নিজস্ব প্রতিবেদক

আগের দিন চট্টগ্রামে সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। এক দিন পর সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন জাতীয় দলের এই ওপেনার।
কিন্তু কেন সিদ্ধান্ত থেকে সরে এলেন তামিম? চট্টগ্রামে সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছিলেন, হুটহাট করেই তিনি সিদ্ধান্ত নেননি। অনেক চিন্তাভাবনা করেই জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। কাল সিদ্ধান্ত থেকে সরে আসার কারণটাও জানিয়েছেন তিন সংস্করণে ১৫ হাজারের বেশি রান করা তামিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।
অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের তিন মাসের কম সময় বাকি। এমন সময়ে ওয়ানডে অধিনায়কের বিদায়ের সিদ্ধান্তে দলের বিশ্বকাপ প্রস্তুতি ও পরিকল্পনায় নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য। সেটা দেশের ক্রিকেট মহলের মতো প্রধানমন্ত্রীও উপলব্ধি করেছেন। তাই তামিমকে ফেরাতে উদ্যোগী হন প্রধানমন্ত্রী।
আজ দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই অবসরের সিদ্ধান্ত বদলালেন তামিম। ঘোষণা দেন ফিরে আসার, ‘দুপুরে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তাঁর বাসায় দাওয়াত করেছিলেন। তাঁর সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার অবসর এই মুহূর্তে তুলে নিচ্ছি।’
প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করতে না পারার কারণেই অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসা বলেও জানালেন তামিম, ‘আমি সবাইকে না বলতে পারি, কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি, তাঁকে না বলা আমার পক্ষে অসম্ভব। এতে পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন।’

আগের দিন চট্টগ্রামে সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। এক দিন পর সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন জাতীয় দলের এই ওপেনার।
কিন্তু কেন সিদ্ধান্ত থেকে সরে এলেন তামিম? চট্টগ্রামে সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছিলেন, হুটহাট করেই তিনি সিদ্ধান্ত নেননি। অনেক চিন্তাভাবনা করেই জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। কাল সিদ্ধান্ত থেকে সরে আসার কারণটাও জানিয়েছেন তিন সংস্করণে ১৫ হাজারের বেশি রান করা তামিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।
অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের তিন মাসের কম সময় বাকি। এমন সময়ে ওয়ানডে অধিনায়কের বিদায়ের সিদ্ধান্তে দলের বিশ্বকাপ প্রস্তুতি ও পরিকল্পনায় নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য। সেটা দেশের ক্রিকেট মহলের মতো প্রধানমন্ত্রীও উপলব্ধি করেছেন। তাই তামিমকে ফেরাতে উদ্যোগী হন প্রধানমন্ত্রী।
আজ দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই অবসরের সিদ্ধান্ত বদলালেন তামিম। ঘোষণা দেন ফিরে আসার, ‘দুপুরে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তাঁর বাসায় দাওয়াত করেছিলেন। তাঁর সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার অবসর এই মুহূর্তে তুলে নিচ্ছি।’
প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করতে না পারার কারণেই অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসা বলেও জানালেন তামিম, ‘আমি সবাইকে না বলতে পারি, কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি, তাঁকে না বলা আমার পক্ষে অসম্ভব। এতে পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১০ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১০ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১২ ঘণ্টা আগে