Ajker Patrika

হারের হ্যাটট্রিক খুলনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ২৩: ৪১
হারের হ্যাটট্রিক খুলনার

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা তিন ম্যাচে হারল খুলনা টাইগার্স। আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে খুলনা। 

১৯.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে খুলনার দেওয়া ১৩১ রানের লক্ষ্য তাড়া করেছে রংপুর। তিন ম্যাচে রংপুরের এটি দ্বিতীয় জয়। 

ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি রংপুরের। দলীয় ১ রানে ওপেনার রনি তালুকদারকে ড্রেসিংরুমে ফেরান সাইফউদ্দিন। ৩১ রানে হারায় তৃতীয় উইকেটে। চতুর্থ উইকেটে নাঈম শেখের ২২ এবং শোয়েব মালিকের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় পায় রংপুর। ৩৬ বলে ৪৪ রানের ইনিংস খেলেছেন মালিক। খুলনার হয়ে ওয়াহাব রিয়াজ, সাইফউদ্দিন ও নাসুম আহমেদ দুটি করো উইকেট নিয়েছেন। 

টস জিতে খুলনাকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ২০২ রানের বড় সংগ্রহ পেয়েছিল ফরচুন বরিশাল। তবে খুলনা সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থই হয়েছে। রংপুরের পেসার রবিউল হকের অগ্নিঝরা বোলিংয়ে ১৯.৪ ওভারে ১৩০ রানে অলআউট হয়ে যায় খুলনা। রবিউল ৪ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। 

আজম খান ২৩ বলে ৩৪ ছাড়া উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি অন্য ব্যাটাররা। ২২ বলে ২৫ রান করেন খুলনার অধিনায়ক ইয়াসির আলী রাব্বি। এ ছাড়া সাইফউদ্দিনের ব্যাট থেকে আসে ২২ রান। রবিউলের ৪ উইকেটের সঙ্গে হাসান মাহমুদ, রাকিবুল হাসান ও আজমতউল্লাহ উমরজাই দুটি করে উইকেট নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত