Ajker Patrika

শ্রীলঙ্কাকে হেসেখেলে হারাল আফগানিস্তান

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১০: ২৩
শ্রীলঙ্কাকে হেসেখেলে হারাল আফগানিস্তান

প্রথমবারের মতো শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ খেলতে আসে আফগানিস্তান ক্রিকেট দল। এই সিরিজে শুভসূচনা করে আফগানিস্তান। পাল্লেকেলেতে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৬০ রানে হারিয়েছে আফগানিস্তান। তাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল আফগানরা। 

২৯৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ১০ ওভারে লঙ্কানরা করে ২ উইকেটে ৭১ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও স্বাগতিকদের সাবলীলভাবেই এগিয়ে নিচ্ছিলেন পাথুম নিশাঙ্কা। লঙ্কান এই ওপেনার পেলেন চতুর্থ ওয়ানডে ফিফটি। তবে ২৯.৩ ওভারে ফজলহক ফারুকির বলে বোল্ড হয়ে যান নিশাঙ্কা। ইনিংসে সর্বোচ্চ ৮৩ বলে ৮৫ রান করেন এই ওপেনার। তখন শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৬৮ রান। এখান থেকেই মূলত লঙ্কানদের ইনিংসের ভাঙন শুরু হয়। ৩৮ ওভারে ২৩৪ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। আফগান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ফজলহক ফারুকি। 

ম্যাচসেরা হয়েছেন ইব্রাহিম জাদরান। ১২০ বলে ১০৬ রান করেছেন তিনি। ১১টি চার মেরেছেন আফগানিস্তানের ব্যাটার।

এর আগে পাল্লেকেলেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আফগানিস্তানের অধিনায়ক হাশমাতুল্লাহ শহীদি। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে আফগানরা করে ২৯৪ রান। ইনিংসে সর্বোচ্চ ১০৬ রান আসে ইব্রাহিমের ব্যাট থেকে, যা এই আফগান ব্যাটারের ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত