ক্রীড়া ডেস্ক

সাম্প্রতিক বছরগুলোতে ভারত–পাকিস্তান ম্যাচ মানেই একচেটিয়া লড়াই। বিষয়টি এখন অলিখিত নিয়মে পরিণত হয়েছে। সূর্যকুমার যাদবও তাই সরাসরি বললেন, ভারত–পাকিস্তানের ম্যাচে এখন আর প্রতিদ্বন্দ্বিতা দেখেন না তিনি।
এবারের এশিয়া কাপে দুবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। এর একটিতেও ন্যূনতম লড়াই করেত পারেনি সালমান আলী আগার দল। ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে তাদের সঙ্গী ৭ উইকেটে হার। সবশেষ সুপার ফোরে তাদের ৬ উইকেটে উড়িয়ে দিয়েছে গৌতম গম্ভীরের দল। এই পরিসংখ্যান সাম্প্রতিক সময়ে ভারত–পাকিস্তান লড়াইয়ের চিত্রই যেন তুলে ধরছে।
একটা সময় ভারত–পাকিস্তান লড়াই হতো সমানে সমান। কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলত না। সে সোনালি সময় এখন অতীত। ২০০৫ সালের পর থেকে এখন পর্যন্ত ভারতের ২৩ জয়ের বিপরীতে পাকিস্তান জিতেছে ১১ ম্যাচ। প্রতিবেশী দেশের বিপক্ষে পাকিস্তান সবশেষ জিতেছিল ২০২২ সালের এশিয়া কাপে। এরপর সব সংস্করণ মিলিয়ে টানা ৭ জয় তুলে নিয়েছে ভারত।
টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে বেশ পিছিয়ে পাকিস্তান। এ সংস্করণে এখন পর্যন্ত ১৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে ভারত জিতেছে ১১ ম্যাচ। বিপরীতে পাকিস্তান জিতেছে তিনটিতে। অন্য ম্যাচটা টাই হয়েছে।
সুপার ফোরের ম্যাচের পর সূর্যর কাছে এক সাংবাদিকের প্রশ্ন ছিল—কেমন প্রতিদ্বন্দ্বিতা করল পাকিস্তান? উত্তরে একটু হেসে ভারত দলপতি বলেন, ‘এই প্রশ্নের জবাবে আমার একটা কথা বলার আছে। আমার মনে হয় আপনাদের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন বন্ধ করা উচিত। প্রতিদ্বন্দ্বিতা ও মান একই পর্যায়ে পড়ে। ধরুন দুটি দল ১৫ থেকে ২০টি ম্যাচ খেলল। সেখানে লড়াইয়ের ফল যদি ৭–৭ বা ৮–৭ হয়, তাহলে সেটাকে আপনি প্রতিদ্বন্দ্বিতা বলতে পারবেন। কিন্তু ফল যদি হয় ১৩–০ বা ১০–১, সে ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বলা চলে না। আমি জানি না ভারত–পাকিস্তান ম্যাচে পরিসংখ্যান কেমন। তবে দুই দলের মধ্যে এখন আর প্রতিদ্বন্দ্বিতা নেই। ম্যাচে তাদের চেয়ে আমরা ভালো ক্রিকেট খেলেছি।’

সাম্প্রতিক বছরগুলোতে ভারত–পাকিস্তান ম্যাচ মানেই একচেটিয়া লড়াই। বিষয়টি এখন অলিখিত নিয়মে পরিণত হয়েছে। সূর্যকুমার যাদবও তাই সরাসরি বললেন, ভারত–পাকিস্তানের ম্যাচে এখন আর প্রতিদ্বন্দ্বিতা দেখেন না তিনি।
এবারের এশিয়া কাপে দুবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। এর একটিতেও ন্যূনতম লড়াই করেত পারেনি সালমান আলী আগার দল। ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে তাদের সঙ্গী ৭ উইকেটে হার। সবশেষ সুপার ফোরে তাদের ৬ উইকেটে উড়িয়ে দিয়েছে গৌতম গম্ভীরের দল। এই পরিসংখ্যান সাম্প্রতিক সময়ে ভারত–পাকিস্তান লড়াইয়ের চিত্রই যেন তুলে ধরছে।
একটা সময় ভারত–পাকিস্তান লড়াই হতো সমানে সমান। কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলত না। সে সোনালি সময় এখন অতীত। ২০০৫ সালের পর থেকে এখন পর্যন্ত ভারতের ২৩ জয়ের বিপরীতে পাকিস্তান জিতেছে ১১ ম্যাচ। প্রতিবেশী দেশের বিপক্ষে পাকিস্তান সবশেষ জিতেছিল ২০২২ সালের এশিয়া কাপে। এরপর সব সংস্করণ মিলিয়ে টানা ৭ জয় তুলে নিয়েছে ভারত।
টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে বেশ পিছিয়ে পাকিস্তান। এ সংস্করণে এখন পর্যন্ত ১৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে ভারত জিতেছে ১১ ম্যাচ। বিপরীতে পাকিস্তান জিতেছে তিনটিতে। অন্য ম্যাচটা টাই হয়েছে।
সুপার ফোরের ম্যাচের পর সূর্যর কাছে এক সাংবাদিকের প্রশ্ন ছিল—কেমন প্রতিদ্বন্দ্বিতা করল পাকিস্তান? উত্তরে একটু হেসে ভারত দলপতি বলেন, ‘এই প্রশ্নের জবাবে আমার একটা কথা বলার আছে। আমার মনে হয় আপনাদের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন বন্ধ করা উচিত। প্রতিদ্বন্দ্বিতা ও মান একই পর্যায়ে পড়ে। ধরুন দুটি দল ১৫ থেকে ২০টি ম্যাচ খেলল। সেখানে লড়াইয়ের ফল যদি ৭–৭ বা ৮–৭ হয়, তাহলে সেটাকে আপনি প্রতিদ্বন্দ্বিতা বলতে পারবেন। কিন্তু ফল যদি হয় ১৩–০ বা ১০–১, সে ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বলা চলে না। আমি জানি না ভারত–পাকিস্তান ম্যাচে পরিসংখ্যান কেমন। তবে দুই দলের মধ্যে এখন আর প্রতিদ্বন্দ্বিতা নেই। ম্যাচে তাদের চেয়ে আমরা ভালো ক্রিকেট খেলেছি।’

২০২৫ এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের ম্যাচে হাত না মেলানো ইস্যুতে কম আলোচনা সমালোচনা হয়নি। বিষয়টি নিয়ে গড়িয়েছে অনেক জল। এবার একই ঘটনা দেখা গেল বাংলাদেশ ও ভারতের ম্যাচে। তাতেই এশিয়া কাপের ৪ মাস পর নতুনকরে আলোচনায় আসলো ‘নো হ্যান্ডশেক’ ইস্যু।
১ ঘণ্টা আগে
ভারতকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে ব্যাংককের ননথাবুরি হলে ম্যাচটি ছিল নাটকীয়তায় ঠাসা। এক পর্যায়ে হারের শঙ্কায় থাকলেও ঘুরে দাঁড়িয়ে ৩-৩ গোলের স্বস্তির ড্র নিয়ে মাঠ ছেড়েছেন সাবিনা-মাসুরারা।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
৪ ঘণ্টা আগে