নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তৃতীয় দিনে লাঞ্চের আগে শেষ মুহূর্তের খেলা চলছে। সাইমন হারমারের ওই ওভারের পর লাঞ্চে যাওয়ার আগে বাকি আর এক ওভার। আত্মাহুতির জন্য মুশফিকুর রহিম বেছে নিলেন ওই সময়টা। সাময়িক ফর্মহীনতায় ভোগা মুশফিক স্কয়ার লেগ দিয়ে দারুণ এক সুইপে টেস্ট ক্যারিয়ারের ২৫ তম ফিফটি ছুঁয়েছেন।
হারমারের পরের বলে এলবিডব্লিউর জোরালো আবেদন নাকচ করে দেন আম্পায়ার। পরের বলেই রিভার্স সুইপের বাসনা চেপে বসে মুশফিকের মননে। ফল? বোল্ড। ওই মুহূর্তে মুশফিকের অমন 'শিশুতোষ' শটে ধারাভাষ্যকক্ষ থেকে বোলার হারমারের চোখে-মুখেও চূড়ান্ত অবিশ্বাসের ছায়া।
বিপর্যয় কাটিয়ে ওঠে প্রথম ইনিংসে ফলো অন এড়ানোর পথে থাকা বাংলাদেশ আর সেটা পারেনি। যদিও বাংলাদেশকে ফলো অন করায়নি দক্ষিণ আফ্রিকা। দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে আসা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কাছেও মুশফিকের ওই শট অপ্রত্যাশিত ঠেকেছে, ‘মুশফিকের আউট অবশ্যই প্রত্যাশিত না। লাঞ্চের কয়েক মিনিট বাকি ছিল। এমন অবস্থায় এই শট আমরা চাই না। আর ৪৩ রান বাকি ছিল ফলোঅন এড়ানোর। যদিও ওরা আমাদের ফলোঅন করায়নি। কিন্তু মান সম্মানের তো একটা ব্যাপার।’
দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে মুশফিকের অমন শট খেলা নতুন নয়। আগেও দলকে যেমন উদ্ধার করেছেন, উদ্ভাবনী শট খেলতে গিয়ে ডুবানোর ঘটনাও কম নয়। সুজন বললেন, ‘খুবই অপ্রত্যাশিত যে ওই সময় ওরকম একটা শট খেলবে কেউ। ওর (মুশফিক) মতো এত অভিজ্ঞ খেলোয়াড়, ওর কাছ থেকে অবশ্যই আমরা আশা ওইরকম কিছু করব না। ব্যাখ্যাটা কী আমি আসলে বলতে পারব না। সে ভালো জানে। সত্যি কথা বলতে দুর্ভাগ্যজনক।’

তৃতীয় দিনে লাঞ্চের আগে শেষ মুহূর্তের খেলা চলছে। সাইমন হারমারের ওই ওভারের পর লাঞ্চে যাওয়ার আগে বাকি আর এক ওভার। আত্মাহুতির জন্য মুশফিকুর রহিম বেছে নিলেন ওই সময়টা। সাময়িক ফর্মহীনতায় ভোগা মুশফিক স্কয়ার লেগ দিয়ে দারুণ এক সুইপে টেস্ট ক্যারিয়ারের ২৫ তম ফিফটি ছুঁয়েছেন।
হারমারের পরের বলে এলবিডব্লিউর জোরালো আবেদন নাকচ করে দেন আম্পায়ার। পরের বলেই রিভার্স সুইপের বাসনা চেপে বসে মুশফিকের মননে। ফল? বোল্ড। ওই মুহূর্তে মুশফিকের অমন 'শিশুতোষ' শটে ধারাভাষ্যকক্ষ থেকে বোলার হারমারের চোখে-মুখেও চূড়ান্ত অবিশ্বাসের ছায়া।
বিপর্যয় কাটিয়ে ওঠে প্রথম ইনিংসে ফলো অন এড়ানোর পথে থাকা বাংলাদেশ আর সেটা পারেনি। যদিও বাংলাদেশকে ফলো অন করায়নি দক্ষিণ আফ্রিকা। দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে আসা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কাছেও মুশফিকের ওই শট অপ্রত্যাশিত ঠেকেছে, ‘মুশফিকের আউট অবশ্যই প্রত্যাশিত না। লাঞ্চের কয়েক মিনিট বাকি ছিল। এমন অবস্থায় এই শট আমরা চাই না। আর ৪৩ রান বাকি ছিল ফলোঅন এড়ানোর। যদিও ওরা আমাদের ফলোঅন করায়নি। কিন্তু মান সম্মানের তো একটা ব্যাপার।’
দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে মুশফিকের অমন শট খেলা নতুন নয়। আগেও দলকে যেমন উদ্ধার করেছেন, উদ্ভাবনী শট খেলতে গিয়ে ডুবানোর ঘটনাও কম নয়। সুজন বললেন, ‘খুবই অপ্রত্যাশিত যে ওই সময় ওরকম একটা শট খেলবে কেউ। ওর (মুশফিক) মতো এত অভিজ্ঞ খেলোয়াড়, ওর কাছ থেকে অবশ্যই আমরা আশা ওইরকম কিছু করব না। ব্যাখ্যাটা কী আমি আসলে বলতে পারব না। সে ভালো জানে। সত্যি কথা বলতে দুর্ভাগ্যজনক।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১২ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৩ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৩ ঘণ্টা আগে