Ajker Patrika

বিনা বেতনে পুলিশের শুভেচ্ছাদূত আফ্রিদি

আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৩: ৫৯
বিনা বেতনে পুলিশের শুভেচ্ছাদূত আফ্রিদি

নিজের বোলিং দিয়ে ক্রিকেটপ্রেমীদের মন অনেক আগেই জিতে নিয়েছেন। হয়েছেন আইসিসির বর্ষসেরা ক্রিকেটার। এবার নিজ প্রদেশ খাইবার পাখতুনখাওয়া পুলিশ বিভাগেরও আস্থা অর্জন করেছেন শাহিন আফ্রিদি। পাকিস্তানের তারকা পেসারকে শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর সাম্মানিক পদ সহকারী পুলিশ সুপার (ডিএসপি)।

পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখতে এবং পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়াতে কাজ করবেন আফ্রিদি। পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক স্থাপন হবে তাঁর মূল লক্ষ্য। তবে এ কাজের জন্য কোনো বেতন নেবেন না ২২ বছর বয়সী পেসার।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই শাহিনকে শুভেচ্ছাদূত ও সহকারী পুলিশ সুপার ঘোষণা করা হয়। উর্দি পরিহিত শাহিনকে সম্মানসূচক ডিএসপি ব্যাজ পরিয়ে দেন পুলিশের মহাপরিদর্শক মোয়াজ্জেম আনসারি।

দায়িত্ব নেওয়ার পর খাইবার পাখতুনখাওয়া পুলিশ বিভাগের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শাহিন। অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘পুলিশের শুভেচ্ছা দূত হতে পারা আমার জন্য সম্মানের বিষয়। আমার বাবাও পুলিশ ছিলেন। এক বিভাগ এখনো এই বিভাগে দায়িত্বরত।’

শাহীন পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ২৪ টেস্ট, ৩২ ওয়ানডে ও ৪০ টি-টোয়েন্টি খেলেছেন। তিন সংস্করণ মিলিয়ে উইকেট নিয়েছেন ২০৪টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত