নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফিট না থাকায় ভারতের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে ঊরুর চোটে পড়েছিলেন এই অলরাউন্ডার। ভারত ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন বিশ্বকাপের সহকারী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আগামী মঙ্গলবার বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। তবে সেই ম্যাচে সাকিবকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল ভারতের বিপক্ষে ম্যাচের পর অন্তর্বর্তীকালীন অধিনায়ক শান্তর কথায় সেই আভাসই পাওয়া গেছে।
যদিও সাকিবের চোটের মাত্রা কেমন—এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো কোনো বার্তা দেয়নি। দুবার এমআরআই স্ক্যান করা হলেও রিপোর্টে কী এসেছে তাও জানায়নি তারা। তাই সাকিবের চোটের সবশেষ অবস্থা কী, জানতে চাওয়া হয় শান্তর কাছেই। গতকাল ম্যাচ শেষে সহকারী অধিনায়ক বলেছেন, ‘সেরে উঠছেন, ভালো অবস্থায় আছেন। আমরা আজকের (গতকাল) ম্যাচে তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি, যেহেতু এরপর আরও পাঁচ ম্যাচ বাকি আছে। উন্নতির দিক থেকে অনেকটা ভালোই। আশা করছি, সামনের ম্যাচে খেলবেন।’
অধিনায়ক হিসেবে শান্ত এবারও ভালো ফল আনতে পারেননি। নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে জাতীয় দলের হয়ে প্রথমবার অধিনায়কত্ব করেছিলেন তিনি। এরপর গতকাল করেছেন ভারতের বিপক্ষে। তাঁর নেতৃত্বে দুটি ম্যাচই হেরেছে বাংলাদেশ দল।
বিশ্বকাপে শান্ত নিজেও অনুজ্জ্বল। টানা তিন ম্যাচে হেরেছে দল। তবে এখনো সেমিফাইনালের আশা দেখছেন তিনি। শান্ত বলেছেন, ‘বাকি সব ম্যাচ জেতার জন্যই নামব। এখনো আমাদের সেরা পারফরম্যান্স করতে পারিনি, বিশেষত ব্যাটিংয়ে। অবশ্যই সামনের সব ম্যাচে ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলার চেষ্টা করবেন। এখনো অনেক কিছু করার বাকি। আমাদের একটা ভালো ম্যাচ খেলা দরকার। একটা ম্যাচ মোমেন্টাম বদলে দেবে। এখনো পাঁচ ম্যাচ বাকি। কেউই জানে না। চার-পাঁচটা ম্যাচ জিততেও পারি।’
শান্তর উপলব্ধি, বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্টে ভালো করতে হলে স্পোর্টিং উইকেটে খেলা উচিত তাঁদের। ভালো উইকেটে তাঁদের নাকি কমই খেলা হয়। শান্তর ভাষায়, ‘আমাদের ভালো উইকেটে খেলা উচিত, অনুশীলন করা উচিত। এ রকম (বিশ্বকাপের) স্পোর্টিং উইকেটে যে খেলা, আমাদের তুলনামূলক কম হয়। স্কিলের চেয়ে মানসিক বিষয় গুরুত্বপূর্ণ। দায়িত্ব নেওয়া জরুরি।’

ফিট না থাকায় ভারতের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে ঊরুর চোটে পড়েছিলেন এই অলরাউন্ডার। ভারত ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন বিশ্বকাপের সহকারী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আগামী মঙ্গলবার বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। তবে সেই ম্যাচে সাকিবকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল ভারতের বিপক্ষে ম্যাচের পর অন্তর্বর্তীকালীন অধিনায়ক শান্তর কথায় সেই আভাসই পাওয়া গেছে।
যদিও সাকিবের চোটের মাত্রা কেমন—এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো কোনো বার্তা দেয়নি। দুবার এমআরআই স্ক্যান করা হলেও রিপোর্টে কী এসেছে তাও জানায়নি তারা। তাই সাকিবের চোটের সবশেষ অবস্থা কী, জানতে চাওয়া হয় শান্তর কাছেই। গতকাল ম্যাচ শেষে সহকারী অধিনায়ক বলেছেন, ‘সেরে উঠছেন, ভালো অবস্থায় আছেন। আমরা আজকের (গতকাল) ম্যাচে তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি, যেহেতু এরপর আরও পাঁচ ম্যাচ বাকি আছে। উন্নতির দিক থেকে অনেকটা ভালোই। আশা করছি, সামনের ম্যাচে খেলবেন।’
অধিনায়ক হিসেবে শান্ত এবারও ভালো ফল আনতে পারেননি। নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে জাতীয় দলের হয়ে প্রথমবার অধিনায়কত্ব করেছিলেন তিনি। এরপর গতকাল করেছেন ভারতের বিপক্ষে। তাঁর নেতৃত্বে দুটি ম্যাচই হেরেছে বাংলাদেশ দল।
বিশ্বকাপে শান্ত নিজেও অনুজ্জ্বল। টানা তিন ম্যাচে হেরেছে দল। তবে এখনো সেমিফাইনালের আশা দেখছেন তিনি। শান্ত বলেছেন, ‘বাকি সব ম্যাচ জেতার জন্যই নামব। এখনো আমাদের সেরা পারফরম্যান্স করতে পারিনি, বিশেষত ব্যাটিংয়ে। অবশ্যই সামনের সব ম্যাচে ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলার চেষ্টা করবেন। এখনো অনেক কিছু করার বাকি। আমাদের একটা ভালো ম্যাচ খেলা দরকার। একটা ম্যাচ মোমেন্টাম বদলে দেবে। এখনো পাঁচ ম্যাচ বাকি। কেউই জানে না। চার-পাঁচটা ম্যাচ জিততেও পারি।’
শান্তর উপলব্ধি, বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্টে ভালো করতে হলে স্পোর্টিং উইকেটে খেলা উচিত তাঁদের। ভালো উইকেটে তাঁদের নাকি কমই খেলা হয়। শান্তর ভাষায়, ‘আমাদের ভালো উইকেটে খেলা উচিত, অনুশীলন করা উচিত। এ রকম (বিশ্বকাপের) স্পোর্টিং উইকেটে যে খেলা, আমাদের তুলনামূলক কম হয়। স্কিলের চেয়ে মানসিক বিষয় গুরুত্বপূর্ণ। দায়িত্ব নেওয়া জরুরি।’

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
৯ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
১১ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৩ ঘণ্টা আগে
দেশে ফেরার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারায় বিসিবির পাশাপাশি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেন এই অলরাউন্ডার। সম্প্রতি আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এস
১৩ ঘণ্টা আগে