ক্রীড়া ডেস্ক

সিরিজ বাঁচাতে কলম্বোর কোল্টসে আজ ষষ্ঠ ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে জিততেই হতো। তবে ম্যাচ চলে গেছে বৃষ্টির পেটে। তাতে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে গেল আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজ জয়ের দিনে সেঞ্চুরি মিস করলেন তামিম।
ষষ্ঠ ওয়ানডে শুরুর আগে বাংলাদেশ ৩-২ ব্যবধানে এগিয়ে ছিল ওয়ানডে সিরিজে। কলম্বোর কোল্টসে আজ সিরিজের শেষ ওয়ানডেতে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। ম্যাচে খেলা হয়েছে ২৩৫ বল। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় ৩-২ ব্যবধানে সিরিজ জিতলেন তামিমরা।
টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম। দলীয় ১ রানে ভেঙে যায় তাদের উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ওপেনার জাওয়াদ আবরারকে ফিরিয়েছেন শ্রীলঙ্কার স্পিনার থারুসা নবোদ্যা। ৭ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন অধিনায়ক তামিম। ওপেনার কালাম সিদ্দিকির সঙ্গে দ্বিতীয় উইকেটে ৬৫ রানের জুটি গড়তে অবদান রাখেন তামিম। ১৬তম ওভারের তৃতীয় বলে কালামকে এলবিডব্লিউর বাদে ফেলেন লঙ্কান লেগস্পিনার হিমাল রবিহানসা।
ওপেনার কালাম ৪৫ বলে ৫ চারে ৩১ রান করেন। তৃতীয় উইকেটে রিজান হোসেনের সঙ্গে ১০৮ রানের জুটি গড়তে অবদান রাখেন তামিম। ৩৭তম ওভারের দ্বিতীয় বলে তামিমকে ফিরিয়ে জুটি ভাঙেন লঙ্কান অলরাউন্ডার কুগাথাস মাথুলান। ১১১ বলে ৭ চার ও ২ ছক্কায় ৯৪ রান করেন তামিম।
তামিমের বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৩৬.২ ওভারে ৩ উইকেটে ১৭৪ রান। অধিনায়কের বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ আব্দুল্লাহ। ৩৯.১ ওভারে ৩ উইকেটে ১৮৮ রান করার পর বাগড়া দেয় বেরসিক বৃষ্টি। এখানেই থেমে যায় খেলা।
ছয় ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জয় দিয়ে শুরু করেছিল শ্রীলঙ্কা। এরপর টানা তিন ওয়ানডে জেতে তামিমের বাংলাদেশ। পঞ্চম ওয়ানডেতে সিরিজ প্রায় জিতেই গিয়েছিল বাংলাদেশ। তবে জেতা ম্যাচ হারায় অপেক্ষা বাড়ে তামিমদের। আজ ষষ্ঠ ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় সিরিজটাই জিতল বাংলাদেশ।
বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ৩০২ রান করেন জাওয়াদ আবরার। দুটি সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাটে। দ্বিতীয় সর্বোচ্চ ২৮১ রান আসে তামিমের ব্যাট থেকে।

সিরিজ বাঁচাতে কলম্বোর কোল্টসে আজ ষষ্ঠ ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে জিততেই হতো। তবে ম্যাচ চলে গেছে বৃষ্টির পেটে। তাতে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে গেল আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজ জয়ের দিনে সেঞ্চুরি মিস করলেন তামিম।
ষষ্ঠ ওয়ানডে শুরুর আগে বাংলাদেশ ৩-২ ব্যবধানে এগিয়ে ছিল ওয়ানডে সিরিজে। কলম্বোর কোল্টসে আজ সিরিজের শেষ ওয়ানডেতে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। ম্যাচে খেলা হয়েছে ২৩৫ বল। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় ৩-২ ব্যবধানে সিরিজ জিতলেন তামিমরা।
টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম। দলীয় ১ রানে ভেঙে যায় তাদের উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ওপেনার জাওয়াদ আবরারকে ফিরিয়েছেন শ্রীলঙ্কার স্পিনার থারুসা নবোদ্যা। ৭ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন অধিনায়ক তামিম। ওপেনার কালাম সিদ্দিকির সঙ্গে দ্বিতীয় উইকেটে ৬৫ রানের জুটি গড়তে অবদান রাখেন তামিম। ১৬তম ওভারের তৃতীয় বলে কালামকে এলবিডব্লিউর বাদে ফেলেন লঙ্কান লেগস্পিনার হিমাল রবিহানসা।
ওপেনার কালাম ৪৫ বলে ৫ চারে ৩১ রান করেন। তৃতীয় উইকেটে রিজান হোসেনের সঙ্গে ১০৮ রানের জুটি গড়তে অবদান রাখেন তামিম। ৩৭তম ওভারের দ্বিতীয় বলে তামিমকে ফিরিয়ে জুটি ভাঙেন লঙ্কান অলরাউন্ডার কুগাথাস মাথুলান। ১১১ বলে ৭ চার ও ২ ছক্কায় ৯৪ রান করেন তামিম।
তামিমের বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৩৬.২ ওভারে ৩ উইকেটে ১৭৪ রান। অধিনায়কের বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ আব্দুল্লাহ। ৩৯.১ ওভারে ৩ উইকেটে ১৮৮ রান করার পর বাগড়া দেয় বেরসিক বৃষ্টি। এখানেই থেমে যায় খেলা।
ছয় ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জয় দিয়ে শুরু করেছিল শ্রীলঙ্কা। এরপর টানা তিন ওয়ানডে জেতে তামিমের বাংলাদেশ। পঞ্চম ওয়ানডেতে সিরিজ প্রায় জিতেই গিয়েছিল বাংলাদেশ। তবে জেতা ম্যাচ হারায় অপেক্ষা বাড়ে তামিমদের। আজ ষষ্ঠ ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় সিরিজটাই জিতল বাংলাদেশ।
বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ৩০২ রান করেন জাওয়াদ আবরার। দুটি সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাটে। দ্বিতীয় সর্বোচ্চ ২৮১ রান আসে তামিমের ব্যাট থেকে।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১২ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১২ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১৩ ঘণ্টা আগে