নিজস্ব প্রতিবেদক

ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে মাহমুদউল্লাহরা মিরপুরে অনুশীলন শুরু করেছেন ২ মে থেকে। অবশ্য এই সময়ে ভারত থেকে ফেরায় কোয়ারেন্টিনে থাকতে হওয়ায় অনুশীলনে যোগ দেওয়ার সুযোগ হয়নি সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের। শ্রীলঙ্কার বিপক্ষে প্রাথমিক দলে থেকেও অনুশীলনে অনুপস্থিত ছিলেন আরও একজন–রুবেল হোসেন।
কোনো কোয়ারেন্টিন জটিলতার মারপ্যাঁচে পড়েননি, আছেন দেশেও–এর পরও রুবেলকে অনুশীলনে না দেখে তাই ফিসফিসানি–রুবেলের কী হয়েছে? জানা গেল অভিজ্ঞ এই পেসার পিঠের ব্যথায় ভুগছেন। ব্যথাটা এতই তীব্র যে সেরে উঠতে সময় লাগবে। ‘সময় লাগবে’ মানেই ২৩ মে শুরু লঙ্কানদের বিপক্ষে সিরিজ মিস! আপাতত চিকিৎসকের পরামর্শে চোট থেকে সেরে ওঠার চেষ্টায় আছেন রুবেল। হতাশ কণ্ঠে এই পেসার আজকের পত্রিকাকে বলেছেন, ‘চোটটা এমনই, যা সারতে সময় লাগবে। চিকিৎসক জানিয়েছেন এটা নিয়ে তাড়াহুড়ো করলে সমস্যা আরও বাড়বে। তাই ধীরেসুস্থেই এগোচ্ছি।’
তবে এখনই রুবেলকে ‘বাদ’ বলতে চাইছেন না বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী, ‘এখনই বলছি না যে সে (রুবেল) দলের বাইরে চলে গেছে। এটা একটা চলমান প্রক্রিয়া। দল নির্বাচনের আগে যখন নির্বাচকেরা আমাদের জিজ্ঞেস করবেন, সেদিন আমরা তার সর্বশেষ পরিস্থিতি জানাব।’
রুবেলদের পিঠের ব্যথা যেন বাংলাদেশের দলের পেস বোলিং আক্রমণের ‘পিঠ’ও দেয়ালে ঠেকিয়ে দিল! পিঠের চোট সেরে না ওঠায় লঙ্কানদের বিপক্ষে হাসান মাহমুদের খেলার সম্ভাবনাও নেই। দুই পেসার দলে না থাকলে ফর্মের চূড়ায় থাকা লঙ্কান ব্যাটিং লাইনআপের বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হবে দলে থাকা পেসারদের।
অভিজ্ঞ রুবেলের অনুপস্থিতি আরও বড় দীর্ঘশ্বাস হয়ে ধরা দেবে, যখন জানা যাবে লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার তিনিই। বাংলাদেশে খেলতে এসে লঙ্কানদের বেশি সমস্যায় পড়তে হয়েছে এই পেসারের বিপক্ষেই। এখন পর্যন্ত ১১ ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে নিজেদের মাঠে রুবেলের শিকার ১৮ উইকেট।
লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে সেরা চার বোলারের মধ্যে শুধু সাকিবই আছেন দলে। বাকি তিনজনের মধ্যে দ্বিতীয় সফল বোলার মাশরাফি। সাবেক ওয়ানডে অধিনায়ক ১০ ওয়ানডেতে ১২ উইকেট পেয়েছিলেন। বাকিদের মধ্যে ৪ ওয়ানডেতে ৮ উইকেট পেয়ে ৪ নম্বরে থাকা মোহাম্মদ রফিক অবসরেই গেছেন এক দশকেরও বেশি সময় আগে। দুই বছর আগে অবসরে যাওয়া নাজমুল হোসেন ৩ ওয়ানডেতে ৭ উইকেট নিয়ে আছেন তালিকার পাঁচে। লঙ্কানদের বিপক্ষে নিজেদের মাঠে তৃতীয় সফল বোলার (১১ ম্যাচে ১০ উইকেট) সাকিবের দায়িত্বটা তাই এবার একটু বেশিই।
রুবেলকে না পাওয়াটা যদি বাংলাদেশের কাছে আক্ষেপ হয়, নিজেকে নিয়েও কম আক্ষেপ হওয়ার কথা নয় তাঁর! ২০০৯ সালের জানুয়ারিতে ৩১ বছর বয়সী পেসারের অভিষেক এই শ্রীলঙ্কার বিপক্ষেই। স্লিংগিং অ্যাকশনের কারণে ক্যারিয়ারের শুরু থেকেই তকমা পেয়েছিলেন ‘বাংলার মালিঙ্গা’ হিসেবে! যদিও ক্যারিয়ারটা শ্রীলঙ্কার মালিঙ্গার মতো সাফল্যভাস্বর হয়নি তাঁর। এক যুগের ক্যারিয়ারে ২০০ উইকেটও পাননি। ১৭৩ ইনিংসে ৪১.৯৮ গড়ে উইকেট ১৯৩। কখনো ফর্ম, কখনো চোট, কখনোবা শৃঙ্খলার সমস্যায় বারবার হোঁচট না খেলে রুবেলও নিশ্চয়ই হতে পারতেন বাংলাদেশের একজন ‘মালিঙ্গা’!

ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে মাহমুদউল্লাহরা মিরপুরে অনুশীলন শুরু করেছেন ২ মে থেকে। অবশ্য এই সময়ে ভারত থেকে ফেরায় কোয়ারেন্টিনে থাকতে হওয়ায় অনুশীলনে যোগ দেওয়ার সুযোগ হয়নি সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের। শ্রীলঙ্কার বিপক্ষে প্রাথমিক দলে থেকেও অনুশীলনে অনুপস্থিত ছিলেন আরও একজন–রুবেল হোসেন।
কোনো কোয়ারেন্টিন জটিলতার মারপ্যাঁচে পড়েননি, আছেন দেশেও–এর পরও রুবেলকে অনুশীলনে না দেখে তাই ফিসফিসানি–রুবেলের কী হয়েছে? জানা গেল অভিজ্ঞ এই পেসার পিঠের ব্যথায় ভুগছেন। ব্যথাটা এতই তীব্র যে সেরে উঠতে সময় লাগবে। ‘সময় লাগবে’ মানেই ২৩ মে শুরু লঙ্কানদের বিপক্ষে সিরিজ মিস! আপাতত চিকিৎসকের পরামর্শে চোট থেকে সেরে ওঠার চেষ্টায় আছেন রুবেল। হতাশ কণ্ঠে এই পেসার আজকের পত্রিকাকে বলেছেন, ‘চোটটা এমনই, যা সারতে সময় লাগবে। চিকিৎসক জানিয়েছেন এটা নিয়ে তাড়াহুড়ো করলে সমস্যা আরও বাড়বে। তাই ধীরেসুস্থেই এগোচ্ছি।’
তবে এখনই রুবেলকে ‘বাদ’ বলতে চাইছেন না বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী, ‘এখনই বলছি না যে সে (রুবেল) দলের বাইরে চলে গেছে। এটা একটা চলমান প্রক্রিয়া। দল নির্বাচনের আগে যখন নির্বাচকেরা আমাদের জিজ্ঞেস করবেন, সেদিন আমরা তার সর্বশেষ পরিস্থিতি জানাব।’
রুবেলদের পিঠের ব্যথা যেন বাংলাদেশের দলের পেস বোলিং আক্রমণের ‘পিঠ’ও দেয়ালে ঠেকিয়ে দিল! পিঠের চোট সেরে না ওঠায় লঙ্কানদের বিপক্ষে হাসান মাহমুদের খেলার সম্ভাবনাও নেই। দুই পেসার দলে না থাকলে ফর্মের চূড়ায় থাকা লঙ্কান ব্যাটিং লাইনআপের বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হবে দলে থাকা পেসারদের।
অভিজ্ঞ রুবেলের অনুপস্থিতি আরও বড় দীর্ঘশ্বাস হয়ে ধরা দেবে, যখন জানা যাবে লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার তিনিই। বাংলাদেশে খেলতে এসে লঙ্কানদের বেশি সমস্যায় পড়তে হয়েছে এই পেসারের বিপক্ষেই। এখন পর্যন্ত ১১ ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে নিজেদের মাঠে রুবেলের শিকার ১৮ উইকেট।
লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে সেরা চার বোলারের মধ্যে শুধু সাকিবই আছেন দলে। বাকি তিনজনের মধ্যে দ্বিতীয় সফল বোলার মাশরাফি। সাবেক ওয়ানডে অধিনায়ক ১০ ওয়ানডেতে ১২ উইকেট পেয়েছিলেন। বাকিদের মধ্যে ৪ ওয়ানডেতে ৮ উইকেট পেয়ে ৪ নম্বরে থাকা মোহাম্মদ রফিক অবসরেই গেছেন এক দশকেরও বেশি সময় আগে। দুই বছর আগে অবসরে যাওয়া নাজমুল হোসেন ৩ ওয়ানডেতে ৭ উইকেট নিয়ে আছেন তালিকার পাঁচে। লঙ্কানদের বিপক্ষে নিজেদের মাঠে তৃতীয় সফল বোলার (১১ ম্যাচে ১০ উইকেট) সাকিবের দায়িত্বটা তাই এবার একটু বেশিই।
রুবেলকে না পাওয়াটা যদি বাংলাদেশের কাছে আক্ষেপ হয়, নিজেকে নিয়েও কম আক্ষেপ হওয়ার কথা নয় তাঁর! ২০০৯ সালের জানুয়ারিতে ৩১ বছর বয়সী পেসারের অভিষেক এই শ্রীলঙ্কার বিপক্ষেই। স্লিংগিং অ্যাকশনের কারণে ক্যারিয়ারের শুরু থেকেই তকমা পেয়েছিলেন ‘বাংলার মালিঙ্গা’ হিসেবে! যদিও ক্যারিয়ারটা শ্রীলঙ্কার মালিঙ্গার মতো সাফল্যভাস্বর হয়নি তাঁর। এক যুগের ক্যারিয়ারে ২০০ উইকেটও পাননি। ১৭৩ ইনিংসে ৪১.৯৮ গড়ে উইকেট ১৯৩। কখনো ফর্ম, কখনো চোট, কখনোবা শৃঙ্খলার সমস্যায় বারবার হোঁচট না খেলে রুবেলও নিশ্চয়ই হতে পারতেন বাংলাদেশের একজন ‘মালিঙ্গা’!

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
১ ঘণ্টা আগে
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। এরই মধ্যে এবার লিটন দাস, তাসকিন আহমেদদের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটি জানিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৩ ঘণ্টা আগে
দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
৩ ঘণ্টা আগে