ক্রীড়া ডেস্ক

পাকিস্তানের সঙ্গে হাত মেলায়নি ভারত। সেই বিতর্কের রেশ এখনো কাটেনি বলা যায়। ভারতের কাছে বাজেভাবে হারের পর এশিয়া কাপে খাদের কিনারায় দাঁড়িয়ে পাকিস্তান। সুপার ফোরে যেতে হলে আজ আরব আমিরাতকে হারানোর বিকল্প নেই তাদের সামনে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।
যদিও পাকিস্তানকে ফেবারিট হিসেবে ধরা হচ্ছে। কারণ, এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজে আরব আমিরাতকে দুবার হারিয়েছে তারা। কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে পারবে কি? হারলেই যেহেতু বিদায়, তাই ম্যাচটি নকআউট হিসেবে দাঁড়িয়েছে।
পাকিস্তানের মতো আমিরাতও ওমানের বিপক্ষে পেয়েছে দাপুটে জয়। আর সেই জয় নিশ্চিত করেছে ভারতের সুপার ফোরে খেলা। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ খেলে জয় না পেলেও হারানোর সক্ষমতা আছে আমিরাতের। ত্রিদেশীয় সিরিজে অনেকটা কাছাকাছি গিয়ে হেরেছে তারা। দুই ওপেনার মুহাম্মদ ওয়াসিম ও আলিশান শারাফু তাদের জন্য আস্থার নাম।
বোলিংয়ে ভালো করতে পারলে অঘটন ঘটিয়ে ফেলতে পারে আমিরাত। দলটির প্রধান কোচ লালচাঁদ রাজপুত বলেন, ‘জিতলে সব সময় ভালো লাগে। সেটা ধরে রাখতে হবে আমাদের। সবচেয়ে ভালো দিকটা হলো আমরা পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে খেলেছি, তাই নিজেদের অবস্থান সম্পর্কে অবগত আমরা। শুধু একটা ভালো পারফরম্যান্স আমাদের নিয়ে যাবে সুপার ফোরে। নিজেদের সেরা ক্রিকেটটা খেলার চেষ্টা করব। কারণ, এটি আমাদের জন্য বাঁচা-মরার লড়াই। সুপার ফোরে পৌঁছানো আমাদের জন্য বিশাল ব্যাপার।’
পাকিস্তানের ব্যাটিং অবশ্য সেভাবে আলো ছড়াতে পারেনি এখনো। ওমানের মতো দলের বিপক্ষেও ১৬০ রানে থেমে যায়। ভারতের কাছে তো দাঁড়ানোর সুযোগই পায়নি তারা। পরপর দুই ইনিংসে গোল্ডেন ডাক মারা সায়েম আইয়ুব অবশ্য বল হাতে কার্যকরী। ক্যারম বল ও অফ স্পিনে নাকাল করছেন ব্যাটারদের। ৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনে আছেন। তাঁর সঙ্গে মোহাম্মদ নওয়াজের জুটিও জমেছে বেশ। পেসার শাহিন শাহ আফ্রিদি তাঁর সেরা রূপে ফিরে এলে আহত পাকিস্তান জেগে উঠতে পারে আবারও।

পাকিস্তানের সঙ্গে হাত মেলায়নি ভারত। সেই বিতর্কের রেশ এখনো কাটেনি বলা যায়। ভারতের কাছে বাজেভাবে হারের পর এশিয়া কাপে খাদের কিনারায় দাঁড়িয়ে পাকিস্তান। সুপার ফোরে যেতে হলে আজ আরব আমিরাতকে হারানোর বিকল্প নেই তাদের সামনে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।
যদিও পাকিস্তানকে ফেবারিট হিসেবে ধরা হচ্ছে। কারণ, এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজে আরব আমিরাতকে দুবার হারিয়েছে তারা। কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে পারবে কি? হারলেই যেহেতু বিদায়, তাই ম্যাচটি নকআউট হিসেবে দাঁড়িয়েছে।
পাকিস্তানের মতো আমিরাতও ওমানের বিপক্ষে পেয়েছে দাপুটে জয়। আর সেই জয় নিশ্চিত করেছে ভারতের সুপার ফোরে খেলা। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ খেলে জয় না পেলেও হারানোর সক্ষমতা আছে আমিরাতের। ত্রিদেশীয় সিরিজে অনেকটা কাছাকাছি গিয়ে হেরেছে তারা। দুই ওপেনার মুহাম্মদ ওয়াসিম ও আলিশান শারাফু তাদের জন্য আস্থার নাম।
বোলিংয়ে ভালো করতে পারলে অঘটন ঘটিয়ে ফেলতে পারে আমিরাত। দলটির প্রধান কোচ লালচাঁদ রাজপুত বলেন, ‘জিতলে সব সময় ভালো লাগে। সেটা ধরে রাখতে হবে আমাদের। সবচেয়ে ভালো দিকটা হলো আমরা পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে খেলেছি, তাই নিজেদের অবস্থান সম্পর্কে অবগত আমরা। শুধু একটা ভালো পারফরম্যান্স আমাদের নিয়ে যাবে সুপার ফোরে। নিজেদের সেরা ক্রিকেটটা খেলার চেষ্টা করব। কারণ, এটি আমাদের জন্য বাঁচা-মরার লড়াই। সুপার ফোরে পৌঁছানো আমাদের জন্য বিশাল ব্যাপার।’
পাকিস্তানের ব্যাটিং অবশ্য সেভাবে আলো ছড়াতে পারেনি এখনো। ওমানের মতো দলের বিপক্ষেও ১৬০ রানে থেমে যায়। ভারতের কাছে তো দাঁড়ানোর সুযোগই পায়নি তারা। পরপর দুই ইনিংসে গোল্ডেন ডাক মারা সায়েম আইয়ুব অবশ্য বল হাতে কার্যকরী। ক্যারম বল ও অফ স্পিনে নাকাল করছেন ব্যাটারদের। ৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনে আছেন। তাঁর সঙ্গে মোহাম্মদ নওয়াজের জুটিও জমেছে বেশ। পেসার শাহিন শাহ আফ্রিদি তাঁর সেরা রূপে ফিরে এলে আহত পাকিস্তান জেগে উঠতে পারে আবারও।

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
৪ মিনিট আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
৪১ মিনিট আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
১ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
২ ঘণ্টা আগে