
সিরিজ বাঁচাতে কলম্বোর কোল্টসে আজ ষষ্ঠ ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে জিততেই হতো। তবে ম্যাচ চলে গেছে বৃষ্টির পেটে। তাতে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে গেল আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজ জয়ের দিনে সেঞ্চুরি মিস করলেন তামিম।
ষষ্ঠ ওয়ানডে শুরুর আগে বাংলাদেশ ৩-২ ব্যবধানে এগিয়ে ছিল ওয়ানডে সিরিজে। কলম্বোর কোল্টসে আজ সিরিজের শেষ ওয়ানডেতে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। ম্যাচে খেলা হয়েছে ২৩৫ বল। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় ৩-২ ব্যবধানে সিরিজ জিতলেন তামিমরা।
টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম। দলীয় ১ রানে ভেঙে যায় তাদের উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ওপেনার জাওয়াদ আবরারকে ফিরিয়েছেন শ্রীলঙ্কার স্পিনার থারুসা নবোদ্যা। ৭ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন অধিনায়ক তামিম। ওপেনার কালাম সিদ্দিকির সঙ্গে দ্বিতীয় উইকেটে ৬৫ রানের জুটি গড়তে অবদান রাখেন তামিম। ১৬তম ওভারের তৃতীয় বলে কালামকে এলবিডব্লিউর বাদে ফেলেন লঙ্কান লেগস্পিনার হিমাল রবিহানসা।
ওপেনার কালাম ৪৫ বলে ৫ চারে ৩১ রান করেন। তৃতীয় উইকেটে রিজান হোসেনের সঙ্গে ১০৮ রানের জুটি গড়তে অবদান রাখেন তামিম। ৩৭তম ওভারের দ্বিতীয় বলে তামিমকে ফিরিয়ে জুটি ভাঙেন লঙ্কান অলরাউন্ডার কুগাথাস মাথুলান। ১১১ বলে ৭ চার ও ২ ছক্কায় ৯৪ রান করেন তামিম।
তামিমের বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৩৬.২ ওভারে ৩ উইকেটে ১৭৪ রান। অধিনায়কের বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ আব্দুল্লাহ। ৩৯.১ ওভারে ৩ উইকেটে ১৮৮ রান করার পর বাগড়া দেয় বেরসিক বৃষ্টি। এখানেই থেমে যায় খেলা।
ছয় ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জয় দিয়ে শুরু করেছিল শ্রীলঙ্কা। এরপর টানা তিন ওয়ানডে জেতে তামিমের বাংলাদেশ। পঞ্চম ওয়ানডেতে সিরিজ প্রায় জিতেই গিয়েছিল বাংলাদেশ। তবে জেতা ম্যাচ হারায় অপেক্ষা বাড়ে তামিমদের। আজ ষষ্ঠ ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় সিরিজটাই জিতল বাংলাদেশ।
বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ৩০২ রান করেন জাওয়াদ আবরার। দুটি সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাটে। দ্বিতীয় সর্বোচ্চ ২৮১ রান আসে তামিমের ব্যাট থেকে।

দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
৫ মিনিট আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২৪ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যাবতীয় সব প্রশ্নের উত্তর মিলবে অল্প কিছুক্ষণের মধ্যেই। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে চলছে ক্রিকেটারদের পূর্বনির্ধারিত বৈঠক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বিসিবির অন্যান্য কর্মকর্তারাও এসেছেন।
২ ঘণ্টা আগে