
গুঞ্জনটা আগে থেকেই ছিল। এর মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের কোচ হিসেবে রবি শাস্ত্রির চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়ায় সেটা আরও ডালপালা মেলে। একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বিশ্বকাপের পর বিরাট কোহলিদের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়।
এর আগেও দ্রাবিড়কে ভারতের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তখন রাজি না হলেও এবার আর না করতে পারেননি ‘দ্য ওয়াল’। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গতকাল দুবাইয়ে আইপিএল ফাইনাল চলাকালেই দ্রাবিড়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সচিব জয় শাহ। সেখানে দীর্ঘ আলোচনা হয় তাঁদের মধ্যে। এর পরই ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে নিশ্চিত করে, শাস্ত্রির জায়গায় কোহলিদের দায়িত্ব নিচ্ছেন দ্রাবিড়।
টাইমস অব ইন্ডিয়াকে আরও জানিয়েছে, চুক্তি অনুযায়ী বছরে দ্রাবিড়ের বেতন হবে ১০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি ৪১ লাখ টাকা)। আগামী ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের হেড কোচ হিসেবে কাজ করবেন দ্রাবিড়। এই সময়কালে তাঁর অধীনে তিনটি আইসিসি টুর্নামেন্ট খেলবে ভারত।
এসব ব্যাপারে বিসিসিআইয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘ভারতীয় জাতীয় দলের পরবর্তী কোচ হিসেবে দ্রাবিড় চূড়ান্ত হয়েছেন। তিনি দ্রুতই এনসিএ (ন্যাশনাল ক্রিকেট একাডেমি) প্রধানের পদ থেকে পদত্যাগ করবেন।’
গত দুই বছর ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান হিসেবে কাজ করেছেন দ্রাবিড়। এর আগে দুই দফায় জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন তিনি। ভারতের সর্বশেষ শ্রীলঙ্কা সফরে শিখর ধাওয়ানদের কোচ ছিলেন দ্রাবিড়।

গুঞ্জনটা আগে থেকেই ছিল। এর মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের কোচ হিসেবে রবি শাস্ত্রির চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়ায় সেটা আরও ডালপালা মেলে। একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বিশ্বকাপের পর বিরাট কোহলিদের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়।
এর আগেও দ্রাবিড়কে ভারতের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তখন রাজি না হলেও এবার আর না করতে পারেননি ‘দ্য ওয়াল’। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গতকাল দুবাইয়ে আইপিএল ফাইনাল চলাকালেই দ্রাবিড়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সচিব জয় শাহ। সেখানে দীর্ঘ আলোচনা হয় তাঁদের মধ্যে। এর পরই ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে নিশ্চিত করে, শাস্ত্রির জায়গায় কোহলিদের দায়িত্ব নিচ্ছেন দ্রাবিড়।
টাইমস অব ইন্ডিয়াকে আরও জানিয়েছে, চুক্তি অনুযায়ী বছরে দ্রাবিড়ের বেতন হবে ১০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি ৪১ লাখ টাকা)। আগামী ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের হেড কোচ হিসেবে কাজ করবেন দ্রাবিড়। এই সময়কালে তাঁর অধীনে তিনটি আইসিসি টুর্নামেন্ট খেলবে ভারত।
এসব ব্যাপারে বিসিসিআইয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘ভারতীয় জাতীয় দলের পরবর্তী কোচ হিসেবে দ্রাবিড় চূড়ান্ত হয়েছেন। তিনি দ্রুতই এনসিএ (ন্যাশনাল ক্রিকেট একাডেমি) প্রধানের পদ থেকে পদত্যাগ করবেন।’
গত দুই বছর ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান হিসেবে কাজ করেছেন দ্রাবিড়। এর আগে দুই দফায় জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন তিনি। ভারতের সর্বশেষ শ্রীলঙ্কা সফরে শিখর ধাওয়ানদের কোচ ছিলেন দ্রাবিড়।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
২ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
৫ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৬ ঘণ্টা আগে
দেশে ফেরার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারায় বিসিবির পাশাপাশি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেন এই অলরাউন্ডার। সম্প্রতি আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এস
৭ ঘণ্টা আগে