নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সেন্ট লুসিয়ায় প্রথম চার দিনের ম্যাচে ১৬৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ 'এ' দল। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৬৫ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দল। ৭ উইকেট হাতে নিয়ে ২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করে স্বাগতিকেরা।
আগে ব্যাটিং করে প্রথম ইনিংসে সুবিধা করতে পারেননি বাংলাদেশ 'এ' দলের ব্যাটাররা। গতকাল দ্বিতীয় দিন অলআউট হওয়ার আগে ব্যাটিং করেছেন মোটে ৬০.৫ ওভার। ৪৩ ওভারে ৬ উইকেটে ১৩৫ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ ‘এ’ দল। ৭৯ বলে ৪২ রানে অপরাজিত থেকে এক প্রান্ত আগলে রেখেছিলেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। আরেক প্রান্তে ৪৫ বলে ২৩ রানে অপরাজিত ছিলেন নাঈম হাসান।
গতকাল দ্বিতীয় দিন আর মাত্র ১৭.৫ ওভার ব্যাটিং করতে পেরেছে বাংলাদেশ 'এ' দল। স্কোরবোর্ডে আর জমা করতে পেরেছে ৩২ রান। ফিফটি পূর্ণ করেই আউট হয়ে যান অধিনায়ক মিঠুন। নাঈমও বেশিক্ষণ টিকতে পারেননি। দ্বিতীয় দিনে আর মাত্র ১৫ বল খেলে ৪ রান যোগ করে আউট হন। ৬০ বলে ২৭ রান করেন নাঈম।
এরপর যা একটু লড়াই করেন লোয়ার অর্ডার ব্যাটার রেজাউর রহমান ও এনামুল হক। ৪৫ বলে ১৩ রান করেন রেজাউর। ২ রান করেন এনামুল। এজন্য অবশ্য ৩৯টি বল খেলেন তিনি। স্বাগতিকদের হয়ে পেসার মারকুইনো মাইন্ডলে ৫৯ রানে ৫ উইকেট নেন। আরেক পেসার জাস্টিন গ্রিভস নেন ৩ উইকেট। জাতীয় দলের মতো বাংলাদেশ 'এ' দলের ব্যাটাররাও পেসারদের সামনে খাবি খেয়েছেন।
বাংলাদেশের ব্যাটাররা খাবি খেলেও ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা ঠিকই দৃঢ়তা দেখিয়েছেন। ওপেনিংয়ে নেমে ত্যাগনারাণ চন্দরপল ১২০ বলে ৪৮ রান করে রানআউট হন। ৩২ রান করেন জেরেমি সোলোজানো। ৬৩ বলে ৩৭ রান করেন কেসি কার্টি। একটি করে উইকেট নেন রেজাউর ও নাঈম।

সেন্ট লুসিয়ায় প্রথম চার দিনের ম্যাচে ১৬৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ 'এ' দল। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৬৫ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দল। ৭ উইকেট হাতে নিয়ে ২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করে স্বাগতিকেরা।
আগে ব্যাটিং করে প্রথম ইনিংসে সুবিধা করতে পারেননি বাংলাদেশ 'এ' দলের ব্যাটাররা। গতকাল দ্বিতীয় দিন অলআউট হওয়ার আগে ব্যাটিং করেছেন মোটে ৬০.৫ ওভার। ৪৩ ওভারে ৬ উইকেটে ১৩৫ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ ‘এ’ দল। ৭৯ বলে ৪২ রানে অপরাজিত থেকে এক প্রান্ত আগলে রেখেছিলেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। আরেক প্রান্তে ৪৫ বলে ২৩ রানে অপরাজিত ছিলেন নাঈম হাসান।
গতকাল দ্বিতীয় দিন আর মাত্র ১৭.৫ ওভার ব্যাটিং করতে পেরেছে বাংলাদেশ 'এ' দল। স্কোরবোর্ডে আর জমা করতে পেরেছে ৩২ রান। ফিফটি পূর্ণ করেই আউট হয়ে যান অধিনায়ক মিঠুন। নাঈমও বেশিক্ষণ টিকতে পারেননি। দ্বিতীয় দিনে আর মাত্র ১৫ বল খেলে ৪ রান যোগ করে আউট হন। ৬০ বলে ২৭ রান করেন নাঈম।
এরপর যা একটু লড়াই করেন লোয়ার অর্ডার ব্যাটার রেজাউর রহমান ও এনামুল হক। ৪৫ বলে ১৩ রান করেন রেজাউর। ২ রান করেন এনামুল। এজন্য অবশ্য ৩৯টি বল খেলেন তিনি। স্বাগতিকদের হয়ে পেসার মারকুইনো মাইন্ডলে ৫৯ রানে ৫ উইকেট নেন। আরেক পেসার জাস্টিন গ্রিভস নেন ৩ উইকেট। জাতীয় দলের মতো বাংলাদেশ 'এ' দলের ব্যাটাররাও পেসারদের সামনে খাবি খেয়েছেন।
বাংলাদেশের ব্যাটাররা খাবি খেলেও ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা ঠিকই দৃঢ়তা দেখিয়েছেন। ওপেনিংয়ে নেমে ত্যাগনারাণ চন্দরপল ১২০ বলে ৪৮ রান করে রানআউট হন। ৩২ রান করেন জেরেমি সোলোজানো। ৬৩ বলে ৩৭ রান করেন কেসি কার্টি। একটি করে উইকেট নেন রেজাউর ও নাঈম।

২০২৫ সাল শেষে এল ২০২৬। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নতুন বছরকে বরণ করে নিয়েছেন দেশবাসী। গান বাজনার পাশাপাশি আতশবাজি, পটকা ফুটিয়ে গত রাতে অনেকে উদযাপন করেছেন ‘থার্টি ফার্স্ট নাইট’। কিন্তু দেশে শোকের পরিবেশে নতুন বছরের আগমন উপলক্ষ্যে এমন জমকালো আয়োজন মেনে নিতে পারছেন না।
১৫ মিনিট আগে
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
১২ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
১৫ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৬ ঘণ্টা আগে