টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল। আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা (এফটিপি) অনুয়ায়ী বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তানের। এ সিরিজ দিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্র শুরু করবে বাংলাদেশ।
সূচি অনুযায়ী টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়ানডে সিরিজও খেলার কথা ভাবছে। এক কথায়, পূর্ণাঙ্গ সিরিজ আয়োজনের পরিকল্পনা নিয়েই এগোচ্ছে বোর্ড।
আজ মিরপুর শেরেবাংলায় বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘পাকিস্তান সিরিজটা টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই হবে। সূচির ব্যাপারে আমাদের ক্রিকেট পরিচালনা বিভাগ পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করছে। একইভাবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সঙ্গেও (মার্চ-এপ্রিলে বাংলাদেশ যাবে)। পাকিস্তান সিরিজের পরেই আবার আমাদের নিউজিল্যান্ড সফর রয়েছে।’
বিসিবির নির্বাচন সামনে রেখে পাঁচ সদস্য নিয়ে গঠিত কমিশনের অন্যতম সদস্য নিজাম উদ্দিন চৌধুরী। স্বাভাবিকভাবেই তাঁকে কথা বলতে হলো নির্বাচন নিয়েও। বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘আমাদের নির্বাচন কমিশন শিগগিরই বৈঠকে বসবে। এই পর্যায়ে আমরা আশা করছি যে, আগামী মাসের প্রথম সপ্তাহে একটা তারিখ নির্ধারণ করব। সেভাবেই নির্বাচন কমিশন প্রস্তুতি নেবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
৩০ মিনিট আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে