
শোয়েব বশিরের বলে বোল্ড হয়ে মাথা নাড়াতে থাকেন কামরান গুলাম। চোখ মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছিল থিতু হওয়ার পর এমন শট খেলায় তাঁর কী পরিমাণ আফসোস হচ্ছে! তিনিই মুলতানে আজ টেস্ট ক্যারিয়ারের অভিষেকে দুর্দান্ত সেঞ্চুরি করেন। ইংল্যান্ডের বিপক্ষে দারুণ খেলছে পাকিস্তানও।
পাকিস্তানের ১৪ তম ব্যাটার হিসেবে টেস্ট অভিষেকে সেঞ্চুরি পেয়েছেন গুলাম। ২২৪ বলে করেছেন ১১৮ রান। মেরেছেন ২২ চার ও ১ ছক্কা। মুলতানে আজ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা পাকিস্তান শেষ করেছে ৫ উইকেটে ২৫৯ রানে।
ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। বরাবরের মতো এবারও ব্যর্থ সাইম আইয়ুব ও আবদুল্লাহ শফিকের উদ্বোধনী জুটি। অষ্টম ওভারের তৃতীয় বলে শফিককে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন জ্যাক লিচ। ডিফেন্স করতে গিয়ে শফিক বলটা যেন চোখেও দেখেননি। দ্রুত গতিতে ভেঙে যায় অফ স্টাম্প। ২৮ বলে ১ চারে ৭ রান করেন শফিক। তাতে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৭.৩ ওভারে ১ উইকেটে ১৫ রান। শফিক-সাইম এখন পর্যন্ত যে ৯ ইনিংসে জুটি উদ্বোধন করেছেন, সেখানে আজই হয়েছে সর্বোচ্চ রান (১৫)।
তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন মাসুদ। অধিনায়ক হয়ে কোথায় তাঁর দায়িত্ব নেওয়ার কথা, সেখানে উইকেট বিলিয়ে দিয়েছেন তিনি। দশম ওভারের চতুর্থ বলে লিচকে আলতো করে ফ্লিক করেন মাসুদ। শর্ট মিড উইকেটে ক্যাচ ধরেন জ্যাক ক্রলি। ৭ বলে ৩ রান করে মাসুদ বিদায় নিলে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৯.৪ ওভারে ২ উইকেটে ১৯ রান।
চার নম্বরে ব্যাটিংয়ে নামা গুলাম বিপদে পড়া পাকিস্তানের হাল ধরেছেন। সাইমের সঙ্গে তৃতীয় উইকেটে ২৭৮ বলে ১৪৯ রানের জুটি গড়তে অবদান রাখেন গুলাম। স্বাগতিকদের তৃতীয় উইকেটের জুটিটা ভেঙেছেন ম্যাথু পটস। ৫৬তম ওভারের শেষ বলে পটসকে তুলে মারতে যান সাইম। মিড অফে ক্যাচ লুফে নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক স্টোকস। ১৬০ বলে ৭ চারে ৭৭ রান করেন সাইম। পাকিস্তানের এই বাঁহাতি ওপেনার ফেরার পর দলটি দ্রুত আরও একটি উইকেট হারায়। ৬১ তম ওভারের পঞ্চম বলে সৌদ শাকিলকে (৪) ফেরান ব্রাইডন কার্স।
১০ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৬০.৫ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান। স্বাগতিকেরা যখন আবার ধাক্কা খেল, তখন আবার প্রতিরোধ গড়েন গুলাম। ২৯ বছর ১৯২ বলে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৭৪ তম ওভারের শেষ বলে জো রুটকে ডিপ মিড উইকেট দিয়ে পুল করে তিন অঙ্ক ছুঁয়েছেন গুলাম। পঞ্চম উইকেটে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ৬৫ রানের জুটি গড়তে অবদান রাখেন গুলাম। জুটিটির স্থায়িত্ব ছিল ১৪১ বল। ৮৫তম ওভারের দ্বিতীয় বলে বশিরকে বেশি এগিয়ে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন গুলাম। তাতে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৮৪.২ ওভারে ২ উইকেটে ২৪৩ রান। রিজওয়ান ও সালমান ব্যাটিং করছেন ৩৭ ও ৫ রান করে।
বাঁহাতি নোমান আলী, লেগ স্পিনার জাহিদ মাহমুদ, অফ স্পিনার সাজিদ খান-স্বীকৃত এই স্পিনার নিয়ে পাকিস্তান সাজিয়েছে দ্বিতীয় টেস্টের একাদশ। টেস্টে অভিষিক্ত গুলামও খন্ডকালীন স্পিনার হিসেবে ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন। অভিষেক টেস্টে পাকিস্তানের সবশেষ সেঞ্চুরিয়ান আবিদ আলী। ২০১৯ সালে রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ১০৯ রান করে অপরাজিত ছিলেন আবিদ।

শোয়েব বশিরের বলে বোল্ড হয়ে মাথা নাড়াতে থাকেন কামরান গুলাম। চোখ মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছিল থিতু হওয়ার পর এমন শট খেলায় তাঁর কী পরিমাণ আফসোস হচ্ছে! তিনিই মুলতানে আজ টেস্ট ক্যারিয়ারের অভিষেকে দুর্দান্ত সেঞ্চুরি করেন। ইংল্যান্ডের বিপক্ষে দারুণ খেলছে পাকিস্তানও।
পাকিস্তানের ১৪ তম ব্যাটার হিসেবে টেস্ট অভিষেকে সেঞ্চুরি পেয়েছেন গুলাম। ২২৪ বলে করেছেন ১১৮ রান। মেরেছেন ২২ চার ও ১ ছক্কা। মুলতানে আজ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা পাকিস্তান শেষ করেছে ৫ উইকেটে ২৫৯ রানে।
ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। বরাবরের মতো এবারও ব্যর্থ সাইম আইয়ুব ও আবদুল্লাহ শফিকের উদ্বোধনী জুটি। অষ্টম ওভারের তৃতীয় বলে শফিককে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন জ্যাক লিচ। ডিফেন্স করতে গিয়ে শফিক বলটা যেন চোখেও দেখেননি। দ্রুত গতিতে ভেঙে যায় অফ স্টাম্প। ২৮ বলে ১ চারে ৭ রান করেন শফিক। তাতে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৭.৩ ওভারে ১ উইকেটে ১৫ রান। শফিক-সাইম এখন পর্যন্ত যে ৯ ইনিংসে জুটি উদ্বোধন করেছেন, সেখানে আজই হয়েছে সর্বোচ্চ রান (১৫)।
তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন মাসুদ। অধিনায়ক হয়ে কোথায় তাঁর দায়িত্ব নেওয়ার কথা, সেখানে উইকেট বিলিয়ে দিয়েছেন তিনি। দশম ওভারের চতুর্থ বলে লিচকে আলতো করে ফ্লিক করেন মাসুদ। শর্ট মিড উইকেটে ক্যাচ ধরেন জ্যাক ক্রলি। ৭ বলে ৩ রান করে মাসুদ বিদায় নিলে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৯.৪ ওভারে ২ উইকেটে ১৯ রান।
চার নম্বরে ব্যাটিংয়ে নামা গুলাম বিপদে পড়া পাকিস্তানের হাল ধরেছেন। সাইমের সঙ্গে তৃতীয় উইকেটে ২৭৮ বলে ১৪৯ রানের জুটি গড়তে অবদান রাখেন গুলাম। স্বাগতিকদের তৃতীয় উইকেটের জুটিটা ভেঙেছেন ম্যাথু পটস। ৫৬তম ওভারের শেষ বলে পটসকে তুলে মারতে যান সাইম। মিড অফে ক্যাচ লুফে নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক স্টোকস। ১৬০ বলে ৭ চারে ৭৭ রান করেন সাইম। পাকিস্তানের এই বাঁহাতি ওপেনার ফেরার পর দলটি দ্রুত আরও একটি উইকেট হারায়। ৬১ তম ওভারের পঞ্চম বলে সৌদ শাকিলকে (৪) ফেরান ব্রাইডন কার্স।
১০ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৬০.৫ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান। স্বাগতিকেরা যখন আবার ধাক্কা খেল, তখন আবার প্রতিরোধ গড়েন গুলাম। ২৯ বছর ১৯২ বলে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৭৪ তম ওভারের শেষ বলে জো রুটকে ডিপ মিড উইকেট দিয়ে পুল করে তিন অঙ্ক ছুঁয়েছেন গুলাম। পঞ্চম উইকেটে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ৬৫ রানের জুটি গড়তে অবদান রাখেন গুলাম। জুটিটির স্থায়িত্ব ছিল ১৪১ বল। ৮৫তম ওভারের দ্বিতীয় বলে বশিরকে বেশি এগিয়ে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন গুলাম। তাতে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৮৪.২ ওভারে ২ উইকেটে ২৪৩ রান। রিজওয়ান ও সালমান ব্যাটিং করছেন ৩৭ ও ৫ রান করে।
বাঁহাতি নোমান আলী, লেগ স্পিনার জাহিদ মাহমুদ, অফ স্পিনার সাজিদ খান-স্বীকৃত এই স্পিনার নিয়ে পাকিস্তান সাজিয়েছে দ্বিতীয় টেস্টের একাদশ। টেস্টে অভিষিক্ত গুলামও খন্ডকালীন স্পিনার হিসেবে ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন। অভিষেক টেস্টে পাকিস্তানের সবশেষ সেঞ্চুরিয়ান আবিদ আলী। ২০১৯ সালে রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ১০৯ রান করে অপরাজিত ছিলেন আবিদ।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
১ ঘণ্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
২ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
২ ঘণ্টা আগে