Ajker Patrika

দলকে ভারতে রেখে হঠাৎ ঢাকায় সাকিব

দলকে ভারতে রেখে হঠাৎ ঢাকায় সাকিব

দলকে ভারতে রেখে হঠাৎ করেই ঢাকায় ফিরেছেন সাকিব আল হাসান। আজ সকালে ঢাকায় এসে পৌঁছান বাংলাদেশ অধিনায়ক। 

বিদেশ-বিভুঁইয়ে দলছুট হয়ে দেশে ফেরা সাকিবের জন্য অবশ্য নতুন কিছু নয়। এই তো গত এশিয়া কাপ চলার সময়ও শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে এসেছিলেন তিনি। কিন্তু বিশ্বকাপে যখন একের পর হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ, তখন কী এমন জরুরি দরকার পড়ল যে, দেশে ফিরে আসতে হবে অধিনায়ককে! 

বাজে ফর্মে রয়েছেন সাকিব আল হাসান। চলতি বিশ্বকাপে ৪ ম্যাচে ১৪.০০ গড়ে করেছেন মাত্র ৫৬ রান। বল হাতেও যে খুব সফল, তেমনটি বলা যাবে না। চার ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। চোট থেকে ফিরে গতকাল মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেললেও দেখা যায়নি তাঁর অলরাউন্ড নৈপুণ্য। দলও হেরেছে বড় ব্যবধানে। 

দলকে ভারতে রেখে ফিরলেও ছন্দে ফেরার একটা তাগিদ থেকেই দেশে ফিরেছেন সাকিব। সকালে ঢাকায় পা রেখেই তাই দুপুরে ছুটে গিয়েছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ইনডোরে কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে অনুশীলন করছেন তিনি। 

কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশের পরের ম্যাচ ২৮ অক্টোবর, নেদারল্যান্ডসের বিপক্ষে। সে ম্যাচের আগের দিন অর্থাৎ ২৭ অক্টোবরই কলকাতায় গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব আল হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত