
টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারালেও আফগানিস্তান পারছিল না ওয়ানডে সংস্করণে। এশিয়া কাপ, বিশ্বকাপ, ওয়ানডে সিরিজ-সব খানেই কাছাকাছি গিয়ে পা হড়কাচ্ছিল আফগানরা। অবশেষে গতকাল চেন্নাইতে বিশ্বকাপের মঞ্চে ‘পাকিস্তান ডেডলক’ ভাঙে হাশমাতুল্লাহ শাহিদীর আফগানিস্তান। পাকিস্তানকে হারানোর পর স্বাভাবিকভাবেই ছিল আফগানদের বাধভাঙা উচ্ছ্বাস।
প্রথমে ব্যাটিং করে পাকিস্তান করেছিল ৭ উইকেটে ২৮২ রান। রান তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখে স্কোর লেভেল করে আফগানিস্তান। ৪৯ তম ওভারের শেষ বলে শাহিন শাহ আফ্রিদিকে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে চার মারেন আফগান অধিনায়ক শাহিদী। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডেতে জয় নিশ্চিত হওয়ার পর উল্লাসে ফেটে পড়ে আফগানিস্তান ডাগআউট। বিজয়ের উল্লাসে এরপর মাঠ প্রদক্ষিণ করে আফগান ক্রিকেট দল। বিশেষ করে, রশিদ খানের উচ্ছ্বাস ছিল দেখার মতো। মাঠের মধ্যেই নাচানাচি শুরু করেন আফগান লেগস্পিনিং। রশিদকে দেখে নাচের লোভ সামলাতে পারেননি ২০২৩ বিশ্বকাপে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করা ইরফান পাঠান। রশিদের সঙ্গে তাল মিলিয়ে ভাঙরা নাচ নাচেন পাঠান।
রশিদ-পাঠানের নাচের দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিকমাধ্যমে। টুইটারে কেউ একজন লিখেছেন, ‘রশিদ খানের সঙ্গে নাচছেন ইরফান পাঠান। চিপকের দিনের সেরা ভিডিও এটা।’ একই সঙ্গে আফগানিস্তান দলকেও প্রশংসায় ভাসিয়েছেন পাঠান। ভারতের সাবেক বাঁহাতি পেসার টুইট করেন, ‘রশিদ খান কথা দিয়ে কথা রেখেছে। আমিও আমার কথা রাখলাম। সাবাশ ছেলেরা।’
এবারের বিশ্বকাপে পাকিস্তান, আফগানিস্তান দুটো দলই খেলেছে পাঁচটি করে ম্যাচ। দুটো দলেরই সমান ৪ পয়েন্ট। পয়েন্ট তালিকার ৫ নম্বরে থাকা পাকিস্তানের নেট রানরেট-০.৪০০। আর-০.৯৬৯ নেট রানরেট নিয়ে ছয়ে রয়েছে আফগানরা। পাকিস্তানের আগে এবারের বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে আফগানরা।

টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারালেও আফগানিস্তান পারছিল না ওয়ানডে সংস্করণে। এশিয়া কাপ, বিশ্বকাপ, ওয়ানডে সিরিজ-সব খানেই কাছাকাছি গিয়ে পা হড়কাচ্ছিল আফগানরা। অবশেষে গতকাল চেন্নাইতে বিশ্বকাপের মঞ্চে ‘পাকিস্তান ডেডলক’ ভাঙে হাশমাতুল্লাহ শাহিদীর আফগানিস্তান। পাকিস্তানকে হারানোর পর স্বাভাবিকভাবেই ছিল আফগানদের বাধভাঙা উচ্ছ্বাস।
প্রথমে ব্যাটিং করে পাকিস্তান করেছিল ৭ উইকেটে ২৮২ রান। রান তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখে স্কোর লেভেল করে আফগানিস্তান। ৪৯ তম ওভারের শেষ বলে শাহিন শাহ আফ্রিদিকে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে চার মারেন আফগান অধিনায়ক শাহিদী। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডেতে জয় নিশ্চিত হওয়ার পর উল্লাসে ফেটে পড়ে আফগানিস্তান ডাগআউট। বিজয়ের উল্লাসে এরপর মাঠ প্রদক্ষিণ করে আফগান ক্রিকেট দল। বিশেষ করে, রশিদ খানের উচ্ছ্বাস ছিল দেখার মতো। মাঠের মধ্যেই নাচানাচি শুরু করেন আফগান লেগস্পিনিং। রশিদকে দেখে নাচের লোভ সামলাতে পারেননি ২০২৩ বিশ্বকাপে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করা ইরফান পাঠান। রশিদের সঙ্গে তাল মিলিয়ে ভাঙরা নাচ নাচেন পাঠান।
রশিদ-পাঠানের নাচের দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিকমাধ্যমে। টুইটারে কেউ একজন লিখেছেন, ‘রশিদ খানের সঙ্গে নাচছেন ইরফান পাঠান। চিপকের দিনের সেরা ভিডিও এটা।’ একই সঙ্গে আফগানিস্তান দলকেও প্রশংসায় ভাসিয়েছেন পাঠান। ভারতের সাবেক বাঁহাতি পেসার টুইট করেন, ‘রশিদ খান কথা দিয়ে কথা রেখেছে। আমিও আমার কথা রাখলাম। সাবাশ ছেলেরা।’
এবারের বিশ্বকাপে পাকিস্তান, আফগানিস্তান দুটো দলই খেলেছে পাঁচটি করে ম্যাচ। দুটো দলেরই সমান ৪ পয়েন্ট। পয়েন্ট তালিকার ৫ নম্বরে থাকা পাকিস্তানের নেট রানরেট-০.৪০০। আর-০.৯৬৯ নেট রানরেট নিয়ে ছয়ে রয়েছে আফগানরা। পাকিস্তানের আগে এবারের বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে আফগানরা।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
৩ ঘণ্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
৪ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
৪ ঘণ্টা আগে