
২০২৪ আইপিএলে মোস্তাফিজুর রহমান দুর্দান্ত খেলেছেন। তবে চেন্নাই সুপার কিংসের জার্সিতে টুর্নামেন্টের পুরোটা না খেলেই চলে আসতে হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টির দলেও আছেন মোস্তাফিজ। পুরোটা সময় আইপিএলে না খেললেও ফিজ অনেক অভিজ্ঞ হয়েছেন বলে মনে করেন তাসকিন আহমেদ।
২২ মার্চ থেকে ১ মে পর্যন্ত আইপিএল খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে অনুমতি পান মোস্তাফিজ। এই সময় চেন্নাই খেলেছে দশ ম্যাচ। এর মধ্যে মোস্তাফিজ খেলেছেন ৯ ম্যাচ। ৯ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। ইকোনমি ৯.২৬ হলেও শুরু ও শেষটা দুর্দান্ত বোলিং করেছেন। আইপিএল পর্ব শেষ করে ২ মে দেশে ফিরলেও জিম্বাবুয়ে সিরিজের চট্টগ্রাম অংশে খেলা হয়নি তাঁর। এত বড় টুর্নামেন্ট খেলে এসে ধকল কাটাতেই মূলত ফিজ খেলেননি জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচে। তাসকিনের মতে আইপিএল খেলে মোস্তাফিজ অনেক অভিজ্ঞ হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টির আগে আজ সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘দেখুন, আল্লাহর রহমতে মোস্তাফিজ অনেক ভালো করেছে আইপিএলে। সে (মোস্তাফিজ) আসছে। আমার যতটুকু ব্যক্তিগত অভিজ্ঞতা, তাকে আনার কারণ হচ্ছে যাতে সে আমাদের দলের পরিকল্পনা ও সংস্কৃতির সঙ্গে মানিয়ে দ্রুত এগিয়ে যেতে পারে। একই সঙ্গে কয়েকদিন বিশ্রামের ব্যবস্থাও করা হয়েছে। কারণ সে আমাদের অন্যতম সেরা বোলার। নিশ্চিতভাবে তার আইপিএল অনেক ভালো কেটেছে। যথেষ্ট অভিজ্ঞতা সে সেখান থেকে নিয়েছে।’
ফ্র্যাঞ্চাইজি লিগে তাসকিন একেবারে অপরিচিত মুখ নন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলছেন নিয়মিত। জিম্বাবুয়ের জিম আফ্রো টি-টেনে গত বছর খেলেছেন। আইপিএলে খেলার সুযোগও এসেছিল তাঁর কাছে। ২০২২ সালে চোটে পড়ে মার্ক উড ছিটকে গেলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তখন তাসকিনকে প্রস্তাব দেয় লক্ষ্ণৌ। কিন্তু তখন (২০২২-এর মার্চে) বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ চলায় মাঝপথে ছাড়তে চায়নি বিসিবি। ২০২৩ আইপিএলের মেগা নিলামে ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি হলেও কোনো দল তাঁকে কেনেনি।
আইপিএল খেলতে না পারলেও আফসোস করছেন না তাসকিন। বাংলাদেশের তারকা পেসার বলেন, ‘যে জিনিসটা চলে গেছে, সেটা তো আর নিয়ন্ত্রণে নেই। ইনশা আল্লাহ সামনে খেলব। অবসর সময় পাব। শুধু আইপিএল না, আরও অনেক লিগ আছে। নীতি প্রায় একই। একেকজনের দেহের গড়ন একেক রকম। এজন্য বোর্ড সতর্ক থাকে। ফাস্ট বোলার যাদের দেখছেন, সবারই কোনো না কোনো চোট মানিয়ে চলতে হচ্ছে। হয়তো আমার দেহের গড়ন বা বোলিংয়ের ধরন ভিন্ন, তাই আমি এবার যেতে পারিনি।’
তাসকিন আরও বলেন, ‘আমার তো টেস্ট খেলারও কথা ছিল। শেষমুহুর্তে কাঁধের চোট ম্যানেজ করতে আমি বিরতিতে গিয়েছি...হয়ত ভবিষ্যতে খেলব ইনশা আল্লাহ। আফসোস নেই কোনো। শুধু দোয়া কইরেন।’

২০২৪ আইপিএলে মোস্তাফিজুর রহমান দুর্দান্ত খেলেছেন। তবে চেন্নাই সুপার কিংসের জার্সিতে টুর্নামেন্টের পুরোটা না খেলেই চলে আসতে হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টির দলেও আছেন মোস্তাফিজ। পুরোটা সময় আইপিএলে না খেললেও ফিজ অনেক অভিজ্ঞ হয়েছেন বলে মনে করেন তাসকিন আহমেদ।
২২ মার্চ থেকে ১ মে পর্যন্ত আইপিএল খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে অনুমতি পান মোস্তাফিজ। এই সময় চেন্নাই খেলেছে দশ ম্যাচ। এর মধ্যে মোস্তাফিজ খেলেছেন ৯ ম্যাচ। ৯ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। ইকোনমি ৯.২৬ হলেও শুরু ও শেষটা দুর্দান্ত বোলিং করেছেন। আইপিএল পর্ব শেষ করে ২ মে দেশে ফিরলেও জিম্বাবুয়ে সিরিজের চট্টগ্রাম অংশে খেলা হয়নি তাঁর। এত বড় টুর্নামেন্ট খেলে এসে ধকল কাটাতেই মূলত ফিজ খেলেননি জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচে। তাসকিনের মতে আইপিএল খেলে মোস্তাফিজ অনেক অভিজ্ঞ হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টির আগে আজ সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘দেখুন, আল্লাহর রহমতে মোস্তাফিজ অনেক ভালো করেছে আইপিএলে। সে (মোস্তাফিজ) আসছে। আমার যতটুকু ব্যক্তিগত অভিজ্ঞতা, তাকে আনার কারণ হচ্ছে যাতে সে আমাদের দলের পরিকল্পনা ও সংস্কৃতির সঙ্গে মানিয়ে দ্রুত এগিয়ে যেতে পারে। একই সঙ্গে কয়েকদিন বিশ্রামের ব্যবস্থাও করা হয়েছে। কারণ সে আমাদের অন্যতম সেরা বোলার। নিশ্চিতভাবে তার আইপিএল অনেক ভালো কেটেছে। যথেষ্ট অভিজ্ঞতা সে সেখান থেকে নিয়েছে।’
ফ্র্যাঞ্চাইজি লিগে তাসকিন একেবারে অপরিচিত মুখ নন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলছেন নিয়মিত। জিম্বাবুয়ের জিম আফ্রো টি-টেনে গত বছর খেলেছেন। আইপিএলে খেলার সুযোগও এসেছিল তাঁর কাছে। ২০২২ সালে চোটে পড়ে মার্ক উড ছিটকে গেলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তখন তাসকিনকে প্রস্তাব দেয় লক্ষ্ণৌ। কিন্তু তখন (২০২২-এর মার্চে) বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ চলায় মাঝপথে ছাড়তে চায়নি বিসিবি। ২০২৩ আইপিএলের মেগা নিলামে ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি হলেও কোনো দল তাঁকে কেনেনি।
আইপিএল খেলতে না পারলেও আফসোস করছেন না তাসকিন। বাংলাদেশের তারকা পেসার বলেন, ‘যে জিনিসটা চলে গেছে, সেটা তো আর নিয়ন্ত্রণে নেই। ইনশা আল্লাহ সামনে খেলব। অবসর সময় পাব। শুধু আইপিএল না, আরও অনেক লিগ আছে। নীতি প্রায় একই। একেকজনের দেহের গড়ন একেক রকম। এজন্য বোর্ড সতর্ক থাকে। ফাস্ট বোলার যাদের দেখছেন, সবারই কোনো না কোনো চোট মানিয়ে চলতে হচ্ছে। হয়তো আমার দেহের গড়ন বা বোলিংয়ের ধরন ভিন্ন, তাই আমি এবার যেতে পারিনি।’
তাসকিন আরও বলেন, ‘আমার তো টেস্ট খেলারও কথা ছিল। শেষমুহুর্তে কাঁধের চোট ম্যানেজ করতে আমি বিরতিতে গিয়েছি...হয়ত ভবিষ্যতে খেলব ইনশা আল্লাহ। আফসোস নেই কোনো। শুধু দোয়া কইরেন।’

শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু চট্টগ্রাম রয়্যালসের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের পর্বের লিগ টেবিলের দুইয়ে নেমে যেতে হয়েছে তাদের। হারানো সিংহাসন ফিরে পাওয়ার মিশনে আজ দুপুরে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিট
২ মিনিট আগে
বর্নাঢ্য ক্লাব ক্যারিয়ার মোহাম্মদ সালাহর। চেলসি, লিভারপুলের মতো ইউরোপ সেরা ক্লাবের হয়ে সম্ভাব্য সব ধরনের শিরোপা জিতেছেন এই ফরোয়ার্ড। কিন্তু কখনো মিশরের হয়ে শিরোপা উঁচিয়ে ধরা হয়নি তাঁর। সে অপেক্ষায় পালা শেষ করতে আরেকটি সুযোগ পেয়েছেন। আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালে ওঠেছে সালাহর মিশর।
১৯ মিনিট আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এল ক্লাসিকো দেখতে চাওয়ার আশা পূরণ হয়েছে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের। এখন নির্ভার হয়ে শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে পরিকল্পনা আঁটছেন তিনি। তবে ফ্লিকের মতো নির্ভার থাকার সুযোগ নেই জাবি রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসোর। মাথার ওপর চাপ এবং ভবিষ্যতের শঙ্কা নিয়ে ফাইনালের মঞ্চ
১ ঘণ্টা আগে
নিরাপত্তার কারণে ভারতে বিশ্বকাপে খেলতে না চাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ মুহূর্তে বেশ চাপে আছে। সবচেয়ে বেশি চাপে আছেন সম্ভবত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) কি স্বস্তিতে আছে? উত্তরটা যে হ্যাঁ-সূচক নয়, সেটি ভারতীয় সংবাদমাধ্যমের খবরই বলে দিচ্ছে।
২ ঘণ্টা আগে