ক্রীড়া ডেস্ক

হেডিংলিতে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের খেলা এখনো শেষ হয়নি। আজ শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় রয়েছে এই টেস্ট। এমন সময়ে ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক ঋষভ পন্তকে শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
আম্পায়ারের প্রতি অসদাচরণের কারণে পন্তকে তিরস্কার করেছে আইসিসি। তাঁর নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। আইসিসির আচরণবিধির এক নম্বর ধারা ভঙ্গের দায়ে এমন শাস্তি পেয়েছেন তিনি। মাঠের আম্পায়ার পল রাইফেল ও ক্রিস গ্যাফানি, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবন শহীদ ও চতুর্থ আম্পায়ার মাইক বার্নস পন্তের বিরুদ্ধে অভিযোগ আনেন। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন তিরস্কার ও এক ডিমেরিট পয়েন্ট দেন পন্তকে। আইসিসি খেলোয়াড় ও সাপোর্টিং স্টাফের আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগও উঠেছে। এই অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করলে এমন শাস্তির নিয়ম রয়েছে।
পন্তের বাজে আচরণের ঘটনা হেডিংলি টেস্টের তৃতীয় দিনে। সেদিন প্রথম ইনিংসে ব্যাটিং করছিল ইংল্যান্ড। স্বাগতিকদের প্রথম ইনিংসের ৬১তম ওভার শেষে ঘটে সেই ঘটনা। ‘গেজ’ (বলের আকার পরিমাপের বস্তু) দিয়ে আম্পায়াররা বলের আকৃতি ও আকার ঠিক আছে কি না, সেটা পরীক্ষা করছিলেন। আম্পায়াররা এরপর বল না পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। অসন্তুষ্ট পন্ত এরপর আম্পায়ারদের সামনে বল মাটিতে ছুড়ে মেরেছিলেন। ভারতীয় এই বাঁহাতি ব্যাটার দোষ স্বীকার করে নেওয়ায় আর শুনানির প্রয়োজন পড়েনি। গত ২৪ মাসে পন্ত এবারই প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন।
আইসিসির আচরণ বিধির এক নম্বর ধারা ভঙ্গের সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা। পাশাপাশি এক অথবা দুই ডিমেরিট পয়েন্ট যুক্ত হবে ক্রিকেটারের নামের পাশে। হেডিংলি টেস্টে আনুষ্ঠানিক তিরস্কার পাওয়া পন্ত দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন। প্রথম ও দ্বিতীয় ইনিংসে ১৩৪ ও ১১৮ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। প্রথম টেস্টে ৩৭১ রানের লক্ষ্যে নেমে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ২১ রান করে ফেলেছে। আজ শেষ দিনে জিততে হলে স্বাগতিকদের আরও ৩৫০ রান করতে হবে। ভারতকে নিতে হবে ১০ উইকেট।

হেডিংলিতে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের খেলা এখনো শেষ হয়নি। আজ শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় রয়েছে এই টেস্ট। এমন সময়ে ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক ঋষভ পন্তকে শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
আম্পায়ারের প্রতি অসদাচরণের কারণে পন্তকে তিরস্কার করেছে আইসিসি। তাঁর নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। আইসিসির আচরণবিধির এক নম্বর ধারা ভঙ্গের দায়ে এমন শাস্তি পেয়েছেন তিনি। মাঠের আম্পায়ার পল রাইফেল ও ক্রিস গ্যাফানি, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবন শহীদ ও চতুর্থ আম্পায়ার মাইক বার্নস পন্তের বিরুদ্ধে অভিযোগ আনেন। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন তিরস্কার ও এক ডিমেরিট পয়েন্ট দেন পন্তকে। আইসিসি খেলোয়াড় ও সাপোর্টিং স্টাফের আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগও উঠেছে। এই অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করলে এমন শাস্তির নিয়ম রয়েছে।
পন্তের বাজে আচরণের ঘটনা হেডিংলি টেস্টের তৃতীয় দিনে। সেদিন প্রথম ইনিংসে ব্যাটিং করছিল ইংল্যান্ড। স্বাগতিকদের প্রথম ইনিংসের ৬১তম ওভার শেষে ঘটে সেই ঘটনা। ‘গেজ’ (বলের আকার পরিমাপের বস্তু) দিয়ে আম্পায়াররা বলের আকৃতি ও আকার ঠিক আছে কি না, সেটা পরীক্ষা করছিলেন। আম্পায়াররা এরপর বল না পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। অসন্তুষ্ট পন্ত এরপর আম্পায়ারদের সামনে বল মাটিতে ছুড়ে মেরেছিলেন। ভারতীয় এই বাঁহাতি ব্যাটার দোষ স্বীকার করে নেওয়ায় আর শুনানির প্রয়োজন পড়েনি। গত ২৪ মাসে পন্ত এবারই প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন।
আইসিসির আচরণ বিধির এক নম্বর ধারা ভঙ্গের সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা। পাশাপাশি এক অথবা দুই ডিমেরিট পয়েন্ট যুক্ত হবে ক্রিকেটারের নামের পাশে। হেডিংলি টেস্টে আনুষ্ঠানিক তিরস্কার পাওয়া পন্ত দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন। প্রথম ও দ্বিতীয় ইনিংসে ১৩৪ ও ১১৮ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। প্রথম টেস্টে ৩৭১ রানের লক্ষ্যে নেমে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ২১ রান করে ফেলেছে। আজ শেষ দিনে জিততে হলে স্বাগতিকদের আরও ৩৫০ রান করতে হবে। ভারতকে নিতে হবে ১০ উইকেট।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
২৮ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে