নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ না খেলেই দেশে ফিরছেন মুশফিকুর রহিম। দেশে ফিরে তিনি ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে পারেন। মুশফিকের ফেরার বিষয়টি আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আগস্টের প্রথম সপ্তাহে শুরু হওয়া পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে খেলতে হলে মুশফিককে হয় জিম্বাবুয়েতে দলের সঙ্গে থেকে যেতে হতো, না হয় ওয়ানডে সিরিজের শুরুতে কিংবা মাঝপথে দেশে ফিরতে হতো। মুশফিক বেছে নিলেন শেষেরটাই।
বিসিবি যদিও জানিয়েছে, পারিবারিক কারণেই সফরের মাঝপথে মুশফিকের দেশে ফেরা। তিনি আজই দেশের উদ্দেশে হারারে থেকে রওনা দেবেন। ১৬ জুলাই থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না দেশের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যানের।
মুশফিক জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজটা খেলতে চেয়েছিলেন। তিনি ছুটি চেয়েছিলেন শুধু টি–টোয়েন্টি সিরিজ থেকে। এর পেছনে মুশফিকের যুক্তি ছিল, কদিন বিশ্রাম নিয়ে ফুরফুরে মেজাজে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে ফিরবেন। কিন্তু জটিলতা তৈরি হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কড়া শর্তে।
এরই মধ্যে সিএ বিসিবিকে জানিয়ে দিয়েছে, জৈব সুরক্ষাবলয় থেকে বাংলাদেশ দলের কেউ একবার বের হয়ে গেলে তাঁকে সিরিজের আগে অন্তত ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এই নিয়মের ব্যত্যয় হলে কোনো ক্রিকেটার সুরক্ষাবলয়ে প্রবেশ করতে পারবেন না। এখানেই আটকে যাচ্ছিলেন মুশফিক। জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ জুলাই শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হবে ২০ জুলাই। মুশফিক যদি সিরিজ শেষেই দেশে ফেরেন, ফিরতে হবে ২২ জুলাই। ওই দিন থেকেও যদি ১০ দিনের কোয়ারেন্টিন শুরু করেন, শেষ হবে ১ আগস্ট। সে রকম হলে তাঁকে অস্ট্রেলিয়া সফর মিস করতে হতো।
এখন অস্ট্রেলিয়া সিরিজ খেলতে জিম্বাবুয়ের বিপক্ষে বাকি ম্যাচগুলো জলাঞ্জলি দিতে হলো মুশফিককে। যদিও তাঁর ফেরার কারণটা ‘পারিবারিক’ বলেছে বিসিবি। মুশফিক ও তাঁর পরিবারের গোপনীয়তার প্রতি সম্মান জানাতে অনুরোধ জানিয়েছে বিসিবি।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ না খেলেই দেশে ফিরছেন মুশফিকুর রহিম। দেশে ফিরে তিনি ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে পারেন। মুশফিকের ফেরার বিষয়টি আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আগস্টের প্রথম সপ্তাহে শুরু হওয়া পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে খেলতে হলে মুশফিককে হয় জিম্বাবুয়েতে দলের সঙ্গে থেকে যেতে হতো, না হয় ওয়ানডে সিরিজের শুরুতে কিংবা মাঝপথে দেশে ফিরতে হতো। মুশফিক বেছে নিলেন শেষেরটাই।
বিসিবি যদিও জানিয়েছে, পারিবারিক কারণেই সফরের মাঝপথে মুশফিকের দেশে ফেরা। তিনি আজই দেশের উদ্দেশে হারারে থেকে রওনা দেবেন। ১৬ জুলাই থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না দেশের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যানের।
মুশফিক জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজটা খেলতে চেয়েছিলেন। তিনি ছুটি চেয়েছিলেন শুধু টি–টোয়েন্টি সিরিজ থেকে। এর পেছনে মুশফিকের যুক্তি ছিল, কদিন বিশ্রাম নিয়ে ফুরফুরে মেজাজে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে ফিরবেন। কিন্তু জটিলতা তৈরি হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কড়া শর্তে।
এরই মধ্যে সিএ বিসিবিকে জানিয়ে দিয়েছে, জৈব সুরক্ষাবলয় থেকে বাংলাদেশ দলের কেউ একবার বের হয়ে গেলে তাঁকে সিরিজের আগে অন্তত ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এই নিয়মের ব্যত্যয় হলে কোনো ক্রিকেটার সুরক্ষাবলয়ে প্রবেশ করতে পারবেন না। এখানেই আটকে যাচ্ছিলেন মুশফিক। জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ জুলাই শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হবে ২০ জুলাই। মুশফিক যদি সিরিজ শেষেই দেশে ফেরেন, ফিরতে হবে ২২ জুলাই। ওই দিন থেকেও যদি ১০ দিনের কোয়ারেন্টিন শুরু করেন, শেষ হবে ১ আগস্ট। সে রকম হলে তাঁকে অস্ট্রেলিয়া সফর মিস করতে হতো।
এখন অস্ট্রেলিয়া সিরিজ খেলতে জিম্বাবুয়ের বিপক্ষে বাকি ম্যাচগুলো জলাঞ্জলি দিতে হলো মুশফিককে। যদিও তাঁর ফেরার কারণটা ‘পারিবারিক’ বলেছে বিসিবি। মুশফিক ও তাঁর পরিবারের গোপনীয়তার প্রতি সম্মান জানাতে অনুরোধ জানিয়েছে বিসিবি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে ভারত। তিলক ভার্মার পর বিশ্বকাপ দলের আরেক ক্রিকেটারকে নিয়ে দুশ্চিন্তায় ভারত। চোটে পড়ায় ওয়ানডে সিরিজ শেষ ওয়াশিংটন সুন্দরের।
২০ মিনিট আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জিরো টলারেন্স নীতিতে হাঁটছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এরই মধ্যে সন্দেহের জেরে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে দুর্নীতি দমন ইউনিটের কার্যক্রমের ধরনে বিরক্ত ঢাকা ক্যাপিটালসের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এমনকি বিপিএলের মাঝপথ
১ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
২ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
৩ ঘণ্টা আগে