
ড্রয়ের পথেই কি এগোচ্ছে পাল্লেকেলে টেস্ট? প্রথম তিন দিনেও শেষ হলো না দুই দলের প্রথম ইনিংস। উইকেট পড়েছে মোটে ১০টি। তবে তৃতীয় দিনেও এগিয়ে থেকে খেলা শেষ করেছে বাংলাদেশ। মুমিনুলরা এগিয়ে ৩১২ রানে। ৭ উইকেট হাতে রেখে চতুর্থ দিনের খেলা শুরু করবে শ্রীলঙ্কা ।
আবু জাহেদ আর তাসকিন আহমেদ শুরুতে খানিকটা অস্বস্তিতেও ফেলেছিলেন দুই শ্রীলঙ্কান ওপেনারকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে স্বচ্ছন্দ হয়েছেন লঙ্কান ব্যাটসম্যানরা । ১১তম ওভারে ইবাদত হোসেনকে দুটি চার মেরে খোলস থেকে বের হন লাহিরু থিরিমান্নে। উইকেটের সঙ্গে মানিয়ে নিতে সময় নেননি দিমুথ করুনারত্নেও।
বোলিংয়ের শুরুর ধার করে রাখতে পারেননি পেসাররা। উইকেটের আচরণ বুঝে আক্রমণে আসেন স্পিনাররা। দুই স্পিনার মেহেদি হাসান মিরাজ আর তাইজুল ইসলাম দারুণ টার্ন পাচ্ছিলেন উইকেট থেকে। এই টার্নেই এলবিডব্লুর ফাঁদে ফেলে থিরিমান্নেকে (৫৮) ফিরিয়েছেন মিরাজ। রিভিউ নিয়েও তাঁর শেষ রক্ষা হয়নি।
নতুন ব্যাটসমান ওসাদা ফার্নান্দোকে নিয়ে আবারও বড় জুটি গড়ার লক্ষ্যে এগোচ্ছিলেন লঙ্কান অধিনায়ক দিমুথ। জুটি ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই দলীয় ১৬১ রানে ওসাদাকে (২০) উইকেটের পেছনে ক্যাচ বানান তাসকিন। এর আগে ফিফটি তুলে নেন করুনারত্নে। উইকেটে থিতু হতে পারেনি আঞ্জোলো ম্যাথুসও । ২৫ রানে তাইজুলের বলে লাইন মিস করে বোল্ড হয়ে ফিরে যান তিনি। দিনের বাকি সময় আর কোনো সাফল্য পায়নি বাংলাদেশ। ধনঞ্জয়া ডি সিলভা ২৬ রানে ও করুনাওরত্নে ৮৫ রানে অপরাজিত আছেন। দিনশেষে ৩ উইকেটে শ্রীলঙ্কার স্কোর ২২৯ ।
বৃষ্টি আর আলোক স্বল্পতায় ২০ ওভারের মতো খেলা মাঠে গড়ায়নি কাল । তৃতীয় দিনে তাই নির্ধারিত সময়ের খানিক আগেই শুরু হয় খেলা। আগের দিনের ৪ উইকেটে ৪৭৪ নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। আজ স্কোর বোর্ডে যোগ করে আরও ৬৭ রান। ৫৪১ রানে ইনিংস ঘোষণা করে মুমিনুল হকের দল, যেটি তৃতীয়বারের মতো লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের ইনিংস ঘোষণা।
দ্রুত রান তোলার পরিকল্পনা নিয়েই উইকেটে আসে দুই অপরাজিত ব্যাটসমান মুশফিক ও লিটন। মুশফিকুর কিছুটা দেখেশুনে খেললেও লিটন ছিলেন বেশ হাতে খুলে। ধনঞ্জয়া ডি সিলভার করা দিনের প্রথম ওভারের শেষ দুই বলে চার মারেন লিটন। তবে বেশি দূর এগোতে পারেননি তিনি। এর আগে ফিফটি পেয়েছেন মুশফিকুর রহিম। লিটনের আউটের দ্রুতই ফিরে যান মিরাজ আর লিটন। ৬৮ রানে অপরাজিত মুশফিক।
বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালোভাবেই তাঁদের দায়িত্ব পালন করেছেন। বাকি কাজটা বোলারদের।

ড্রয়ের পথেই কি এগোচ্ছে পাল্লেকেলে টেস্ট? প্রথম তিন দিনেও শেষ হলো না দুই দলের প্রথম ইনিংস। উইকেট পড়েছে মোটে ১০টি। তবে তৃতীয় দিনেও এগিয়ে থেকে খেলা শেষ করেছে বাংলাদেশ। মুমিনুলরা এগিয়ে ৩১২ রানে। ৭ উইকেট হাতে রেখে চতুর্থ দিনের খেলা শুরু করবে শ্রীলঙ্কা ।
আবু জাহেদ আর তাসকিন আহমেদ শুরুতে খানিকটা অস্বস্তিতেও ফেলেছিলেন দুই শ্রীলঙ্কান ওপেনারকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে স্বচ্ছন্দ হয়েছেন লঙ্কান ব্যাটসম্যানরা । ১১তম ওভারে ইবাদত হোসেনকে দুটি চার মেরে খোলস থেকে বের হন লাহিরু থিরিমান্নে। উইকেটের সঙ্গে মানিয়ে নিতে সময় নেননি দিমুথ করুনারত্নেও।
বোলিংয়ের শুরুর ধার করে রাখতে পারেননি পেসাররা। উইকেটের আচরণ বুঝে আক্রমণে আসেন স্পিনাররা। দুই স্পিনার মেহেদি হাসান মিরাজ আর তাইজুল ইসলাম দারুণ টার্ন পাচ্ছিলেন উইকেট থেকে। এই টার্নেই এলবিডব্লুর ফাঁদে ফেলে থিরিমান্নেকে (৫৮) ফিরিয়েছেন মিরাজ। রিভিউ নিয়েও তাঁর শেষ রক্ষা হয়নি।
নতুন ব্যাটসমান ওসাদা ফার্নান্দোকে নিয়ে আবারও বড় জুটি গড়ার লক্ষ্যে এগোচ্ছিলেন লঙ্কান অধিনায়ক দিমুথ। জুটি ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই দলীয় ১৬১ রানে ওসাদাকে (২০) উইকেটের পেছনে ক্যাচ বানান তাসকিন। এর আগে ফিফটি তুলে নেন করুনারত্নে। উইকেটে থিতু হতে পারেনি আঞ্জোলো ম্যাথুসও । ২৫ রানে তাইজুলের বলে লাইন মিস করে বোল্ড হয়ে ফিরে যান তিনি। দিনের বাকি সময় আর কোনো সাফল্য পায়নি বাংলাদেশ। ধনঞ্জয়া ডি সিলভা ২৬ রানে ও করুনাওরত্নে ৮৫ রানে অপরাজিত আছেন। দিনশেষে ৩ উইকেটে শ্রীলঙ্কার স্কোর ২২৯ ।
বৃষ্টি আর আলোক স্বল্পতায় ২০ ওভারের মতো খেলা মাঠে গড়ায়নি কাল । তৃতীয় দিনে তাই নির্ধারিত সময়ের খানিক আগেই শুরু হয় খেলা। আগের দিনের ৪ উইকেটে ৪৭৪ নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। আজ স্কোর বোর্ডে যোগ করে আরও ৬৭ রান। ৫৪১ রানে ইনিংস ঘোষণা করে মুমিনুল হকের দল, যেটি তৃতীয়বারের মতো লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের ইনিংস ঘোষণা।
দ্রুত রান তোলার পরিকল্পনা নিয়েই উইকেটে আসে দুই অপরাজিত ব্যাটসমান মুশফিক ও লিটন। মুশফিকুর কিছুটা দেখেশুনে খেললেও লিটন ছিলেন বেশ হাতে খুলে। ধনঞ্জয়া ডি সিলভার করা দিনের প্রথম ওভারের শেষ দুই বলে চার মারেন লিটন। তবে বেশি দূর এগোতে পারেননি তিনি। এর আগে ফিফটি পেয়েছেন মুশফিকুর রহিম। লিটনের আউটের দ্রুতই ফিরে যান মিরাজ আর লিটন। ৬৮ রানে অপরাজিত মুশফিক।
বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালোভাবেই তাঁদের দায়িত্ব পালন করেছেন। বাকি কাজটা বোলারদের।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১২ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১২ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৭ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৭ ঘণ্টা আগে