
জয়ের জন্য শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ৭ রান। দ্বিতীয় বলে অর্শদীপ সিংকে চার মেরে সেই ব্যবধান ২ রানে নামিয়ে আনেন আসিফ আলী। কিন্তু চতুর্থ বলে এলবিডব্লিউ তিনি। পাকিস্তানের তখন ২ বলে দরকার ২ রান। ইফতিখার আহমেদ ব্যাট হাতে এসে ভারতকে আর কোনো সুযোগ দেননি। ফুল টস থেকে দুই রান নিয়ে পাকিস্তানকে জয় এনে দেন তিনি।
সেই সঙ্গে প্রতিশোধটাও নিয়ে নিল পাকিস্তান। এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হারলেও সুপার ফোরে ভারতকে হারাল বাবর আজমরা। দুবাইয়ে গ্রুপ পর্বের সেই ম্যাচও গড়িয়েছিল শেষ ওভারে। ২ বল বাকি থাকতে ছয় হাঁকিয়ে ভারতকে ৫ উইকেটের জয় এনে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু এবার ব্যাটিংয়ের পর বল হাতেও জ্বলে উঠতে পারেননি এই অলরাউন্ডার। এবার একই ভেন্যুতে পাকিস্তান প্রতিশোধ নিল ১ বল বাকি থাকতে ৫ উইকেটের জয়ে।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভারতকে লড়াকু পুঁজি এনে দেন বিরাট কোহলি। তাঁর ফিফটিতে ৭ উইকেটে ১৮১ রানের সংগ্রহ পায় ভারত। এবারের এশিয়া কাপে ‘ব্যাক টু ব্যাক’ ফিফটি পেলেন কোহলি। ৪৪ বলে ৪ চার ও ১ ছয়ে ৬০ রান করেন তিনি। ভারতকে দুর্দান্ত শুরু এনে দেন লোকেশ রাহুল (২৮) ও রোহিত শর্মা (২৮)। ওপেনিং জুটিতে স্কোরবোর্ডে ৫৪ রান জমা করেন তাঁরা।
জবাব দিতে নেমে পাকিস্তান শুরুতে অধিনায়ক বাবরকে (১৪) হারায়। তবে উইকেটরক্ষক-ওপেনার মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে এগোতে থাকে তারা। তাঁকে দারুণ সঙ্গ দেন মোহাম্মদ নওয়াজ। ২০ বলে ৪২ রানের ইনিংস খেলে পাকিস্তানের জয়ের সম্ভাবনা উজ্জ্বল করে তোলেন তিনি। দলীয় ১৪৭ রানে ফেরেন রিজওয়ান। তাঁর ৫১ বলে ৭১ রানের ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ২ ছয়ে। পাকিস্তানের জয়ের বাকি পথ পাড়ি দেয় খুশদিল শাহ (১৪*) ও আসিফ আলীর (১৬) ব্যাটে। এই জুটি ভাঙলেও শেষ ওভারের পঞ্চম বলে ২ রান নিয়ে দলকে জয় এনে দেন ইফতিখার (২*)। ১৯.১ ওভারে ৫ উইকেটে ১৮২ রান করে পাকিস্তান।

জয়ের জন্য শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ৭ রান। দ্বিতীয় বলে অর্শদীপ সিংকে চার মেরে সেই ব্যবধান ২ রানে নামিয়ে আনেন আসিফ আলী। কিন্তু চতুর্থ বলে এলবিডব্লিউ তিনি। পাকিস্তানের তখন ২ বলে দরকার ২ রান। ইফতিখার আহমেদ ব্যাট হাতে এসে ভারতকে আর কোনো সুযোগ দেননি। ফুল টস থেকে দুই রান নিয়ে পাকিস্তানকে জয় এনে দেন তিনি।
সেই সঙ্গে প্রতিশোধটাও নিয়ে নিল পাকিস্তান। এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হারলেও সুপার ফোরে ভারতকে হারাল বাবর আজমরা। দুবাইয়ে গ্রুপ পর্বের সেই ম্যাচও গড়িয়েছিল শেষ ওভারে। ২ বল বাকি থাকতে ছয় হাঁকিয়ে ভারতকে ৫ উইকেটের জয় এনে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু এবার ব্যাটিংয়ের পর বল হাতেও জ্বলে উঠতে পারেননি এই অলরাউন্ডার। এবার একই ভেন্যুতে পাকিস্তান প্রতিশোধ নিল ১ বল বাকি থাকতে ৫ উইকেটের জয়ে।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভারতকে লড়াকু পুঁজি এনে দেন বিরাট কোহলি। তাঁর ফিফটিতে ৭ উইকেটে ১৮১ রানের সংগ্রহ পায় ভারত। এবারের এশিয়া কাপে ‘ব্যাক টু ব্যাক’ ফিফটি পেলেন কোহলি। ৪৪ বলে ৪ চার ও ১ ছয়ে ৬০ রান করেন তিনি। ভারতকে দুর্দান্ত শুরু এনে দেন লোকেশ রাহুল (২৮) ও রোহিত শর্মা (২৮)। ওপেনিং জুটিতে স্কোরবোর্ডে ৫৪ রান জমা করেন তাঁরা।
জবাব দিতে নেমে পাকিস্তান শুরুতে অধিনায়ক বাবরকে (১৪) হারায়। তবে উইকেটরক্ষক-ওপেনার মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে এগোতে থাকে তারা। তাঁকে দারুণ সঙ্গ দেন মোহাম্মদ নওয়াজ। ২০ বলে ৪২ রানের ইনিংস খেলে পাকিস্তানের জয়ের সম্ভাবনা উজ্জ্বল করে তোলেন তিনি। দলীয় ১৪৭ রানে ফেরেন রিজওয়ান। তাঁর ৫১ বলে ৭১ রানের ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ২ ছয়ে। পাকিস্তানের জয়ের বাকি পথ পাড়ি দেয় খুশদিল শাহ (১৪*) ও আসিফ আলীর (১৬) ব্যাটে। এই জুটি ভাঙলেও শেষ ওভারের পঞ্চম বলে ২ রান নিয়ে দলকে জয় এনে দেন ইফতিখার (২*)। ১৯.১ ওভারে ৫ উইকেটে ১৮২ রান করে পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
১২ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে