ক্রীড়া ডেস্ক

গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি এটাই। এমন রেকর্ড সেঞ্চুরির পর আইসিসি র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে আজ শুরু হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্ট। এই টেস্ট চলার সময়ই সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। হালনাগাদের পর ২১ ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন ২৯ নম্বরে শান্ত। তাঁর রেটিং পয়েন্ট ৬১৩। গলে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৪৮ রানের পর দ্বিতীয় ইনিংসে ১২৫ রান করে অপরাজিত ছিলেন তিনি। শান্তর রেকর্ড গড়ার এই টেস্ট ড্র হয়েছে।
গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ড্রয়ের পর র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন মুশফিকুর রহিমও। ১১ ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন ২৮ নম্বরে মুশফিক। ৩৮ বছর বয়সী বাংলাদেশি এই ব্যাটারের রেটিং পয়েন্ট ৬১৫। লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসেও সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। শান্তর সঙ্গে দুই ইনিংসেই সেঞ্চুরি জুটি গড়তে মুশফিকের অবদান ছিল অসাধারণ।
হেডিংলিতে গতকাল সিরিজের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে ৫ উইকেটের অসাধারণ জয় পেয়েছে ইংল্যান্ড। এই টেস্টের পর ভারত-ইংল্যান্ডের ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ে অনেক উন্নতি হয়েছে। ৫ ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন আট নম্বরে ইংল্যান্ডের বেন ডাকেট। তাঁর রেটিং পয়েন্ট ৭৮৭। ২১১ রান করে (৬২ ও ১৪৯) হেডিংলিতে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ডাকেটের চেয়ে ১৪ রেটিং পয়েন্ট বেশি নিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সাত নম্বরে ঋষভ পন্ত। হেডিংলিতে জোড়া সেঞ্চুরির পর (১৩৪ ও ১১৮) তিনি এগিয়েছেন এক ধাপ।
ভারতকে হারানোর পর অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সেরা পাঁচে উঠে এসেছেন ইংল্যান্ড টেস্ট অধিনায়ক বেন স্টোকস। ২৫৪ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে স্টোকস। তিনি এগিয়েছেন তিন ধাপ। হেডিংলিতে ৫৩ রানের পাশাপাশি নিয়েছেন ৫ উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসে নিয়েছেন ৪ উইকেট। ৩৭৬ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে রবীন্দ্র জাদেজা। এই তালিকায় দুইয়ে থাকা মিরাজের রেটিং পয়েন্ট ৩২১।
টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা আটে অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ৯০৭ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার জসপ্রীত বুমরা। হেডিংলিতে প্রথম ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। ৮৬৮ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে দুইয়ে কাগিসো রাবাদা। দুই ধাপ এগিয়ে এই তালিকায় দশে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলস। ৯ নম্বরে অবস্থান করছেন মিচেল স্টার্ক। তিনি এগিয়েছেন এক ধাপ।
৮৮৯ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট। হেডিংলিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। রুটসহ টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথম ছয় স্থানের কোনো পরিবর্তন হয়নি।

গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি এটাই। এমন রেকর্ড সেঞ্চুরির পর আইসিসি র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে আজ শুরু হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্ট। এই টেস্ট চলার সময়ই সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। হালনাগাদের পর ২১ ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন ২৯ নম্বরে শান্ত। তাঁর রেটিং পয়েন্ট ৬১৩। গলে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৪৮ রানের পর দ্বিতীয় ইনিংসে ১২৫ রান করে অপরাজিত ছিলেন তিনি। শান্তর রেকর্ড গড়ার এই টেস্ট ড্র হয়েছে।
গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ড্রয়ের পর র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন মুশফিকুর রহিমও। ১১ ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন ২৮ নম্বরে মুশফিক। ৩৮ বছর বয়সী বাংলাদেশি এই ব্যাটারের রেটিং পয়েন্ট ৬১৫। লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসেও সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। শান্তর সঙ্গে দুই ইনিংসেই সেঞ্চুরি জুটি গড়তে মুশফিকের অবদান ছিল অসাধারণ।
হেডিংলিতে গতকাল সিরিজের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে ৫ উইকেটের অসাধারণ জয় পেয়েছে ইংল্যান্ড। এই টেস্টের পর ভারত-ইংল্যান্ডের ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ে অনেক উন্নতি হয়েছে। ৫ ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন আট নম্বরে ইংল্যান্ডের বেন ডাকেট। তাঁর রেটিং পয়েন্ট ৭৮৭। ২১১ রান করে (৬২ ও ১৪৯) হেডিংলিতে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ডাকেটের চেয়ে ১৪ রেটিং পয়েন্ট বেশি নিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সাত নম্বরে ঋষভ পন্ত। হেডিংলিতে জোড়া সেঞ্চুরির পর (১৩৪ ও ১১৮) তিনি এগিয়েছেন এক ধাপ।
ভারতকে হারানোর পর অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সেরা পাঁচে উঠে এসেছেন ইংল্যান্ড টেস্ট অধিনায়ক বেন স্টোকস। ২৫৪ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে স্টোকস। তিনি এগিয়েছেন তিন ধাপ। হেডিংলিতে ৫৩ রানের পাশাপাশি নিয়েছেন ৫ উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসে নিয়েছেন ৪ উইকেট। ৩৭৬ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে রবীন্দ্র জাদেজা। এই তালিকায় দুইয়ে থাকা মিরাজের রেটিং পয়েন্ট ৩২১।
টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা আটে অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ৯০৭ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার জসপ্রীত বুমরা। হেডিংলিতে প্রথম ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। ৮৬৮ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে দুইয়ে কাগিসো রাবাদা। দুই ধাপ এগিয়ে এই তালিকায় দশে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলস। ৯ নম্বরে অবস্থান করছেন মিচেল স্টার্ক। তিনি এগিয়েছেন এক ধাপ।
৮৮৯ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট। হেডিংলিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। রুটসহ টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথম ছয় স্থানের কোনো পরিবর্তন হয়নি।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশ ক্রিকেটের সমর্থকেরা। সেই আলোচনা গড়িয়েছে সরকারের টেবিলেও। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে আইসিসি। যদিও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি তারা। আজ রোববার ছুটির দিন হওয়ায় কোনো সভায় বসেনি। তবে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার ক্ষেত্রে আইসিসির মনোভাব ইতি
৩ ঘণ্টা আগে
নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল। আজ দুপুরে জরুরি সভার পর এ সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসির কাছে চিঠিও পাঠিয়েছে তারা। এর পরিপ্রেক্ষিতে দ্রুত আইসিসির জবাব ও সহমর্মিতা প্রত্যাশা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে
নিলাম থেকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের কেনার ২০ দিনও হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে গতকাল এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের বাঁহাতি পেসারের নাম ছেঁটে ফেলে কেকেআর। ভারতের সাবেক ক্রিকেটার কীর্তি আজাদসহ বাংলাদেশের বিসিসিআইয়ের ওপর তোপ দেগেছে
৪ ঘণ্টা আগে