফিরেছে। তাকে দলে ফিরে পেয়ে খুব ভালো লাগছে। সুযোগ পেলে সে কেমন করে, দেখতে মুখিয়ে আছি।’ ২০ টেস্টে ৪২ উইকেট ইবাদতের নামের পাশে।

নাহিদ রানা যোগ দেওয়ার পর বাংলাদেশের পেস বোলিং আক্রমণ এখন আরও বেশি শক্তিশালী। তাঁর গতির ঝড়ে ব্যাটারদের বেশ হিমশিম খেতে হয়। জাতীয় দলের পেস বোলিং কোচ এখন শন টেইট। সিমন্সের চাওয়া, নাহিদ যেন আরও উন্নতি করেন। শাণিত হন টেইটের সান্নিধ্যে।

নাহিদের প্রসঙ্গে সিমন্স বলেন, ‘আমি চাই সে যেন উন্নতি করতে থাকে, উন্নতির ধারাবাহিকতা অব্যাহত রাখে। সে অনেক তরুণ, আরও অনেক শেখার সুযোগ আছে। দলে এখন শন টেইটও আছে কোচ হিসেবে। নাহিদের জন্য যা উন্নতির দারুণ সুযোগ। তাই এটাই চাওয়া, নাহিদ আরও উন্নতি করুক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

ফের তাপমাত্রা কমবে, কবে থেকে জানাল আবহাওয়া অধিদপ্তর

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত