ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে সিলেট স্ট্রাইকার্সকে অল্পতে আটকাতে পারেনি কুমিল্লা ভিক্টোরিয়ানস। সিলেটের ইনিংস থেমেছে ৭ উইকেটে ১৭৫ রানে। বিপিএলের শিরোপা জিততে হলে কুমিল্লার দরকার ১৭৬ রান।
তবে সিলেটের শুরুটা ভালো ছিল না। কোনো রান না করেই ফেরেন লিগ পর্বে রানের ফোয়ারা ছোটানো তৌহিদ হৃদয়। বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের দ্বিতীয় ওভারের প্রথম বলে শূন্য রানে বোল্ড হয়ে যান হৃদয়। গত তিন ম্যাচে উপরে উঠে আসা মাশরাফি বিন মর্তুজাও সুবিধা করতে পারেননি। আন্দ্রে রাসেলের বলে ইমরুল কায়েসের হাতে ১ রানে ক্যাচ দেন সিলেট অধিনায়ক।
সিলেটকে টেনেছেন নাজমুল হোসেন শান্ত। মঈন আলীর বলে বোল্ড হওয়ার আগে ৬৪ রান করেছেন এই বাঁহাতি ওপেনার। ৪৫ বলে ৯ চার ও ১ ছক্কায় নিজের ইনিংসটি সাজান শান্ত। দুর্দান্ত আরেকটি ইনিংসের পথে এবারের বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটার। ১৫ ম্যাচে ৫১৬ রান করেছেন শান্ত। ৪টি ফিফটি তাঁর।
শান্ত আউট হয়ে গেলেও সিলেটের ইনিংসের হাল ছুটতে দেননি মুশফিকুর রহিম। তাঁর ৭৪ রানের ইনিংসই মূলত সিলেট ১৭০ ছাড়িয়ে যাওয়া সংগ্রহ এনে দিয়েছে। ৪৮ বলের ইনিংসটি মুশফিক সাজিয়েছেন ৫ চার ও ৩ ছক্কায়।

দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
৫ মিনিট আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২৪ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যাবতীয় সব প্রশ্নের উত্তর মিলবে অল্প কিছুক্ষণের মধ্যেই। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে চলছে ক্রিকেটারদের পূর্বনির্ধারিত বৈঠক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বিসিবির অন্যান্য কর্মকর্তারাও এসেছেন।
২ ঘণ্টা আগে