
শেষ দিকে জয়ের জন্য ১২ বলে ২২ রান প্রয়োজন ছিল কুমিল্লা ভিক্টোরিয়ানসের, হাতে ছিল ৫ উইকেট। এমন পরিস্থিতি আব্বাস আফ্রিদির হাতে বোলিং তুলে দিলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।
বোলিংটা দারুণই করলেন পাকিস্তানি পেসার আব্বাস। ১৯ তম ওভারে যদিও ৯ রান দিলেন তিনি। তবে এই ৯ রানও হয়তো দিতেন না যদি ভাগ্য সহায় থাকত। দ্বিতীয় বলে ব্যাটার খুশদিল শাহর ব্যাটের ওপর লেগে এজড হয়ে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের মাথার ওপর দিয়ে চার পায় কুমিল্লা। তৃতীয় বলে অবশ্য কট তুলে দিয়েছিলেন তিনি। কিন্তু পয়েন্টে ক্যাচটা ধরতে পারলেন না বরিশালের প্রীতম কুমার।
প্রীতম ক্যাচ মিসের সঙ্গে সঙ্গে মাথায় হাত দিলেন তামিম। যেন ম্যাচ হাতছাড়াই হলো তাদের। শেষ ওভারে তাই হলো। যদিও ৬ বলে ১৩ রানের সময় খুশদিল রানআউট হন। তবে তিনি আউট হলেও ব্যাটিংয়ে নেমে দলের জয়ের নায়ক হন ম্যাথিউ ফোর্ড। শেষ ওভার করা খালেদ আহমেদের ৪ বলে অপরাজিত ১৬ রান নিয়ে কুমিল্লাকে ১ বল হাতে রেখে ৪ উইকেটের জয় এনে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার। এর আগে বোলিংয়েও ২ উইকেট নিয়েছেন তিনি।
তবে প্রথম জয় পাওয়ার ম্যাচের শুরুটা ভালো ছিল না কুমিল্লার। ইনিংস শুরু করতে নেমে লিটন দাস ও মোহাম্মদ রিজওয়ান প্রথম উইকেটে ২৬ রানের জুটি গড়লেও মুহূর্তের মধ্যেই ম্যাচের দৃশ্যপট পাল্টে যায়। ব্যক্তিগত ১৮ রানে রিজওয়ান আউট হওয়ার পরেই বলেই ফিরে যান তাওহীদ হৃদয়ও। দুজনকেই ফেরান বরিশালের স্পিনার দুনিথ ভেল্লালাগে।
সেখান থেকে কুমিল্লা ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ইমরুল কায়েসকে ক্রিজে রেখে ফিরে যান লিটন দাস ও রোস্টন চেজও। তবে এক প্রান্ত আগলে রেখে ৫২ রানের ইনিংস খেলে দলের জয়ের ভিতটা ইমরুলই করে দিয়ে যান। ৪১ বলের ইনিংসটি সাজিয়েছিলেন ৩ ছক্কা ও ৪ চারে। পাঁচ নম্বর ব্যাটার হিসেবে তিনি আউট হওয়ার পর রোমাঞ্চকর জয়ের বাকি কাজটুকু সারেন জাকের আলি (২৩ *), খুশদিল (১৪) ও ফোর্ড।
এতে করে মুশফিকুর রহিমের টানা দ্বিতীয় ফিফটি ভেস্তেই গেল। সঙ্গে তামিম ইকবালকে (৩০২৪) কাটিয়ে বিপিএলের সর্বোচ্চ রানের মালিক হওয়ার রেকর্ডের রাতটাও স্মরণীয় হয়ে থাকল না। ৬২ রানের ইনিংসটি খেলার পথে বিপিএলে সব মিলিয়ে ৩০৩৮ রান করেছেন উইকেটরক্ষক ব্যাটার। তাঁর ৬ চার ও ২ ছক্কায় সাজানো ইনিংসের ওপর ভর করেই ৯ উইকেটে ১৬১ রানের সংগ্রহ পায় বরিশাল। তবে সৌম্য সরকারের ৪২ রানের অবদানও কম নয়। কিন্তু দুজনের ইনিংসই শেষ পর্যন্ত কাজে আসল না দলের। বরিশালের এটি টানা দ্বিতীয় হার।

শেষ দিকে জয়ের জন্য ১২ বলে ২২ রান প্রয়োজন ছিল কুমিল্লা ভিক্টোরিয়ানসের, হাতে ছিল ৫ উইকেট। এমন পরিস্থিতি আব্বাস আফ্রিদির হাতে বোলিং তুলে দিলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।
বোলিংটা দারুণই করলেন পাকিস্তানি পেসার আব্বাস। ১৯ তম ওভারে যদিও ৯ রান দিলেন তিনি। তবে এই ৯ রানও হয়তো দিতেন না যদি ভাগ্য সহায় থাকত। দ্বিতীয় বলে ব্যাটার খুশদিল শাহর ব্যাটের ওপর লেগে এজড হয়ে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের মাথার ওপর দিয়ে চার পায় কুমিল্লা। তৃতীয় বলে অবশ্য কট তুলে দিয়েছিলেন তিনি। কিন্তু পয়েন্টে ক্যাচটা ধরতে পারলেন না বরিশালের প্রীতম কুমার।
প্রীতম ক্যাচ মিসের সঙ্গে সঙ্গে মাথায় হাত দিলেন তামিম। যেন ম্যাচ হাতছাড়াই হলো তাদের। শেষ ওভারে তাই হলো। যদিও ৬ বলে ১৩ রানের সময় খুশদিল রানআউট হন। তবে তিনি আউট হলেও ব্যাটিংয়ে নেমে দলের জয়ের নায়ক হন ম্যাথিউ ফোর্ড। শেষ ওভার করা খালেদ আহমেদের ৪ বলে অপরাজিত ১৬ রান নিয়ে কুমিল্লাকে ১ বল হাতে রেখে ৪ উইকেটের জয় এনে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার। এর আগে বোলিংয়েও ২ উইকেট নিয়েছেন তিনি।
তবে প্রথম জয় পাওয়ার ম্যাচের শুরুটা ভালো ছিল না কুমিল্লার। ইনিংস শুরু করতে নেমে লিটন দাস ও মোহাম্মদ রিজওয়ান প্রথম উইকেটে ২৬ রানের জুটি গড়লেও মুহূর্তের মধ্যেই ম্যাচের দৃশ্যপট পাল্টে যায়। ব্যক্তিগত ১৮ রানে রিজওয়ান আউট হওয়ার পরেই বলেই ফিরে যান তাওহীদ হৃদয়ও। দুজনকেই ফেরান বরিশালের স্পিনার দুনিথ ভেল্লালাগে।
সেখান থেকে কুমিল্লা ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ইমরুল কায়েসকে ক্রিজে রেখে ফিরে যান লিটন দাস ও রোস্টন চেজও। তবে এক প্রান্ত আগলে রেখে ৫২ রানের ইনিংস খেলে দলের জয়ের ভিতটা ইমরুলই করে দিয়ে যান। ৪১ বলের ইনিংসটি সাজিয়েছিলেন ৩ ছক্কা ও ৪ চারে। পাঁচ নম্বর ব্যাটার হিসেবে তিনি আউট হওয়ার পর রোমাঞ্চকর জয়ের বাকি কাজটুকু সারেন জাকের আলি (২৩ *), খুশদিল (১৪) ও ফোর্ড।
এতে করে মুশফিকুর রহিমের টানা দ্বিতীয় ফিফটি ভেস্তেই গেল। সঙ্গে তামিম ইকবালকে (৩০২৪) কাটিয়ে বিপিএলের সর্বোচ্চ রানের মালিক হওয়ার রেকর্ডের রাতটাও স্মরণীয় হয়ে থাকল না। ৬২ রানের ইনিংসটি খেলার পথে বিপিএলে সব মিলিয়ে ৩০৩৮ রান করেছেন উইকেটরক্ষক ব্যাটার। তাঁর ৬ চার ও ২ ছক্কায় সাজানো ইনিংসের ওপর ভর করেই ৯ উইকেটে ১৬১ রানের সংগ্রহ পায় বরিশাল। তবে সৌম্য সরকারের ৪২ রানের অবদানও কম নয়। কিন্তু দুজনের ইনিংসই শেষ পর্যন্ত কাজে আসল না দলের। বরিশালের এটি টানা দ্বিতীয় হার।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
১ ঘণ্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
২ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
২ ঘণ্টা আগে