
রাওয়ালপিন্ডিতে চতুর্থ দিনে আধিপত্য বিস্তার করে খেলেছে ইংল্যান্ড। ব্যাটিং, বোলিং-সব দিক থেকেই পাকিস্তানের ওপর ছড়ি ঘড়িয়েছে ইংল্যান্ড। ৩৪৩ রানের লক্ষ্য দিয়ে পাকিস্তানের দুটো উইকেট এরই মধ্যে তুলে নিয়েছে ইংল্যান্ড। আগামীকাল শেষ দিনে পাকিস্তানের জয়ের জন্য দরকার আরও ২৬৩ রান।
৪৯৯ রানে ৭ উইকেট নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে পাকিস্তান। ৮০ রান যোগ করতেই পাকিস্তান তাদের শেষ তিন উইকেট হারায়। স্বাগতিকেরা ৫৭৯ রানে অলআউট হলে ৭৮ রানের লিড পায় ইংল্যান্ড। পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ ১৩৬ রান করেন বাবর আজম। ইংল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ছয় উইকেট নিয়েছেন উইল জ্যাকস। প্রথম ইনিংসের চেয়ে আরও ঝোড়ো গতিতে ব্যাটিং করেছে ইংল্যান্ড। ৩৫.৫ ওভার ব্যাটিং করে ৭ উইকেটে ২৬৪ রানে ইনিংস ঘোষণা করে ইংলিশরা। এই ইনিংসে ফিফটি তুলে নিয়েছেন তিন ইংলিশ ব্যাটার। ৬৫ বলে ইনিংস সর্বোচ্চ ৮৭ রান করেন হ্যারি ব্রুক। এছাড়া জো রুট ৬৯ বলে করেন ৭৩ রান এবং জ্যাক ক্রলি করেন ৪৮ বলে ৫০ রান। পাকিস্তানি বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন নাসিম শাহ, মোহাম্মদ আলি এবং জাহিদ মাহমুদ।
৩৪৩ রানের লক্ষ্যে দলীয় ২০ রানেই পাকিস্তান হারায় প্রথম উইকেট। ৬ রান করা শফিকের উইকেট তুলে নেন ওলি রবিনসন। দুই বল পর রবিনসনের বাউন্সারে আহত হয়ে মাঠ ছাড়েন আজহার আলি। বাবর মাত্র ৪ রান করে আউট হয়ে যান। পাকিস্তানি অধিনায়কের উইকেট নেন বেন স্টোকস। ৮০ রানে ২ উইকেট হারিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে পকিস্তান। ইমাম-উল-হক অপরাজিত আছেন ৪৩ রান করে এবং সৌদ শাকিল ২৪ রান করে অপরাজিত আছেন।

রাওয়ালপিন্ডিতে চতুর্থ দিনে আধিপত্য বিস্তার করে খেলেছে ইংল্যান্ড। ব্যাটিং, বোলিং-সব দিক থেকেই পাকিস্তানের ওপর ছড়ি ঘড়িয়েছে ইংল্যান্ড। ৩৪৩ রানের লক্ষ্য দিয়ে পাকিস্তানের দুটো উইকেট এরই মধ্যে তুলে নিয়েছে ইংল্যান্ড। আগামীকাল শেষ দিনে পাকিস্তানের জয়ের জন্য দরকার আরও ২৬৩ রান।
৪৯৯ রানে ৭ উইকেট নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে পাকিস্তান। ৮০ রান যোগ করতেই পাকিস্তান তাদের শেষ তিন উইকেট হারায়। স্বাগতিকেরা ৫৭৯ রানে অলআউট হলে ৭৮ রানের লিড পায় ইংল্যান্ড। পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ ১৩৬ রান করেন বাবর আজম। ইংল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ছয় উইকেট নিয়েছেন উইল জ্যাকস। প্রথম ইনিংসের চেয়ে আরও ঝোড়ো গতিতে ব্যাটিং করেছে ইংল্যান্ড। ৩৫.৫ ওভার ব্যাটিং করে ৭ উইকেটে ২৬৪ রানে ইনিংস ঘোষণা করে ইংলিশরা। এই ইনিংসে ফিফটি তুলে নিয়েছেন তিন ইংলিশ ব্যাটার। ৬৫ বলে ইনিংস সর্বোচ্চ ৮৭ রান করেন হ্যারি ব্রুক। এছাড়া জো রুট ৬৯ বলে করেন ৭৩ রান এবং জ্যাক ক্রলি করেন ৪৮ বলে ৫০ রান। পাকিস্তানি বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন নাসিম শাহ, মোহাম্মদ আলি এবং জাহিদ মাহমুদ।
৩৪৩ রানের লক্ষ্যে দলীয় ২০ রানেই পাকিস্তান হারায় প্রথম উইকেট। ৬ রান করা শফিকের উইকেট তুলে নেন ওলি রবিনসন। দুই বল পর রবিনসনের বাউন্সারে আহত হয়ে মাঠ ছাড়েন আজহার আলি। বাবর মাত্র ৪ রান করে আউট হয়ে যান। পাকিস্তানি অধিনায়কের উইকেট নেন বেন স্টোকস। ৮০ রানে ২ উইকেট হারিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে পকিস্তান। ইমাম-উল-হক অপরাজিত আছেন ৪৩ রান করে এবং সৌদ শাকিল ২৪ রান করে অপরাজিত আছেন।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৯ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১০ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১১ ঘণ্টা আগে