নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

টানা তৃতীয় ওয়ানডেতে টস জিতলেন কুশল মেন্ডিস। দুই দলই ইতিমধ্যে একটি করে ম্যাচে জিতেছে। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অলিখিত ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক মেন্ডিস।
বাংলাদেশের শেষ ওয়ানডের একাদশে তিন পরিবর্তন। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে তানজিম হাসান সাকিব ছিটকে গেছেন এ ম্যাচ থেকে থেকে। সাকিবের জায়গায় সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান।
ছন্দ হারিয়ে দল থেকে বাদ পড়েন লিটন দাস। আজ ওপেনিংয়ে সৌম্য সরকারের সঙ্গী এনামুল হক বিজয়। আগের দুই ওয়ানডেতে বেশ ভালো বোলিং করতে পারেননি বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও। এই ম্যাচে তাঁকে বাদ দিয়ে একাদশে নেওয়া হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনকে।
বিপরীতে লঙ্কানরা খেলছে এক পরিবর্তন নিয়ে। বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কাও ছিটকে গেছেন শেষ ওয়ানডে থেকে। তাঁর জায়গায় একাদশে ফিরেছেন স্পিনার মাহেশ তিকসানা।
বাংলাদেশের একাদশে তিন পেসার ও দুই স্পিনার। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজের সঙ্গে স্পিন আক্রমণে মেহেদী হাসান মিরাজ ও রিশাদ। শ্রীলঙ্কা খেলছে দুই পেসার ও তিন স্পিনার নিয়ে। লাহিরু কুমারা ও প্রমোদ মাদুশানের সঙ্গে তিন স্পিনার দুনিত ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও তিকশানা। খন্ডকালীন পেস বোলিংয়ের জন্য অলরাউন্ডার জানিত লিয়ানাগেও আছেন।
এই ম্যাচের আগে বাংলাদেশ দলের প্রেরণা ২০২১ সালে লঙ্কানদের বিপক্ষে ২-১ ব্যবধানে হোম সিরিজ জয়। দুই দলের আগের ৯টি ওয়ানডে সিরিজে লঙ্কানদের জয় ছয়টিতে। দুটি সিরিজ সমতায় আর একটি সিরিজে জিতেছে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার একাদশ:
কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), আভিষ্কা ফার্নান্দো, পাতুম নিসাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, মাহিশ তিকশানা, লাহিরু কুমারা,প্রমোদ মাদুশান।

টানা তৃতীয় ওয়ানডেতে টস জিতলেন কুশল মেন্ডিস। দুই দলই ইতিমধ্যে একটি করে ম্যাচে জিতেছে। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অলিখিত ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক মেন্ডিস।
বাংলাদেশের শেষ ওয়ানডের একাদশে তিন পরিবর্তন। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে তানজিম হাসান সাকিব ছিটকে গেছেন এ ম্যাচ থেকে থেকে। সাকিবের জায়গায় সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান।
ছন্দ হারিয়ে দল থেকে বাদ পড়েন লিটন দাস। আজ ওপেনিংয়ে সৌম্য সরকারের সঙ্গী এনামুল হক বিজয়। আগের দুই ওয়ানডেতে বেশ ভালো বোলিং করতে পারেননি বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও। এই ম্যাচে তাঁকে বাদ দিয়ে একাদশে নেওয়া হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনকে।
বিপরীতে লঙ্কানরা খেলছে এক পরিবর্তন নিয়ে। বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কাও ছিটকে গেছেন শেষ ওয়ানডে থেকে। তাঁর জায়গায় একাদশে ফিরেছেন স্পিনার মাহেশ তিকসানা।
বাংলাদেশের একাদশে তিন পেসার ও দুই স্পিনার। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজের সঙ্গে স্পিন আক্রমণে মেহেদী হাসান মিরাজ ও রিশাদ। শ্রীলঙ্কা খেলছে দুই পেসার ও তিন স্পিনার নিয়ে। লাহিরু কুমারা ও প্রমোদ মাদুশানের সঙ্গে তিন স্পিনার দুনিত ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও তিকশানা। খন্ডকালীন পেস বোলিংয়ের জন্য অলরাউন্ডার জানিত লিয়ানাগেও আছেন।
এই ম্যাচের আগে বাংলাদেশ দলের প্রেরণা ২০২১ সালে লঙ্কানদের বিপক্ষে ২-১ ব্যবধানে হোম সিরিজ জয়। দুই দলের আগের ৯টি ওয়ানডে সিরিজে লঙ্কানদের জয় ছয়টিতে। দুটি সিরিজ সমতায় আর একটি সিরিজে জিতেছে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার একাদশ:
কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), আভিষ্কা ফার্নান্দো, পাতুম নিসাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, মাহিশ তিকশানা, লাহিরু কুমারা,প্রমোদ মাদুশান।

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৩ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৪ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৫ ঘণ্টা আগে