
রাজনৈতিক কারণে ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক এমনিতেই খারাপ। দীর্ঘদিন ধরে দুই দেশের দ্বিপক্ষীয় সিরিজও হয় না। একমাত্র আইসিসি আয়োজিত টুর্নামেন্টেই দেখা যায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশকে। এবার এই দুই দেশকে নিয়ে নিরপেক্ষ ভেন্যুতে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে।
প্রায় ১০ বছর ধরে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ হয় না। পাকিস্তানের বিরুদ্ধে ভারত কোনো ত্রিদেশীয় সিরিজও খেলেনি। এদিকে সামনেই অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে। সেখানেও মুখোমুখি হবে দুই দেশ। ম্যাচটির জন্য ২ লাখ টিকিট কয়েক ঘণ্টার মধ্যে বিক্রি হয়েছে।
গত জানুয়ারিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা প্রস্তাব দিয়েছিলেন ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে নিয়ে চার দেশীয় টুর্নামেন্ট আয়োজনের। তবে সেই প্রস্তাব পরে আর বেশি দূর এগোয়নি। এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি প্রায় একই ধরনের প্রস্তাব দিলেন।
রাওয়ালপিন্ডিতে অস্ট্রেলিয়া-পাকিস্তানের প্রথম টেস্ট শেষে সাংবাদিকদের হকলি জানিয়েছেন, পাকিস্তান ও ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় অস্ট্রেলিয়া। হকলির বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি ত্রিদেশীয় সিরিজ পছন্দ করি। আগেও এমন সিরিজ জনপ্রিয়তা পেয়েছে। আমরা সুযোগ পেলে এই সিরিজের আয়োজক হতে চাই। অস্ট্রেলিয়ায় ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত অনেক মানুষ আছে। এই লড়াই বিশ্ব ক্রিকেটে সবাই দেখতে চায়। আমরা যদি এই দ্বৈরথ আরও বেশি দেখার সুযোগ করে দিতে পারি, তাহলে আমাদের খুব ভালো লাগবে। ক্রিকেটের পক্ষেও তা ভালো বিজ্ঞাপন হবে।’

রাজনৈতিক কারণে ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক এমনিতেই খারাপ। দীর্ঘদিন ধরে দুই দেশের দ্বিপক্ষীয় সিরিজও হয় না। একমাত্র আইসিসি আয়োজিত টুর্নামেন্টেই দেখা যায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশকে। এবার এই দুই দেশকে নিয়ে নিরপেক্ষ ভেন্যুতে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে।
প্রায় ১০ বছর ধরে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ হয় না। পাকিস্তানের বিরুদ্ধে ভারত কোনো ত্রিদেশীয় সিরিজও খেলেনি। এদিকে সামনেই অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে। সেখানেও মুখোমুখি হবে দুই দেশ। ম্যাচটির জন্য ২ লাখ টিকিট কয়েক ঘণ্টার মধ্যে বিক্রি হয়েছে।
গত জানুয়ারিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা প্রস্তাব দিয়েছিলেন ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে নিয়ে চার দেশীয় টুর্নামেন্ট আয়োজনের। তবে সেই প্রস্তাব পরে আর বেশি দূর এগোয়নি। এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি প্রায় একই ধরনের প্রস্তাব দিলেন।
রাওয়ালপিন্ডিতে অস্ট্রেলিয়া-পাকিস্তানের প্রথম টেস্ট শেষে সাংবাদিকদের হকলি জানিয়েছেন, পাকিস্তান ও ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় অস্ট্রেলিয়া। হকলির বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি ত্রিদেশীয় সিরিজ পছন্দ করি। আগেও এমন সিরিজ জনপ্রিয়তা পেয়েছে। আমরা সুযোগ পেলে এই সিরিজের আয়োজক হতে চাই। অস্ট্রেলিয়ায় ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত অনেক মানুষ আছে। এই লড়াই বিশ্ব ক্রিকেটে সবাই দেখতে চায়। আমরা যদি এই দ্বৈরথ আরও বেশি দেখার সুযোগ করে দিতে পারি, তাহলে আমাদের খুব ভালো লাগবে। ক্রিকেটের পক্ষেও তা ভালো বিজ্ঞাপন হবে।’

৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চলছে নানা রকম জটিলতা। ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা না পাওয়ার ব্যাপারেও চলছে নানারকম কথাবার্তা।
৬ মিনিট আগে
মোহাম্মদ নবি তাঁর বাড়িতে টিভি সেটের সামনে বসে আছেন কি না জানা নেই। যদি সত্যিই টিভি সেটের সামনে থাকেন, তাহলে এই মুহূর্তে তাঁর চেয়ে বেশি খুশি আর কেউ হবেন না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ তাঁর ছেলে করেছেন সেঞ্চুরি।
৪৪ মিনিট আগে
জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেসেখেলে জিতেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
বুলাওয়েতে গতকাল বিকেলে টসের সময় হাত মেলাননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে করমর্দন করেননি। সামাজিক মাধ্যমে মুহূর্তেই সেই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেকেই তখন গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ‘নো হ্যান্ডশেক’ ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
২ ঘণ্টা আগে