
কদিন আগে নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফর বাতিল করে ফিরে গেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এবার পাকিস্তানে অক্টোবরের নির্ধারিত সফর বাতিল করল ইংল্যান্ড নারী ও পুরুষ দল। আজ সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী ১৩ ও ১৪ অক্টোবর দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান যাওয়ার কথা ছিল ইংল্যান্ডের। সফর নিয়ে তৈরি হওয়া শঙ্কা, খেলোয়াড়দের মানসিক ও শারীরিক ক্লান্তির কথা বিবেচনা করেই সেই ম্যাচ দুটি বাতিল করার কথা জানিয়েছে ইসিবি। এক বিবৃতিতে ইসিবির পক্ষ থেকে বলা হয়, ‘এই বছরের শুরুতে আমরা বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচ খেলার ব্যাপার একমত পোষণ করেছিলাম। পাশাপাশি পুরুষদের সঙ্গে নারী দলেরও সফরে যাওয়ার কথা ছিল। ইসিবি পুরুষ ও নারী দলের এই সফর নিয়ে বৈঠকে বসেছিল। সেখানে আমরা এই সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।’
এ সময় সফর বাতিলের কারণ ব্যাখ্যা করে বিবৃতিতে আরও বলা হয়, ‘খেলোয়াড় ও স্টাফদের শারীরিক ও মানসিক সুস্থতাকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি। আমরা যে পরিস্থিতি আছি তা বেশ জটিল। আমরা জানি যে, এই অঞ্চলে সফর নিয়ে উদ্বেগ বাড়ছে। আমাদের বিশ্বাস, এখন এই সফরে গেলে আমাদের দলের খেলোয়াড়দের ওপর চাপ তৈরি করবে। যারা এরই মধ্যে কোভিড পরিবেশের বিধিনিষেধের সঙ্গে লম্বা সময় ধরে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে।’
ইসিবির এমন সিদ্ধান্ত নিশ্চিতভাবেই পিসিবির হতাশা বাড়াবে। তবে ২০২২ সালের নির্ধারিত পাকিস্তান সফরে যাওয়ার সিদ্ধান্ত এখনো বহাল আছে জানিয়ে পিসিবিকে কিছুটা আশ্বস্তও করেছে ইংলিশ ক্রিকেট বোর্ড, ‘আমরা বুঝতে পারছি, এই সিদ্ধান্ত পিসিবির জন্য বেশ হতাশাজনক। তারা নিরলসভাবে নিজেদের আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে কাজ করে যাচ্ছে। গত দুই গ্রীষ্মে তারা ইংলিশ ও ওয়েলস ক্রিকেট বোর্ডের পাশে থেকে বন্ধুত্বের পরিচয় দিয়েছে। পাকিস্তান ক্রিকেটের ওপর আমাদের সিদ্ধান্ত যে প্রভাব ফেলবে সে জন্য আমরা দুঃখিত। আমরা ২০২২ সালে প্রতিশ্রুত সফর বাস্তবায়নের অধিক জোর দিচ্ছি।’

কদিন আগে নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফর বাতিল করে ফিরে গেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এবার পাকিস্তানে অক্টোবরের নির্ধারিত সফর বাতিল করল ইংল্যান্ড নারী ও পুরুষ দল। আজ সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী ১৩ ও ১৪ অক্টোবর দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান যাওয়ার কথা ছিল ইংল্যান্ডের। সফর নিয়ে তৈরি হওয়া শঙ্কা, খেলোয়াড়দের মানসিক ও শারীরিক ক্লান্তির কথা বিবেচনা করেই সেই ম্যাচ দুটি বাতিল করার কথা জানিয়েছে ইসিবি। এক বিবৃতিতে ইসিবির পক্ষ থেকে বলা হয়, ‘এই বছরের শুরুতে আমরা বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচ খেলার ব্যাপার একমত পোষণ করেছিলাম। পাশাপাশি পুরুষদের সঙ্গে নারী দলেরও সফরে যাওয়ার কথা ছিল। ইসিবি পুরুষ ও নারী দলের এই সফর নিয়ে বৈঠকে বসেছিল। সেখানে আমরা এই সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।’
এ সময় সফর বাতিলের কারণ ব্যাখ্যা করে বিবৃতিতে আরও বলা হয়, ‘খেলোয়াড় ও স্টাফদের শারীরিক ও মানসিক সুস্থতাকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি। আমরা যে পরিস্থিতি আছি তা বেশ জটিল। আমরা জানি যে, এই অঞ্চলে সফর নিয়ে উদ্বেগ বাড়ছে। আমাদের বিশ্বাস, এখন এই সফরে গেলে আমাদের দলের খেলোয়াড়দের ওপর চাপ তৈরি করবে। যারা এরই মধ্যে কোভিড পরিবেশের বিধিনিষেধের সঙ্গে লম্বা সময় ধরে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে।’
ইসিবির এমন সিদ্ধান্ত নিশ্চিতভাবেই পিসিবির হতাশা বাড়াবে। তবে ২০২২ সালের নির্ধারিত পাকিস্তান সফরে যাওয়ার সিদ্ধান্ত এখনো বহাল আছে জানিয়ে পিসিবিকে কিছুটা আশ্বস্তও করেছে ইংলিশ ক্রিকেট বোর্ড, ‘আমরা বুঝতে পারছি, এই সিদ্ধান্ত পিসিবির জন্য বেশ হতাশাজনক। তারা নিরলসভাবে নিজেদের আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে কাজ করে যাচ্ছে। গত দুই গ্রীষ্মে তারা ইংলিশ ও ওয়েলস ক্রিকেট বোর্ডের পাশে থেকে বন্ধুত্বের পরিচয় দিয়েছে। পাকিস্তান ক্রিকেটের ওপর আমাদের সিদ্ধান্ত যে প্রভাব ফেলবে সে জন্য আমরা দুঃখিত। আমরা ২০২২ সালে প্রতিশ্রুত সফর বাস্তবায়নের অধিক জোর দিচ্ছি।’

সাদা পোশাকে সাদা বলের ক্রিকেট খেলতেই যেন বেশি পছন্দ করেন ট্রাভিস হেড। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—যে সংস্করণই হোক, প্রতিপক্ষ দলের কাছে মূর্তিমান এক আতঙ্ক তিনি। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার আজ ভেঙে দিলেন স্যার ডন ব্র্যাডম্যানের ৯৬ বছরের পুরোনো এক রেকর্ড।
২৪ মিনিট আগে
মিসরের হয়ে সময়টা ভালোই যাচ্ছে মোহাম্মদ সালাহর। দলের প্রয়োজনের মুহূর্তে জ্বলে উঠছেন মিসরীয় এই ফরোয়ার্ড। ছন্দে থাকা সালাহর দুর্দান্ত পারফরম্যান্সে আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) কোয়ার্টার ফাইনালে উঠে গেল মিসর।
২ ঘণ্টা আগে
তিন দিন পেরিয়ে গেলেও মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যু নিয়ে কথাবার্তা চলছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওপর তোপ দেগেছেন দেশি-বিদেশি ক্রিকেটাররা। এবার সামনে এল চমকপ্রদ এক তথ্য।
২ ঘণ্টা আগে
হেলমেটটা খুলে স্টিভ স্মিথ ব্যাটটা উঁচিয়ে ধরলেন সিডনি ক্রিকেট গ্রাউন্ডের (এসসিজি) গ্যালারিতে থাকা দর্শকদের উদ্দেশে। সেঞ্চুরির পর এমন উদযাপনটা স্টিভ স্মিথের কাছে নতুন কিছু নয়। তবে আজ সিডনি টেস্টের তৃতীয় দিনে তাঁর তিন অঙ্ক ছোঁয়ার উপলক্ষটা একটু আলাদা।
৩ ঘণ্টা আগে