নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দল ঘোষণার সময়ই বোঝা গেছে, বাংলাদেশ ‘এ’ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের ক্রিকেটারদের কী পরিমাণ অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকলেও কিউইরা এখানে অনেক পিছিয়ে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ প্রথম ওয়ানডেতে দেখা গেছে সেটার বাস্তব প্রমাণ।
বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সিলেটে শুরু হয়েছে আজ। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে বেশ বেকায়দায় পড়ে নিউজিল্যান্ড। একটা পর্যায়ে ১০০-এর আগে কিউইদের গুটিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল প্রবল। সেখান থেকে সফরকারীদের দলীয় স্কোর পেরোয় সেঞ্চুরি। সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ১৪৮ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। সফরকারীরা ব্যাটিং করেছে ৩৪.৩ ওভার।
টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া নিউজিল্যান্ড ‘এ’ দলের উদ্বোধনী জুটি ভেঙে যায় ৫ রানে। তৃতীয় ওভারের পঞ্চম বলে কিউই ওপেনার ডেল ফিলিপসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন শরীফুল ইসলাম। ৮ বল খেলেও কোনো রান করতে পারেননি ফিলিপস। ঠিক তার পরের ওভারে সৈয়দ খালেদ আহমেদ দেন জোড়া ধাক্কা। চতুর্থ ওভারে তৃতীয় ও পঞ্চম বলে ম্যাট বয়েল ও মুহাম্মদ আব্বাসকে ফিরিয়েছেন খালেদ। বয়েল হয়েছেন এলবিডব্লিউ। আর আব্বাসের ক্যাচ ধরেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কও তিনি।
খালেদের জোড়া ধাক্কা দিতে না-দিতেই শরীফুল নিয়েছেন আরও এক উইকেট। সপ্তম ওভারের পঞ্চম বলে নিউজিল্যান্ড ‘এ’ দলের অধিনায়ক নিক কেলিকে বোল্ড করেন শরীফুল। ফিলিপস, বয়েল, আব্বাস ও কেলি—এই চার ব্যাটারই শূন্য রানে আউট হয়েছেন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা নিউজিল্যান্ড ‘এ’ দলের স্কোর হয়ে যায় ৬.৫ ওভারে ৪ উইকেটে ১৩ রান।
বিপর্যস্ত নিউজিল্যান্ডের হাল ধরার চেষ্টা করেন জশ ক্লার্কসন ও রিস মারিউ। পঞ্চম উইকেটে ৩৫ রানের জুটি গড়েন তাঁরা। ১৬তম ওভারের দ্বিতীয় বলে ইবাদত হোসেন চৌধুরীকে পুল করতে যান ক্লার্কসন। টাইমিংয়ে গড়বড় হওয়া বল ক্যাচ ধরেন সোহান। ২৫ বল খেলে ক্লার্কসন করেছেন ৭ রান।
স্পিনারদের প্রথমে নিউজিল্যান্ড সাবলীলভাবে খেললেও তানভীর ইসলামের ঘূর্ণিতে এরপর তারা নাকাল হয়েছে। ১৯তম ওভারের তৃতীয় বলে রিস মারিউকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে শুরু। তানভীরকে ডাউন দ্য উইকেটে খেলতে গেলে যখন অনেকটাই বাইরে বেরিয়ে আসেন মারিউ, তখন স্টাম্পিং করেন সোহান। ৫১ বলে ৭ চারে মারিউ করেন ৪২ রান। তানভীর এরপর ২১তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে মিচ হে ও ক্রিস্টিয়ান কার্ককে ফিরিয়েছেন। হ্যাটট্রিকটা অবশ্য তানভীর করতে পারেননি।
তানভীরের ঘূর্ণি জাদুর পর ফের আঘাত হেনেছেন খালেদ। ২৬তম ওভারের পঞ্চম বলে জেডেন লেনক্সকে ফেরালে নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ২৫.৫ ওভারে ৯ উইকেটে ৮৫ রান। সফরকারীদের ইনিংস কখন শেষ হয়, সেটাই ছিল দেখার অপেক্ষা। কিন্তু কিসের কী! নিউজিল্যান্ড সে সময় পাল্টা আক্রমণ করেছে। ৮ নম্বরে নামা ডিন ফক্সক্রফট একের পর এক চার-ছক্কা মেরেছেন। নিউজিল্যান্ডের ইনিংস সর্বোচ্চ ৭২ রান আসে তাঁর ব্যাট থেকেই। ৬৪ বলের ইনিংসে ৬ চার ও ৪ ছক্কা মেরেছেন। ৩৫তম ওভারের তৃতীয় বলে ফক্সক্রফটকে ফিরিয়ে সফরকারীদের ইনিংসের ইতি টেনেছেন ইবাদত।
বাংলাদেশের তানভীর, খালেদ নিয়েছেন তিনটি করে উইকেট। তানভীর ১০ ওভারে খরচ করেন ৪৫ রান। দুই ওভার মেডেন দিয়েছেন। আর খালেদ ৭ ওভারে খরচ করেন ২৭ রান। খালেদের সমান ওভার ও রান খরচ করেছেন শরীফুল। তবে খালেদ দিয়েছেন ২ ওভার মেডেন। শরীফুল কোনো মেডেন দেননি। এই বাঁহাতি পেসার নিয়েছেন ২ উইকেট। ইবাদতও পেয়েছেন ২ উইকেট।

দল ঘোষণার সময়ই বোঝা গেছে, বাংলাদেশ ‘এ’ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের ক্রিকেটারদের কী পরিমাণ অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকলেও কিউইরা এখানে অনেক পিছিয়ে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ প্রথম ওয়ানডেতে দেখা গেছে সেটার বাস্তব প্রমাণ।
বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সিলেটে শুরু হয়েছে আজ। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে বেশ বেকায়দায় পড়ে নিউজিল্যান্ড। একটা পর্যায়ে ১০০-এর আগে কিউইদের গুটিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল প্রবল। সেখান থেকে সফরকারীদের দলীয় স্কোর পেরোয় সেঞ্চুরি। সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ১৪৮ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। সফরকারীরা ব্যাটিং করেছে ৩৪.৩ ওভার।
টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া নিউজিল্যান্ড ‘এ’ দলের উদ্বোধনী জুটি ভেঙে যায় ৫ রানে। তৃতীয় ওভারের পঞ্চম বলে কিউই ওপেনার ডেল ফিলিপসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন শরীফুল ইসলাম। ৮ বল খেলেও কোনো রান করতে পারেননি ফিলিপস। ঠিক তার পরের ওভারে সৈয়দ খালেদ আহমেদ দেন জোড়া ধাক্কা। চতুর্থ ওভারে তৃতীয় ও পঞ্চম বলে ম্যাট বয়েল ও মুহাম্মদ আব্বাসকে ফিরিয়েছেন খালেদ। বয়েল হয়েছেন এলবিডব্লিউ। আর আব্বাসের ক্যাচ ধরেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কও তিনি।
খালেদের জোড়া ধাক্কা দিতে না-দিতেই শরীফুল নিয়েছেন আরও এক উইকেট। সপ্তম ওভারের পঞ্চম বলে নিউজিল্যান্ড ‘এ’ দলের অধিনায়ক নিক কেলিকে বোল্ড করেন শরীফুল। ফিলিপস, বয়েল, আব্বাস ও কেলি—এই চার ব্যাটারই শূন্য রানে আউট হয়েছেন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা নিউজিল্যান্ড ‘এ’ দলের স্কোর হয়ে যায় ৬.৫ ওভারে ৪ উইকেটে ১৩ রান।
বিপর্যস্ত নিউজিল্যান্ডের হাল ধরার চেষ্টা করেন জশ ক্লার্কসন ও রিস মারিউ। পঞ্চম উইকেটে ৩৫ রানের জুটি গড়েন তাঁরা। ১৬তম ওভারের দ্বিতীয় বলে ইবাদত হোসেন চৌধুরীকে পুল করতে যান ক্লার্কসন। টাইমিংয়ে গড়বড় হওয়া বল ক্যাচ ধরেন সোহান। ২৫ বল খেলে ক্লার্কসন করেছেন ৭ রান।
স্পিনারদের প্রথমে নিউজিল্যান্ড সাবলীলভাবে খেললেও তানভীর ইসলামের ঘূর্ণিতে এরপর তারা নাকাল হয়েছে। ১৯তম ওভারের তৃতীয় বলে রিস মারিউকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে শুরু। তানভীরকে ডাউন দ্য উইকেটে খেলতে গেলে যখন অনেকটাই বাইরে বেরিয়ে আসেন মারিউ, তখন স্টাম্পিং করেন সোহান। ৫১ বলে ৭ চারে মারিউ করেন ৪২ রান। তানভীর এরপর ২১তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে মিচ হে ও ক্রিস্টিয়ান কার্ককে ফিরিয়েছেন। হ্যাটট্রিকটা অবশ্য তানভীর করতে পারেননি।
তানভীরের ঘূর্ণি জাদুর পর ফের আঘাত হেনেছেন খালেদ। ২৬তম ওভারের পঞ্চম বলে জেডেন লেনক্সকে ফেরালে নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ২৫.৫ ওভারে ৯ উইকেটে ৮৫ রান। সফরকারীদের ইনিংস কখন শেষ হয়, সেটাই ছিল দেখার অপেক্ষা। কিন্তু কিসের কী! নিউজিল্যান্ড সে সময় পাল্টা আক্রমণ করেছে। ৮ নম্বরে নামা ডিন ফক্সক্রফট একের পর এক চার-ছক্কা মেরেছেন। নিউজিল্যান্ডের ইনিংস সর্বোচ্চ ৭২ রান আসে তাঁর ব্যাট থেকেই। ৬৪ বলের ইনিংসে ৬ চার ও ৪ ছক্কা মেরেছেন। ৩৫তম ওভারের তৃতীয় বলে ফক্সক্রফটকে ফিরিয়ে সফরকারীদের ইনিংসের ইতি টেনেছেন ইবাদত।
বাংলাদেশের তানভীর, খালেদ নিয়েছেন তিনটি করে উইকেট। তানভীর ১০ ওভারে খরচ করেন ৪৫ রান। দুই ওভার মেডেন দিয়েছেন। আর খালেদ ৭ ওভারে খরচ করেন ২৭ রান। খালেদের সমান ওভার ও রান খরচ করেছেন শরীফুল। তবে খালেদ দিয়েছেন ২ ওভার মেডেন। শরীফুল কোনো মেডেন দেননি। এই বাঁহাতি পেসার নিয়েছেন ২ উইকেট। ইবাদতও পেয়েছেন ২ উইকেট।

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৬ মিনিট আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
২ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
২ ঘণ্টা আগে