নিজস্ব প্রতিবেদক

ঢাকা: আগের দিন টানা বৃষ্টিতে ছয় ম্যাচ ভেসে যাওয়ার পর আজ আবার নতুন সূচিতে খেলা শুরু হয়েছে। নতুন সূচিতে মিরপুরে আজ শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর। মেহেদী হাসান মিরাজদের খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে তাঁরা হারিয়েছে ১৯ রানে।
দুই দলের হয়ে খেলা জাতীয় দলের দুই তারকা মিরাজ ও সাইফ হাসানদের তুলনায় নতুন আর পুরোনোরা যেন একটু বেশিই উজ্জ্বল ছিলেন এই ম্যাচে। আজ টস জিতে প্রাইম দোলেশ্বরকে তাই ব্যাটিংয়ে পাঠান খেলাঘরের অধিনায়ক জহুরুল ইসলাম। শুরুতেই ব্যাটিংয়ে ঝড় তোলেন ইমরান উজ্জামান। যশোরের এই উইকেটকিপার ব্যাটসম্যান ৩ চার ও ৪ ছক্কায় ১৭ বলে করেন ৪০ রান।
প্রাইম দোলেশ্বরের সেই ঝড় থেমে যায় ইমরানের আউটের মধ্যে দিয়ে। ৪.৫ ওভারে এই ব্যাটসম্যান খালেদের বলে উইকেটকিপার জহুরুলকে ক্যাচ দিয়ে ফেরার পর উইকেটে আসেন সাইফ হাসান। ৩৩ বলে করলেন ২৮ রান। টেস্ট দলের ওপেনার কি না সেটি মনে করিয়ে দিতেই সাইফ ব্যাটিং করলেন টেস্ট মেজাজে। তার চেয়ে বড় বিষয়–পুরো ইনিংসজুড়ে একবারই বল সীমানার বাইরে পাঠাতে পেরেছেন একবার। অথচ সাইফের আগেই ২৩৫ এর উপরে স্ট্রাইক রেটে ৪০ রান করে ইমরান উজ্জামান দেখিয়ে দিয়েছিলেন টি–টোয়েন্টিতে কীভাবে ব্যাটিং করতে হয়! ইমরান–সাইফের পর প্রাইম দোলেশ্বরের বলার মতো রান এসেছে মার্শাল আইয়ুবের ব্যাট থেকে। ২০ বলে ২১ রান করেন মার্শাল। ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ করে প্রাইম দোলেশ্বর।
নিজের পছন্দের উইকেট পেয়ে রান আটকে দেওয়ার কাজে দারুণভাবেই সফল হয়েছেন মেহেদী মিরাজ। কারণ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেটা যে এই একই উইকেটেই খেলা হয়েছিল। ২৩ মে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩০ রানে ৪ উইকেট নিয়ে একাই গুঁড়িয়ে দিয়েছিলেন মিরাজ। আজ উইকেটের দেখা না পেলেও ৩ ওভারে ৯ রান দিয়ে বুঝিয়ে দিয়েছেন তিনি কেন ওয়ানডেতে এই মুহূর্তে বিশ্বের সেরা স্পিনার। এমন স্পিনারকে ৪ ওভারের কোটা কেন পূরণ করতে দিলেন না খেলাঘর সমাজকল্যাণের অধিনায়ক জহুরুল–তা তিনিই জানেন।
১৫০ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে প্রাইম দোলেশ্বরের কামরুল ইসলাম রাব্বি, রেজাউর রহমান ও এনামুল হক জুনিয়রদের সামনে সেভাবে সুবিধা করতে পারেনি খেলাঘর সমাজকল্যাণ। শেষ দিকে লেগ স্পিনার রিশাদ হোসেন ১৯ বলে দুই চার ও তিন ছক্কায় ৩৭ রান তুললেও সেটি জয়ের জন্য যথেষ্ট হলো না। ইনিংসের শেষ দুই বলে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এনামুল হক জুনিয়র ফিরিয়েছেন রিশাদ ও ইফরানকে। ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩০ রানেই থেমেছে খেলাঘর সমাজকল্যাণের ইনিংস। ব্যাটিংয়ের পর উইকেটকিপিংয়ে দুটি করে ক্যাচ ও স্ট্যাম্পিং করে ম্যান অব দ্য ম্যাচ ইমরানউজ্জামান একাই!

ঢাকা: আগের দিন টানা বৃষ্টিতে ছয় ম্যাচ ভেসে যাওয়ার পর আজ আবার নতুন সূচিতে খেলা শুরু হয়েছে। নতুন সূচিতে মিরপুরে আজ শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর। মেহেদী হাসান মিরাজদের খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে তাঁরা হারিয়েছে ১৯ রানে।
দুই দলের হয়ে খেলা জাতীয় দলের দুই তারকা মিরাজ ও সাইফ হাসানদের তুলনায় নতুন আর পুরোনোরা যেন একটু বেশিই উজ্জ্বল ছিলেন এই ম্যাচে। আজ টস জিতে প্রাইম দোলেশ্বরকে তাই ব্যাটিংয়ে পাঠান খেলাঘরের অধিনায়ক জহুরুল ইসলাম। শুরুতেই ব্যাটিংয়ে ঝড় তোলেন ইমরান উজ্জামান। যশোরের এই উইকেটকিপার ব্যাটসম্যান ৩ চার ও ৪ ছক্কায় ১৭ বলে করেন ৪০ রান।
প্রাইম দোলেশ্বরের সেই ঝড় থেমে যায় ইমরানের আউটের মধ্যে দিয়ে। ৪.৫ ওভারে এই ব্যাটসম্যান খালেদের বলে উইকেটকিপার জহুরুলকে ক্যাচ দিয়ে ফেরার পর উইকেটে আসেন সাইফ হাসান। ৩৩ বলে করলেন ২৮ রান। টেস্ট দলের ওপেনার কি না সেটি মনে করিয়ে দিতেই সাইফ ব্যাটিং করলেন টেস্ট মেজাজে। তার চেয়ে বড় বিষয়–পুরো ইনিংসজুড়ে একবারই বল সীমানার বাইরে পাঠাতে পেরেছেন একবার। অথচ সাইফের আগেই ২৩৫ এর উপরে স্ট্রাইক রেটে ৪০ রান করে ইমরান উজ্জামান দেখিয়ে দিয়েছিলেন টি–টোয়েন্টিতে কীভাবে ব্যাটিং করতে হয়! ইমরান–সাইফের পর প্রাইম দোলেশ্বরের বলার মতো রান এসেছে মার্শাল আইয়ুবের ব্যাট থেকে। ২০ বলে ২১ রান করেন মার্শাল। ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ করে প্রাইম দোলেশ্বর।
নিজের পছন্দের উইকেট পেয়ে রান আটকে দেওয়ার কাজে দারুণভাবেই সফল হয়েছেন মেহেদী মিরাজ। কারণ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেটা যে এই একই উইকেটেই খেলা হয়েছিল। ২৩ মে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩০ রানে ৪ উইকেট নিয়ে একাই গুঁড়িয়ে দিয়েছিলেন মিরাজ। আজ উইকেটের দেখা না পেলেও ৩ ওভারে ৯ রান দিয়ে বুঝিয়ে দিয়েছেন তিনি কেন ওয়ানডেতে এই মুহূর্তে বিশ্বের সেরা স্পিনার। এমন স্পিনারকে ৪ ওভারের কোটা কেন পূরণ করতে দিলেন না খেলাঘর সমাজকল্যাণের অধিনায়ক জহুরুল–তা তিনিই জানেন।
১৫০ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে প্রাইম দোলেশ্বরের কামরুল ইসলাম রাব্বি, রেজাউর রহমান ও এনামুল হক জুনিয়রদের সামনে সেভাবে সুবিধা করতে পারেনি খেলাঘর সমাজকল্যাণ। শেষ দিকে লেগ স্পিনার রিশাদ হোসেন ১৯ বলে দুই চার ও তিন ছক্কায় ৩৭ রান তুললেও সেটি জয়ের জন্য যথেষ্ট হলো না। ইনিংসের শেষ দুই বলে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এনামুল হক জুনিয়র ফিরিয়েছেন রিশাদ ও ইফরানকে। ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩০ রানেই থেমেছে খেলাঘর সমাজকল্যাণের ইনিংস। ব্যাটিংয়ের পর উইকেটকিপিংয়ে দুটি করে ক্যাচ ও স্ট্যাম্পিং করে ম্যান অব দ্য ম্যাচ ইমরানউজ্জামান একাই!

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৫ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৫ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৯ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১০ ঘণ্টা আগে