নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লিটন দাস আর তামিম ইকবাল মিলে গেলেন এক বিন্দুতে। বাংলাদেশের দুই ওপেনার সর্বশেষ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন গত বছরের মার্চে দেশের মাঠে হওয়া জিম্বাবুয়ে সিরিজে। লিটন হারারেতে সিরিজের প্রথম ওয়ানডেতেই লম্বা বিরতির পর তিন অঙ্কের দেখা পেয়েছেন। আজ একই মাঠে তামিমও সেঞ্চুরিখরা ঘোচালেন সেই জিম্বাবুয়েকে দিয়েই। ওয়ানডেতে এটিই তামিমের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে তামিমের এটা প্রথম সেঞ্চুরি।
জিম্বাবুয়ের দেওয়া ২৯৯ রানের লক্ষ্য ব্যাটিং করতে নেমে ৮৭ বলে ওয়ানডে ক্যারিয়ারের ১৪ তম সেঞ্চুরির দেখা পেয়েছেন তামিম। এটিই তামিমেরসবচেয়ে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি। তাঁর আগের দ্রুততম সেঞ্চুরিটা ছিল ৯৪ বলে, ২০১০ সালে করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি সাকিব আল হাসানের। জিম্বাবুয়ের বিপক্ষেই সাকিব সেঞ্চুরি করেছিলেন ৬৩ বলে।
২৯৯ রানের বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন তামিম–লিটন। ওপেনিং জুটিতেই আসে ৮৮ রান। ৪৬ বলে ওয়ানডে ক্যারিয়ারের ৫২ তম ফিফটি করেন তামিম। মাধিভেরের বলে আউট হওয়ার আগে লিটন করেছেন লিটন ৩২ রান।
দ্বিতীয় উইকেট জুটিতে সাকিব ও তামিম দলকে জয়ের কক্ষপথে রাখেন। কোনো ঝুঁকি না নিয়ে এগোতে থাকেন দুই তারকা ব্যাটসম্যান। দ্বিতীয় উইকেট জুটিতে গড়েন ৫৯ রান। জঙ্গুয়ের বলে উইকেটকিপার চাকাভার ক্যাচ হওয়ার আগে সাকিব করেছেন ৩০ রানে। যদিও আউটটা নিয়ে সাকিবের অসন্তুষ্টি ছিল।
তামিম অবশ্য অন্য প্রান্তে অবিচল ছিলেন। স্বচ্ছন্দ ব্যাটিংয়ে এগোনো তামিম সবচেয়ে বেশি রান পেয়েছেন ফ্লিক শটে। মিড উইকেট, ডিপ মিড উইকেট, স্কয়ার লেগ, ফাইন লেগ অঞ্চলে থেকেই রান তুলেছেন ৫৫ শতাংশ। গত কিছুদিনে সাদা বলের ক্রিকেটে তাঁকে যে স্ট্রাইকরেট নিয়ে এত কথা শুনতে হয়েছে, আজ তামিমের ব্যাটিং যেন সব সমালোচনার জবাবই দিল। ত্রিপানোকে খোঁচা দিয়ে চাকাভার গ্লাভসে ধরা পড়ার আগে আট চার, তিন ছক্কায় ৯৭ বলে করে গেছেন ১১২ রান। স্ট্রাইকরেট ১১৫.৪৬।
তামিম ফিরতেই একটু বিপাকে পড়েছে বাংলাদেশ। পরের বলেই একইভাবে আউট নিজের ২০০ তম ওয়ানডে খেলতে নামা মাহমুদউল্লাহ (০)। ৩৭ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ২২৪ রান। আরও দরকার ৭৮ বলে ৭৫ রান।
ওয়ানডে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি
| ব্যাটসম্যান | বল | প্রতিপক্ষ | সাল |
| সাকিব আল হাসান | ৬৩ | জিম্বাবুয়ে | ২০০৯ |
| সাকিব আল হাসান | ৬৮ | জিম্বাবুয়ে | ২০০৯–১০ |
| মুশফিকুর রহিম | ৬৯ | পাকিস্তান | ২০১৪–১৫ |
| সৌম্য সরকার | ৮১ | জিম্বাবুয়ে | ২০১৮–১৯ |
| সাকিব আল হাসান | ৮৩ | ওয়েস্ট ইন্ডিজ | ২০১৯ |

লিটন দাস আর তামিম ইকবাল মিলে গেলেন এক বিন্দুতে। বাংলাদেশের দুই ওপেনার সর্বশেষ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন গত বছরের মার্চে দেশের মাঠে হওয়া জিম্বাবুয়ে সিরিজে। লিটন হারারেতে সিরিজের প্রথম ওয়ানডেতেই লম্বা বিরতির পর তিন অঙ্কের দেখা পেয়েছেন। আজ একই মাঠে তামিমও সেঞ্চুরিখরা ঘোচালেন সেই জিম্বাবুয়েকে দিয়েই। ওয়ানডেতে এটিই তামিমের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে তামিমের এটা প্রথম সেঞ্চুরি।
জিম্বাবুয়ের দেওয়া ২৯৯ রানের লক্ষ্য ব্যাটিং করতে নেমে ৮৭ বলে ওয়ানডে ক্যারিয়ারের ১৪ তম সেঞ্চুরির দেখা পেয়েছেন তামিম। এটিই তামিমেরসবচেয়ে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি। তাঁর আগের দ্রুততম সেঞ্চুরিটা ছিল ৯৪ বলে, ২০১০ সালে করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি সাকিব আল হাসানের। জিম্বাবুয়ের বিপক্ষেই সাকিব সেঞ্চুরি করেছিলেন ৬৩ বলে।
২৯৯ রানের বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন তামিম–লিটন। ওপেনিং জুটিতেই আসে ৮৮ রান। ৪৬ বলে ওয়ানডে ক্যারিয়ারের ৫২ তম ফিফটি করেন তামিম। মাধিভেরের বলে আউট হওয়ার আগে লিটন করেছেন লিটন ৩২ রান।
দ্বিতীয় উইকেট জুটিতে সাকিব ও তামিম দলকে জয়ের কক্ষপথে রাখেন। কোনো ঝুঁকি না নিয়ে এগোতে থাকেন দুই তারকা ব্যাটসম্যান। দ্বিতীয় উইকেট জুটিতে গড়েন ৫৯ রান। জঙ্গুয়ের বলে উইকেটকিপার চাকাভার ক্যাচ হওয়ার আগে সাকিব করেছেন ৩০ রানে। যদিও আউটটা নিয়ে সাকিবের অসন্তুষ্টি ছিল।
তামিম অবশ্য অন্য প্রান্তে অবিচল ছিলেন। স্বচ্ছন্দ ব্যাটিংয়ে এগোনো তামিম সবচেয়ে বেশি রান পেয়েছেন ফ্লিক শটে। মিড উইকেট, ডিপ মিড উইকেট, স্কয়ার লেগ, ফাইন লেগ অঞ্চলে থেকেই রান তুলেছেন ৫৫ শতাংশ। গত কিছুদিনে সাদা বলের ক্রিকেটে তাঁকে যে স্ট্রাইকরেট নিয়ে এত কথা শুনতে হয়েছে, আজ তামিমের ব্যাটিং যেন সব সমালোচনার জবাবই দিল। ত্রিপানোকে খোঁচা দিয়ে চাকাভার গ্লাভসে ধরা পড়ার আগে আট চার, তিন ছক্কায় ৯৭ বলে করে গেছেন ১১২ রান। স্ট্রাইকরেট ১১৫.৪৬।
তামিম ফিরতেই একটু বিপাকে পড়েছে বাংলাদেশ। পরের বলেই একইভাবে আউট নিজের ২০০ তম ওয়ানডে খেলতে নামা মাহমুদউল্লাহ (০)। ৩৭ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ২২৪ রান। আরও দরকার ৭৮ বলে ৭৫ রান।
ওয়ানডে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি
| ব্যাটসম্যান | বল | প্রতিপক্ষ | সাল |
| সাকিব আল হাসান | ৬৩ | জিম্বাবুয়ে | ২০০৯ |
| সাকিব আল হাসান | ৬৮ | জিম্বাবুয়ে | ২০০৯–১০ |
| মুশফিকুর রহিম | ৬৯ | পাকিস্তান | ২০১৪–১৫ |
| সৌম্য সরকার | ৮১ | জিম্বাবুয়ে | ২০১৮–১৯ |
| সাকিব আল হাসান | ৮৩ | ওয়েস্ট ইন্ডিজ | ২০১৯ |

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৫ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৬ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৭ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১০ ঘণ্টা আগে