ক্রীড়া ডেস্ক

করাচি ন্যাশনাল স্টেডিয়ামে পরশু রাতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সর্বোচ্চ উইকেটশিকারীর স্বীকৃতিস্বরূপ ফজল মাহমুদ টুপি পরেছিলেন রিশাদ হোসেন। কিন্তু শীর্ষস্থানে ২৪ ঘণ্টাও থাকতে পারলেন না রিশাদ। বাংলাদেশি লেগ স্পিনারকে টপকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।
এবারের পিএসএলে দুটি ভিন্ন দলের হয়ে খেলছেন রিশাদ ও হোল্ডার। রিশাদের দল লাহোর কালান্দার্সের ম্যাচ ছিল পরশু রাতে করাচি কিংসের বিপক্ষে। আর হোল্ডারের ইসলামাবাদ ইউনাইটেড গত রাতে খেলেছে মুলতান সুলতানসের বিপক্ষে। রাওয়ালপিন্ডিতে এই ম্যাচে ২৫ রানে ৪ উইকেট নিয়েছেন হোল্ডার। ৩ ম্যাচে ৯ উইকেট নিয়ে ২০২৫ পিএসএলের সর্বোচ্চ উইকেটশিকারী বনে গেলেন তিনি। ক্যারিবীয় এই অলরাউন্ডার বোলিং করেছেন ৭.১২ ইকোনমিতে।
মুলতান সুলতানসের বিপক্ষে পুরোদস্তুর অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচ পেয়েছেন হোল্ডার। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ৭ নম্বরে ব্যাটিং করেছেন তিনি। ১৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। বোলিংয়ে ৪ উইকেট নিয়েছেন পুরো ৪ ওভার বোলিং করেই। ফিল্ডার হিসেবে ধরেছেন দুই ক্যাচ।
হোল্ডারের শীর্ষে ওঠার দিনে ইসলামাবাদ জিতেছে ৪৭ রানের বিশাল ব্যবধানে। প্রথমে ব্যাটিং পাওয়া ইসলামাবাদ করেছে ২০ ওভারে ৬ উইকেটে ২০২ রান। জবাবে মুলতান ১৮.৪ ওভারে ১৫৫ রানে অলআউট হয়েছে। ইসলামাবাদের ইমাদ ওয়াসিম, শাদাব খান নিয়েছেন ২ ও ১ উইকেট। হোল্ডারের পর সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় যৌথভাবে দুইয়ে চার ক্রিকেটার। রিশাদের সমান ৬ উইকেট পেলেও ইকোনমির কারণে এগিয়ে ইমাদ ও শাদাব। ইসলামাবাদের দুই স্পিনার ৭-এর কম ইকোনমিতে বোলিং করেছেন। বাংলাদেশি লেগ স্পিনারের ইকোনমি ৭.১২। ৬ উইকেট নেওয়া আরেক বোলার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের আবরার আহমেদ বোলিং করেছেন ৯.৩৭ ইকোনমিতে।
এবারের পিএসএলে রিশাদ শুধু একটা ম্যাচই একাদশে সুযোগ পাননি। ১১ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে সেই ম্যাচটাই হেরেছে লাহোর। কোয়েটা ও করাচির বিপক্ষে ৭৯ ও ৬৫ রানের বিশাল দুই জয়ে লাহোরের নেট রানরেট +২.০৫১। তিন ম্যাচের দুটিতে জিতে এখন লাহোরের ৪ পয়েন্ট। ৬ পয়েন্ট নিয়ে ইসলামাবাদ ইউনাইটেড পয়েন্ট টেবিলের শীর্ষে। তিন ম্যাচের তিনটিতে জিতেছে তারা। লাহোরের পরের ম্যাচ মুলতান ক্রিকেট স্টেডিয়ামে ২২ এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে।
২০২৫ পিএসএলে সর্বোচ্চ উইকেট শিকারি পাঁচ বোলার
দল উইকেট ইকোনমি
জেসন হোল্ডার ইসলামাবাদ ৯ ৭.১০
ইমাদ ওয়াসিম ইসলামাবাদ ৬ ৬.৬৭
শাদাব খান ইসলামাবাদ ৬ ৬.৭৭
রিশাদ হোসেন লাহোর ৬ ৭.১২
আবরার আহমেদ কোয়েটা ৬ ৯.৩৭
*২০২৫-এর ১৬ এপ্রিল ইসলামাবাদ-মুলতান ম্যাচ পর্যন্ত

করাচি ন্যাশনাল স্টেডিয়ামে পরশু রাতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সর্বোচ্চ উইকেটশিকারীর স্বীকৃতিস্বরূপ ফজল মাহমুদ টুপি পরেছিলেন রিশাদ হোসেন। কিন্তু শীর্ষস্থানে ২৪ ঘণ্টাও থাকতে পারলেন না রিশাদ। বাংলাদেশি লেগ স্পিনারকে টপকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।
এবারের পিএসএলে দুটি ভিন্ন দলের হয়ে খেলছেন রিশাদ ও হোল্ডার। রিশাদের দল লাহোর কালান্দার্সের ম্যাচ ছিল পরশু রাতে করাচি কিংসের বিপক্ষে। আর হোল্ডারের ইসলামাবাদ ইউনাইটেড গত রাতে খেলেছে মুলতান সুলতানসের বিপক্ষে। রাওয়ালপিন্ডিতে এই ম্যাচে ২৫ রানে ৪ উইকেট নিয়েছেন হোল্ডার। ৩ ম্যাচে ৯ উইকেট নিয়ে ২০২৫ পিএসএলের সর্বোচ্চ উইকেটশিকারী বনে গেলেন তিনি। ক্যারিবীয় এই অলরাউন্ডার বোলিং করেছেন ৭.১২ ইকোনমিতে।
মুলতান সুলতানসের বিপক্ষে পুরোদস্তুর অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচ পেয়েছেন হোল্ডার। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ৭ নম্বরে ব্যাটিং করেছেন তিনি। ১৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। বোলিংয়ে ৪ উইকেট নিয়েছেন পুরো ৪ ওভার বোলিং করেই। ফিল্ডার হিসেবে ধরেছেন দুই ক্যাচ।
হোল্ডারের শীর্ষে ওঠার দিনে ইসলামাবাদ জিতেছে ৪৭ রানের বিশাল ব্যবধানে। প্রথমে ব্যাটিং পাওয়া ইসলামাবাদ করেছে ২০ ওভারে ৬ উইকেটে ২০২ রান। জবাবে মুলতান ১৮.৪ ওভারে ১৫৫ রানে অলআউট হয়েছে। ইসলামাবাদের ইমাদ ওয়াসিম, শাদাব খান নিয়েছেন ২ ও ১ উইকেট। হোল্ডারের পর সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় যৌথভাবে দুইয়ে চার ক্রিকেটার। রিশাদের সমান ৬ উইকেট পেলেও ইকোনমির কারণে এগিয়ে ইমাদ ও শাদাব। ইসলামাবাদের দুই স্পিনার ৭-এর কম ইকোনমিতে বোলিং করেছেন। বাংলাদেশি লেগ স্পিনারের ইকোনমি ৭.১২। ৬ উইকেট নেওয়া আরেক বোলার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের আবরার আহমেদ বোলিং করেছেন ৯.৩৭ ইকোনমিতে।
এবারের পিএসএলে রিশাদ শুধু একটা ম্যাচই একাদশে সুযোগ পাননি। ১১ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে সেই ম্যাচটাই হেরেছে লাহোর। কোয়েটা ও করাচির বিপক্ষে ৭৯ ও ৬৫ রানের বিশাল দুই জয়ে লাহোরের নেট রানরেট +২.০৫১। তিন ম্যাচের দুটিতে জিতে এখন লাহোরের ৪ পয়েন্ট। ৬ পয়েন্ট নিয়ে ইসলামাবাদ ইউনাইটেড পয়েন্ট টেবিলের শীর্ষে। তিন ম্যাচের তিনটিতে জিতেছে তারা। লাহোরের পরের ম্যাচ মুলতান ক্রিকেট স্টেডিয়ামে ২২ এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে।
২০২৫ পিএসএলে সর্বোচ্চ উইকেট শিকারি পাঁচ বোলার
দল উইকেট ইকোনমি
জেসন হোল্ডার ইসলামাবাদ ৯ ৭.১০
ইমাদ ওয়াসিম ইসলামাবাদ ৬ ৬.৬৭
শাদাব খান ইসলামাবাদ ৬ ৬.৭৭
রিশাদ হোসেন লাহোর ৬ ৭.১২
আবরার আহমেদ কোয়েটা ৬ ৯.৩৭
*২০২৫-এর ১৬ এপ্রিল ইসলামাবাদ-মুলতান ম্যাচ পর্যন্ত

শেষ হয়েছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের ম্যাচ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের ম্যাচ শেষে এখন প্লে অফের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।
৩ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে একটি ট্রেন্ড চলছে—১০ বছর আগে-পরে কার কেমন পরিবর্তন। বিরাট কোহলি যেন একটুও বদলাননি। ১০ বছর আগেও যেমন খ্যাপাটে ছিলেন, এখনো তা-ই। এখনো তিনি উইকেটে থাকা মানে ভারতের আশা জিইয়ে রাখা। আজ তেমনই এক ইনিংস খেললেন তিনি। তুলে নিয়েছেন ওয়ানডেতে ৫৪তম সেঞ্চুরি। কিন্তু এড়াতে পারেননি ভা
৪ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের কাছে হারের পরই নিশ্চিত হয়েছিল– ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলছে না ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে বিপিএল শেষ করল মোহাম্মদ মিঠুনের দল।
৪ ঘণ্টা আগে
কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
৫ ঘণ্টা আগে