Ajker Patrika

গলে গলার কাঁটা সরিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
গলার কাঁটা সরিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ছবি: এএফপি
গলার কাঁটা সরিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ছবি: এএফপি

দিনের দ্বিতীয় নতুন বল, ফুল লেন্থের দারুণ ইনসুইং হাসান মাহমুদের, পাতুম নিশাঙ্কা স্ট্রেইট ড্রাইভ করতে চাইলেন। কিন্তু বলের মুভমেন্ট বুঝতেই পারেননি লঙ্কান ওপেনার। ব্যাট-প্যাডের মাঝ দিয়ে লালবাতি জ্বালিয়ে দিল মিডল স্টাম্পের। তৃতীয় দিন তপ্ত রোদে খেটেই যাচ্ছিল বাংলাদেশের ক্রিকেটাররা, শেষ বিকেলে গলার কাঁটা নিশাঙ্কার পতনে কিছুটা স্বস্তি ফিরেছে দলে। দিন শেষে প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩৬৮ রান করেছে শ্রীলঙ্কা। সফরকারীদের চেয়ে এখনো ১২৭ রানে পিছিয়ে তারা।

মাত্র ১৩ রানের জন্য প্রথম ডাবল সেঞ্চুরির আক্ষেপে পুড়েছেন নিশাঙ্কা। কামিন্দু মেন্ডিস (৩৭) ও অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা (১৭) কাল আবারও ব্যাটিং শুরু করবেন। তাঁরা দুজনও এরই মধ্যে ৩৭ রানের জুটি গড়েছেন পঞ্চম উইকেটে। গলে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টে চলছে রানের বন্যা। বাংলাদেশের পাহাড়সমান স্কোরের পর ছেড়ে কথা বলছে না শ্রীলঙ্কাও। সাবলীল ব্যাটিংয়ে রানের চাকা সচল রাখছেন লঙ্কান ক্রিকেটাররা। আজ ওভারপ্রতি রান তুলেছে তারা ৩.৯৫ হারে। সব মিলিয়ে সারা দিন উঠেছে ৩৭৯ রান।

৪৯৫ রানে বাংলাদেশ গুটিয়ে যাওয়ার পরপরই ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। নিশাঙ্কা ধীরেসুস্থে এগোতে থাকলেও সফরকারীদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন আরেক ওপেনার লাহিরু উদারা। ৭৫ বলে ৪৭ রানের উদ্বোধনী জুটি গড়তে অবদান রাখেন নিশাঙ্কা ও উদারা। ১৩ তম ওভারের প্রথম বলে উদারাকে কট এন্ড বোল্ড করেন তাইজুল। ৩৪ বলে ৬ চারে ২৯ রান করেছেন উদারা।

তিন নম্বরে ব্যাটিংয়ে নামা দিনেশ চান্দিমাল ও নিশাঙ্কা জুটি নির্বিঘ্নে পার কর দেন প্রথম সেশন। মধ্যাহ্নভোজের বিরতির পর ১৩৬ বলে নিশাঙ্কা তুলে নিয়েছেন তৃতীয় টেস্ট সেঞ্চুরি। লঙ্কান ওপেনার তিন অঙ্ক ছোঁয়ার পর ফিফটি পেয়েছেন চান্দিমাল। টেস্টে এটা চান্দিমালের ৩৩ তম ফিফটি। বাংলাদেশের বিপক্ষে সেটা পঞ্চম। দ্বিতীয় উইকেটে ২৩৮ বলে ১৫৭ রানের জুটি গড়েন দুজনে। ৫২ তম ওভারের পঞ্চম বলে চান্দিমালকে ফিরিয়ে জুটি ভাঙেন নাঈম হাসান। লেগ স্লিপে সাদমান ইসলাম ক্যাচ ধরে উল্লাস প্রকাশ করলেও চান্দিমাল ঠায় দাঁড়িয়ে ছিলেন উইকেটে। টিভি আম্পায়ার যাচাই-বাছাই করে লঙ্কান ব্যাটারকে আউট ঘোষণা করেন।

১১৯ বলে ৪ চারে ৫৪ রান করেছেন চান্দিমাল। ৩৫ বছর বয়সী এই ব্যাটার ফেরার পর ব্যাটিংয়ে নামেন ম্যাথুস। ডাগআউট থেকে উইকেটে পৌঁছানোর সেই সময় বাংলাদেশের ক্রিকেটাররা দাঁড়িয়ে সম্মান জানিয়েছেন ম্যাথুস। নিশাঙ্কার সঙ্গে ৮৯ রানের জুটি হয় তাঁর। কিন্তু বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে ৩৯ রানে ফেরেন ফিরতে হয় তাঁকে। থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার। খণ্ডকালীন বোলার মুমিনুলের শিকার হয়েছেন তিনি।

ক্যারিয়ারের শুরুর দিকে মোটামুটি বলও করতেন মুমিনুল হক। এখন বল হাতে কমই দেখা যায় তাঁকে। আজ নিজের তৃতীয় ওভারে দারুণ এক ডেলিভারিতে ম্যাথুসকে ফিরিয়ে দলকে ব্রেক-থ্রু এনে দেন। ১৯ মাস পর টেস্টে উইকেট পেয়েছেন মুমিনুল। সবশেষ ২০২৩ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে উইকেট নিয়েছিলেন।

চালিয়ে খেলে ডাবল সেঞ্চুরির পথে হাঁটছিলেন নিশাঙ্কা, তবে ২৫৬ বলে ১৮৭ রানে হাসান মাহমুদের বলে শিকার হয়েছেন তিনি। ইনিংসে ছিল ২১ চার ও ১টি ছক্কা। একটি করে উইকেট নিয়েছেন বাংলাশের তাইজুল ইসলাম, মুমিনুল, হাসান ও নাঈম হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত