নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়েছে ‘এ’ দলের সূচিতেও। আয়োজক পাকিস্তান হলেও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ‘এ’ দলের সিরিজের সূচিতে পরিবর্তন এসেছে।
বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল ১০ আগস্ট। তবে সেটা আর হচ্ছে না। পরিবর্তিত সূচি অনুযায়ী মুশফিকুর রহিম, মুমিনুল হক, এনামুল হকদের বাংলাদেশ ‘এ’ দল ইসলামাবাদেই পৌঁছাবে ১০ আগস্ট। প্রথম চার দিনের ম্যাচ শুরু হবে ১৩ আগস্ট। সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হচ্ছে ২০ আগস্ট। ‘এ’ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৬ আগস্ট। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ২৮ ও ৩০ আগস্ট। পাঁচটি ম্যাচই হবে ইসলামাবাদে।
পাকিস্তানের উদ্দেশে গতকাল রওনা দেওয়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। তবে পরশু বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করলে পরিস্থিতি বদলে যায়। ঢাকার বিমানবন্দর কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর চালু করা হয়। সেকারণেই ‘এ’ দলের সিরিজের সূচিতে পরিবর্তন আনা হয়। মিরপুরে আজ বাংলাদেশ ‘এ’ দলের অনুশীলনে দেখা গেছে সেনাবাহিনীর টহল। ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফরা গত কয়েক দিনের আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। নিহতদের জন্য দোয়া করেন মুশফিকুর রহিম-মুমিনুল হকরা।
পাকিস্তানে বাংলাদেশের ‘এ’ দলের সফরে সব মিলিয়ে যাচ্ছেন ২৩ ক্রিকেটার। যার মধ্যে দুটি চার দিনের ম্যাচেই আছেন ২১ ক্রিকেটার। চার দিনের ম্যাচের সিরিজে না থাকা রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান এই দুই ক্রিকেটারকে নেওয়া হয়েছে ওয়ানডে দলে। যেখানে মোহাম্মদ সাইফউদ্দিন প্রায় দুই বছর পর লাল বলের ক্রিকেটে ফিরছেন।
বাংলাদেশ-পাকিস্তান ‘এ’ দলের সিরিজের পরিবর্তিত সূচি
ম্যাচ তারিখ
১ম চার দিনের ম্যাচ ১৩ আগস্ট
২য় চার দিনের ম্যাচ ২০ আগস্ট
১ম ওয়ানডে ২৬ আগস্ট
২য় ওয়ানডে ২৮ আগস্ট
৩য় ওয়ানডে ৩০ আগস্ট
সব ম্যাচ ইসলামাবাদে
আরও পড়ুন:

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়েছে ‘এ’ দলের সূচিতেও। আয়োজক পাকিস্তান হলেও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ‘এ’ দলের সিরিজের সূচিতে পরিবর্তন এসেছে।
বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল ১০ আগস্ট। তবে সেটা আর হচ্ছে না। পরিবর্তিত সূচি অনুযায়ী মুশফিকুর রহিম, মুমিনুল হক, এনামুল হকদের বাংলাদেশ ‘এ’ দল ইসলামাবাদেই পৌঁছাবে ১০ আগস্ট। প্রথম চার দিনের ম্যাচ শুরু হবে ১৩ আগস্ট। সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হচ্ছে ২০ আগস্ট। ‘এ’ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৬ আগস্ট। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ২৮ ও ৩০ আগস্ট। পাঁচটি ম্যাচই হবে ইসলামাবাদে।
পাকিস্তানের উদ্দেশে গতকাল রওনা দেওয়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। তবে পরশু বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করলে পরিস্থিতি বদলে যায়। ঢাকার বিমানবন্দর কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর চালু করা হয়। সেকারণেই ‘এ’ দলের সিরিজের সূচিতে পরিবর্তন আনা হয়। মিরপুরে আজ বাংলাদেশ ‘এ’ দলের অনুশীলনে দেখা গেছে সেনাবাহিনীর টহল। ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফরা গত কয়েক দিনের আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। নিহতদের জন্য দোয়া করেন মুশফিকুর রহিম-মুমিনুল হকরা।
পাকিস্তানে বাংলাদেশের ‘এ’ দলের সফরে সব মিলিয়ে যাচ্ছেন ২৩ ক্রিকেটার। যার মধ্যে দুটি চার দিনের ম্যাচেই আছেন ২১ ক্রিকেটার। চার দিনের ম্যাচের সিরিজে না থাকা রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান এই দুই ক্রিকেটারকে নেওয়া হয়েছে ওয়ানডে দলে। যেখানে মোহাম্মদ সাইফউদ্দিন প্রায় দুই বছর পর লাল বলের ক্রিকেটে ফিরছেন।
বাংলাদেশ-পাকিস্তান ‘এ’ দলের সিরিজের পরিবর্তিত সূচি
ম্যাচ তারিখ
১ম চার দিনের ম্যাচ ১৩ আগস্ট
২য় চার দিনের ম্যাচ ২০ আগস্ট
১ম ওয়ানডে ২৬ আগস্ট
২য় ওয়ানডে ২৮ আগস্ট
৩য় ওয়ানডে ৩০ আগস্ট
সব ম্যাচ ইসলামাবাদে
আরও পড়ুন:

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৯ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৯ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
১১ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১৪ ঘণ্টা আগে