
গুঞ্জনটা আগে থেকেই ছিল। এর মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের কোচ হিসেবে রবি শাস্ত্রির চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়ায় সেটা আরও ডালপালা মেলে। একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বিশ্বকাপের পর বিরাট কোহলিদের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়।
এর আগেও দ্রাবিড়কে ভারতের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তখন রাজি না হলেও এবার আর না করতে পারেননি ‘দ্য ওয়াল’। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গতকাল দুবাইয়ে আইপিএল ফাইনাল চলাকালেই দ্রাবিড়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সচিব জয় শাহ। সেখানে দীর্ঘ আলোচনা হয় তাঁদের মধ্যে। এর পরই ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে নিশ্চিত করে, শাস্ত্রির জায়গায় কোহলিদের দায়িত্ব নিচ্ছেন দ্রাবিড়।
টাইমস অব ইন্ডিয়াকে আরও জানিয়েছে, চুক্তি অনুযায়ী বছরে দ্রাবিড়ের বেতন হবে ১০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি ৪১ লাখ টাকা)। আগামী ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের হেড কোচ হিসেবে কাজ করবেন দ্রাবিড়। এই সময়কালে তাঁর অধীনে তিনটি আইসিসি টুর্নামেন্ট খেলবে ভারত।
এসব ব্যাপারে বিসিসিআইয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘ভারতীয় জাতীয় দলের পরবর্তী কোচ হিসেবে দ্রাবিড় চূড়ান্ত হয়েছেন। তিনি দ্রুতই এনসিএ (ন্যাশনাল ক্রিকেট একাডেমি) প্রধানের পদ থেকে পদত্যাগ করবেন।’
গত দুই বছর ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান হিসেবে কাজ করেছেন দ্রাবিড়। এর আগে দুই দফায় জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন তিনি। ভারতের সর্বশেষ শ্রীলঙ্কা সফরে শিখর ধাওয়ানদের কোচ ছিলেন দ্রাবিড়।

গুঞ্জনটা আগে থেকেই ছিল। এর মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের কোচ হিসেবে রবি শাস্ত্রির চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়ায় সেটা আরও ডালপালা মেলে। একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বিশ্বকাপের পর বিরাট কোহলিদের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়।
এর আগেও দ্রাবিড়কে ভারতের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তখন রাজি না হলেও এবার আর না করতে পারেননি ‘দ্য ওয়াল’। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গতকাল দুবাইয়ে আইপিএল ফাইনাল চলাকালেই দ্রাবিড়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সচিব জয় শাহ। সেখানে দীর্ঘ আলোচনা হয় তাঁদের মধ্যে। এর পরই ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে নিশ্চিত করে, শাস্ত্রির জায়গায় কোহলিদের দায়িত্ব নিচ্ছেন দ্রাবিড়।
টাইমস অব ইন্ডিয়াকে আরও জানিয়েছে, চুক্তি অনুযায়ী বছরে দ্রাবিড়ের বেতন হবে ১০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি ৪১ লাখ টাকা)। আগামী ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের হেড কোচ হিসেবে কাজ করবেন দ্রাবিড়। এই সময়কালে তাঁর অধীনে তিনটি আইসিসি টুর্নামেন্ট খেলবে ভারত।
এসব ব্যাপারে বিসিসিআইয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘ভারতীয় জাতীয় দলের পরবর্তী কোচ হিসেবে দ্রাবিড় চূড়ান্ত হয়েছেন। তিনি দ্রুতই এনসিএ (ন্যাশনাল ক্রিকেট একাডেমি) প্রধানের পদ থেকে পদত্যাগ করবেন।’
গত দুই বছর ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান হিসেবে কাজ করেছেন দ্রাবিড়। এর আগে দুই দফায় জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন তিনি। ভারতের সর্বশেষ শ্রীলঙ্কা সফরে শিখর ধাওয়ানদের কোচ ছিলেন দ্রাবিড়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আজকের মধ্যে বিসিবিকে জানাতে হবে, তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকে এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি। গতকাল রাতেই বিসিবির নীতি-নির্ধারকদের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসার কথা ছিল।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বৃহস্পতিবারের মধ্যে বিসিবিকে জানাতে হবে তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকেই এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি, আজ রাতেই বিসিবির নীতিনির্ধারকেরা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসেছিলেন।
৬ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে বিপিএল ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। তবে প্রথম কোয়ালিফায়ারের সেই ম্যাচ হারের পরও ফের সুযোগ পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশের হাতে মাত্র ২৪ ঘণ্টা। আগামীকাল দুবাই সময় বিকেল ৫টার মধ্যে বিসিবি জানিয়ে দিতে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না। এই ইস্যুতে শুরু থেকে বিসিবি এগোচ্ছে সরকারের নির্দেশনা মেনে। আজকের বোর্ড সভা শেষে আইসিসি জানিয়ে দিয়েছে, বিসিবি তাদের সরকারের সঙ্গে আলোচনা করে যেন এক দিনের মধ্যে জানায়
১০ ঘণ্টা আগে