
দক্ষিণ আফ্রিকার মাঠে সীমিত ওভারের ক্রিকেটের সিরিজ ভারত জিতেছে অনেকবার। এই তো এবারই লোকেশ রাহুলের নেতৃত্বে ওয়ানডে সিরিজ জিতল ভারত। তবে প্রসঙ্গ যখন দক্ষিণ আফ্রিকার মাঠে টেস্ট সিরিজ জেতার, সেক্ষেত্রে ভারতের ভান্ডার শূন্য। ১৯৯২ থেকে শুরু করে ভারত একবারও ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রোটিয়াদের বিপক্ষে তাদের মাঠে সিরিজ জিততে পারেনি।
২০২৩ বিশ্বকাপের পর ভারত ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। টি-টোয়েন্টি সিরিজ শেষে ভারত শুরু করেছে দক্ষিণ আফ্রিকা সফর। সেই সফরকে সামনে রেখে ভারত তিন সংস্করণের দল ঘোষণা করে। যেখানে টেস্ট সিরিজের দলে ফিটনেস সাপেক্ষে ছিলেন শামি। তবে গোড়ালির চোটে সিরিজ থেকে ছিটকে পড়েন ভারতীয় এই পেসার। অথচ দক্ষিণ আফ্রিকাকে পেলে শামি জ্বলে ওঠেন দারুণভাবে। টেস্টে এখন পর্যন্ত ২২৯ উইকেটের মধ্যে সবচেয়ে বেশি ৪৮ উইকেট নিয়েছেন প্রোটিয়াদের বিপক্ষে। প্রোটিয়াদের বিপক্ষে খেলেছেন ১১ টেস্ট। ৪৮ উইকেটের ৩৫টিই নিয়েছেন দক্ষিণ আফ্রিকার মাঠে।
শামির টেস্ট সিরিজে না থাকার অভাব ফুটে উঠেছে রোহিত শর্মার কণ্ঠেও। সেঞ্চুরিয়নে আগামীকাল সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা-ভারত। তার আগে আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক বলেন, ‘খুবই গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ এটা। আমাদের কখনো এখানে (দক্ষিণ আফ্রিকা) সিরিজ জেতা হয়নি। আমরা বেশ কাছাকাছি গিয়েছিলাম গত দুই বার। আমাদের পেসাররা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় ভালো করেছে। আর শামির না থাকা বড় একটা ধাক্কা।’
শামি ছাড়া ভারতের পেস বোলিং ডিপার্টমেন্টে বেশ কজন তারকা ক্রিকেটার আছেন। এক্ষেত্রে জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজের মতো তারকাদের পেস আক্রমণে নেতৃত্ব দিতে হবে। সঙ্গে থাকছেন মুকেশ কুমার, প্রসিধ কৃষ্ণার মতো তরুণ ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতের পেস বোলিং সম্পর্কে ওয়াসিম জাফর টুইট করেন, ‘দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে শামির অভাব ভালোই বোধ করবে ভারত। তবে মুকেশ ও প্রসিধদের জন্য এটা দারুণ এক সুযোগ। তাদের প্রমাণ করতে হবে যে তারা ভারতের পেস বোলিংয়ের ভবিষ্যৎ। দক্ষিণ আফ্রিকায় বোলিং করার মতো ভালো সুযোগ আর পাবে না।’

দক্ষিণ আফ্রিকার মাঠে সীমিত ওভারের ক্রিকেটের সিরিজ ভারত জিতেছে অনেকবার। এই তো এবারই লোকেশ রাহুলের নেতৃত্বে ওয়ানডে সিরিজ জিতল ভারত। তবে প্রসঙ্গ যখন দক্ষিণ আফ্রিকার মাঠে টেস্ট সিরিজ জেতার, সেক্ষেত্রে ভারতের ভান্ডার শূন্য। ১৯৯২ থেকে শুরু করে ভারত একবারও ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রোটিয়াদের বিপক্ষে তাদের মাঠে সিরিজ জিততে পারেনি।
২০২৩ বিশ্বকাপের পর ভারত ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। টি-টোয়েন্টি সিরিজ শেষে ভারত শুরু করেছে দক্ষিণ আফ্রিকা সফর। সেই সফরকে সামনে রেখে ভারত তিন সংস্করণের দল ঘোষণা করে। যেখানে টেস্ট সিরিজের দলে ফিটনেস সাপেক্ষে ছিলেন শামি। তবে গোড়ালির চোটে সিরিজ থেকে ছিটকে পড়েন ভারতীয় এই পেসার। অথচ দক্ষিণ আফ্রিকাকে পেলে শামি জ্বলে ওঠেন দারুণভাবে। টেস্টে এখন পর্যন্ত ২২৯ উইকেটের মধ্যে সবচেয়ে বেশি ৪৮ উইকেট নিয়েছেন প্রোটিয়াদের বিপক্ষে। প্রোটিয়াদের বিপক্ষে খেলেছেন ১১ টেস্ট। ৪৮ উইকেটের ৩৫টিই নিয়েছেন দক্ষিণ আফ্রিকার মাঠে।
শামির টেস্ট সিরিজে না থাকার অভাব ফুটে উঠেছে রোহিত শর্মার কণ্ঠেও। সেঞ্চুরিয়নে আগামীকাল সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা-ভারত। তার আগে আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক বলেন, ‘খুবই গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ এটা। আমাদের কখনো এখানে (দক্ষিণ আফ্রিকা) সিরিজ জেতা হয়নি। আমরা বেশ কাছাকাছি গিয়েছিলাম গত দুই বার। আমাদের পেসাররা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় ভালো করেছে। আর শামির না থাকা বড় একটা ধাক্কা।’
শামি ছাড়া ভারতের পেস বোলিং ডিপার্টমেন্টে বেশ কজন তারকা ক্রিকেটার আছেন। এক্ষেত্রে জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজের মতো তারকাদের পেস আক্রমণে নেতৃত্ব দিতে হবে। সঙ্গে থাকছেন মুকেশ কুমার, প্রসিধ কৃষ্ণার মতো তরুণ ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতের পেস বোলিং সম্পর্কে ওয়াসিম জাফর টুইট করেন, ‘দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে শামির অভাব ভালোই বোধ করবে ভারত। তবে মুকেশ ও প্রসিধদের জন্য এটা দারুণ এক সুযোগ। তাদের প্রমাণ করতে হবে যে তারা ভারতের পেস বোলিংয়ের ভবিষ্যৎ। দক্ষিণ আফ্রিকায় বোলিং করার মতো ভালো সুযোগ আর পাবে না।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
১৩ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে