
খেলায় দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার অনেকবারই হাতে-নাতে মাঠে পেয়েছেন বীরেন্দর শেবাগ, অরবিন্দ ডি সিলভা ও ডায়ানা এদুলজি। তবে এবার বর্ণাঢ্য ক্যারিয়ারের সম্মানসূচক স্বীকৃতি পাচ্ছেন তাঁরা। আইসিসির ‘হল অব ফেমে’ জায়গা পেয়েছেন ক্রিকেট ইতিহাসের তিন কিংবদন্তি।
এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিবৃতিতে জানিয়েছে, আইসিসির হল অব ফেমে সর্বশেষ যুক্ত হয়েছেন খেলাটির তিন কিংবদন্তি।
ভারতীয় নারী দলের হয়ে তিন দশকের ক্যারিয়ার এদুলজির। ভারতের হয়ে অধিনায়কত্বও করেছিলেন তিনি। তাঁকে ভারতীয় নারী ক্রিকেটের অগ্রদূত হিসেবে ধরা হয়। দীর্ঘ এই ক্যারিয়ারে ২০ টেস্ট ও ৩৪ ওয়ানডে খেলেছেন তিনি। সব সংস্করণ মিলিয়ে ৬১৫ রানের বিপরীতে বাঁহাতি স্পিনে ১০৯ উইকেটে নিয়েছেন ভারতীয় কিংবদন্তি।
দীর্ঘ ক্যারিয়ারে কখনো বিশ্বকাপ জিততে পারেননি এদুলজি। অবশ্য তিনি নন এখন পর্যন্ত কোনো বিশ্বকাপই জিততে পারেনি ভারতের নারী দল। নারী কিংবদন্তি জিততে না পারলেও ভারতের হয়ে বিশ্বকাপ জিতেছেন শেবাগ। ২০০৭ সালে টি–টোয়েন্টি সংস্করণের প্রথম বিশ্বকাপ জয়ের পর ২০১১ ওয়ানডে বিশ্বকাপের জয়ী সদস্যও ভারতের সাবেক ওপেনার। ভারতকে দুই বিশ্বকাপ জেতাতেই অনন্য অবদান ছিল তাঁর।
খেলোয়াড়ি জীবনে বিধ্বংসী ওপেনার হিসেবেই পরিচিত ছিলেন শেবাগ। সব সংস্করণেই নিজের আক্রমণাত্মক ব্যাটিং মেজাজে খেলেছেন তিনি। মূলত, ওপেনিং জুটির সংজ্ঞাই বদলে দিয়েছিলেন তিনি। ক্যারিয়ারে সব সংস্করণ মিলিয়ে ১৭ হাজারের বেশি রান করেছেন সাবেক ওপেনার। সঙ্গে উইকেট নিয়েছেন ১৩৬ টি।
হল অফ ফেমে জায়গা পাওয়া অরবিন্দ ডি সিলভাও শেবাগের মতো বিশ্বকাপজয়ী। শ্রীলঙ্কাকে প্রথম বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। ১৯৯৬ বিশ্বকাপের ফাইনালে তাঁর সেঞ্চুরিতেই অস্ট্রেলিয়াকে হারায় শ্রীলঙ্কা। টুর্নামেন্টের সেমিফাইনালেও ভারতের বিপক্ষে দলকে উদ্ধার করেছিলেন তিনি। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে সব মিলিয়ে ৪০১ ম্যাচে প্রায় ১৬ হাজার রান করেছেন তিনি। অফস্পিন বোলিংয়ে তাঁর নামের পাশে রয়েছে ১৩৫ উইকেট।
এই তিন কিংবদন্তিসহ এখন পর্যন্ত নারী ও পুরুষ মিলিয়ে আইসিসির ‘হল অব ফেমে’ জায়গা পেয়েছেন ১১২ ক্রিকেটার। আগামী ১৫ নভেম্বর বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের দিন শেবাগ, অরবিন্দ ডি সিলভা ও এদুলজিকে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

খেলায় দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার অনেকবারই হাতে-নাতে মাঠে পেয়েছেন বীরেন্দর শেবাগ, অরবিন্দ ডি সিলভা ও ডায়ানা এদুলজি। তবে এবার বর্ণাঢ্য ক্যারিয়ারের সম্মানসূচক স্বীকৃতি পাচ্ছেন তাঁরা। আইসিসির ‘হল অব ফেমে’ জায়গা পেয়েছেন ক্রিকেট ইতিহাসের তিন কিংবদন্তি।
এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিবৃতিতে জানিয়েছে, আইসিসির হল অব ফেমে সর্বশেষ যুক্ত হয়েছেন খেলাটির তিন কিংবদন্তি।
ভারতীয় নারী দলের হয়ে তিন দশকের ক্যারিয়ার এদুলজির। ভারতের হয়ে অধিনায়কত্বও করেছিলেন তিনি। তাঁকে ভারতীয় নারী ক্রিকেটের অগ্রদূত হিসেবে ধরা হয়। দীর্ঘ এই ক্যারিয়ারে ২০ টেস্ট ও ৩৪ ওয়ানডে খেলেছেন তিনি। সব সংস্করণ মিলিয়ে ৬১৫ রানের বিপরীতে বাঁহাতি স্পিনে ১০৯ উইকেটে নিয়েছেন ভারতীয় কিংবদন্তি।
দীর্ঘ ক্যারিয়ারে কখনো বিশ্বকাপ জিততে পারেননি এদুলজি। অবশ্য তিনি নন এখন পর্যন্ত কোনো বিশ্বকাপই জিততে পারেনি ভারতের নারী দল। নারী কিংবদন্তি জিততে না পারলেও ভারতের হয়ে বিশ্বকাপ জিতেছেন শেবাগ। ২০০৭ সালে টি–টোয়েন্টি সংস্করণের প্রথম বিশ্বকাপ জয়ের পর ২০১১ ওয়ানডে বিশ্বকাপের জয়ী সদস্যও ভারতের সাবেক ওপেনার। ভারতকে দুই বিশ্বকাপ জেতাতেই অনন্য অবদান ছিল তাঁর।
খেলোয়াড়ি জীবনে বিধ্বংসী ওপেনার হিসেবেই পরিচিত ছিলেন শেবাগ। সব সংস্করণেই নিজের আক্রমণাত্মক ব্যাটিং মেজাজে খেলেছেন তিনি। মূলত, ওপেনিং জুটির সংজ্ঞাই বদলে দিয়েছিলেন তিনি। ক্যারিয়ারে সব সংস্করণ মিলিয়ে ১৭ হাজারের বেশি রান করেছেন সাবেক ওপেনার। সঙ্গে উইকেট নিয়েছেন ১৩৬ টি।
হল অফ ফেমে জায়গা পাওয়া অরবিন্দ ডি সিলভাও শেবাগের মতো বিশ্বকাপজয়ী। শ্রীলঙ্কাকে প্রথম বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। ১৯৯৬ বিশ্বকাপের ফাইনালে তাঁর সেঞ্চুরিতেই অস্ট্রেলিয়াকে হারায় শ্রীলঙ্কা। টুর্নামেন্টের সেমিফাইনালেও ভারতের বিপক্ষে দলকে উদ্ধার করেছিলেন তিনি। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে সব মিলিয়ে ৪০১ ম্যাচে প্রায় ১৬ হাজার রান করেছেন তিনি। অফস্পিন বোলিংয়ে তাঁর নামের পাশে রয়েছে ১৩৫ উইকেট।
এই তিন কিংবদন্তিসহ এখন পর্যন্ত নারী ও পুরুষ মিলিয়ে আইসিসির ‘হল অব ফেমে’ জায়গা পেয়েছেন ১১২ ক্রিকেটার। আগামী ১৫ নভেম্বর বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের দিন শেবাগ, অরবিন্দ ডি সিলভা ও এদুলজিকে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), আইপিএল, পাকিস্তান সুপার লিগ, আইএল টি-টোয়েন্টি, এসএ টোয়েন্টিসহ বিশ্বের প্রায় সব ধরনের টুর্নামেন্টেই দেখা যায় আফগানিস্তানের ক্রিকেটারদের। মোহাম্মদ নবি, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজল হক ফারুকিদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই টুর্নামেন্টগুলোতে
১৯ মিনিট আগে
সময় যত এগোচ্ছে, ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ-উদ্দীপনা বাড়ছে। শুরু হলেও এখনই টের পাওয়া যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ আমেজ। ৩৩ দিনে ৫০০ কোটিরও বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। ২০০-এর বেশি দেশের বিপুল পরিমাণ দর্শক মাঠে বসে খেলা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বক্তব্য ঘিরে গতকাল থেকেই উত্তপ্ত দেশের ক্রিকেট। তিনি পদত্যাগ না করলে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন গত রাতেই সব ধরনের ক্রিকেট বন্ধের হুমকি দিয়েছেন। ক্রিকেটাররা হোটেল শেরাটনে যাচ্ছেন।
২ ঘণ্টা আগে
তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’, ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া—গত কয়েক দিনে নানা রকম বিতর্কিত মন্তব্য করা এম নাজমুল ইসলামের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি।
২ ঘণ্টা আগে